পাতা:বঙ্গদর্শন নবপর্যায় দশম খণ্ড.djvu/৬৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

s१९ s সুন্দরী কিশোরী ভাৰ্য্যার ছুরবস্থা দেখিয়া গণেশ প্রথম প্রথম তাহাকে যথাসস্তব সাহায্য করিত। কিন্তু অধিক fদন সে নিজের সংকল্প রক্ষা করিতে পারিল ন।–‘মিসিরঞ্জিতদশনা কৃষকগৃহিণীকুলে’র তীব্র পরিহাস-বাণী তাহার চিত্তকে বিক্ষিপ্ত করিয়া দিল । ষে দিন প্রতিবেশিনীগণের বাক্যবাণ জুলবুদ্ধি গণেশকে অধিক পরিমাণে বিদ্ধ করিত, সে দিন সে ধৈর্য্য হারাইয়। হুঙ্কার করিয়া তারার উদ্দেশে বলিত, সেবা করিবার জন্য সে তাহাকে গৃহে আনে নাই। কিন্তু তাহাতে ফল বিপরীত হইত, যে দিন তারা স্বামীর নিকট তাড়না সহ্য করিত সে দিন তাহার ক্রটর পরিমাণ অসম্ভব রূপে বাড়িয়া যাইত। উত্তেজিত গণেশ ক্রোধান্ধ হইয়া মনে করিত, তারাকে প্রহারের দ্বারা রীতিমত শিক্ষা দেয়, কিন্তু তাহার সকরুণ দৃষ্ট এবং কুমুমপেলব শরীর দেখিয় তাহার মায়া হইত –প্ৰহার করা ঘটিয়া উঠিত না। আজ গণেশ নিজগৃহে আহারের একটু বিশেষ রকম আয়োজন করিয়াছিল, আজ কয়েকজন অন্তরঙ্গ বন্ধু তাহার গৃহে নিমন্ত্রিত হইয়াছিলেন। গণেশ বিশেষ করিয়া তারাকে শাসাইয়া গিয়াছিল, আজ কোন ক্রটি হইলে তারার আর "রক্ষা থাকিবে না।’ তারা ভয়ে ভয়ে রন্ধনাদি করিতেছিল। গণেশ বাহিরের ঘরে বন্ধুবান্ধবদের লইয়৷ আমোদ-প্রমোদে মগ্ন ছিল । রন্ধনাদি প্রায় সম্পন্ন হইয়া আসিয়াছিল, মাংসপাত্র নামাইলেই মোটামুটি রন্ধনকাৰ্য্য সমাপ্ত হয়। তারা অত্যন্ত সাবধান হইয়া মাংস বঙ্গদর্শন। [ ১০ম বর্ষ, পৌষ, ১৩১৭। পায় নামাইতে গেল। ভাল করিয়া কোমরে কাপড় জড়াইয়া প্রাণপণ শক্তিতে সে পাত্রের গলদেশ চাপিয়া ধরিল। ধরিয়া নামাইতে যাইবে, এমন সময়ে একটা বৃহৎ কুকুর লম্ফ দিয়া গৃহমধ্যে প্রবেশ করিল। করিবামাত্র চকিত তারার অঙ্গনিবন্ধন হইতে মুক্ত হইয়। রন্ধনপাত্ৰ সশব্দে মাটিতে পড়িয়া চুর্ণ হইয়। গেল। তারা ভয়ে পাণ্ডুর হইয়া উঠিল। শব্দ শুনিয়া “খাটি-সেবিত গণেশ ছুটিয়া ভিতরে আসিল । আসিয়া দেখিল তাহার সযত্নে আহত মাংসখও চারি দিকে বিক্ষিপ্ত হইয়া পড়িয়া আছে এবং তারা পাণ্ডুর মুখে পাষাণ-প্রতিমার মত তাহার মধ্যে দাড়াইয়া আছে । পান-বিহবল গণেশ আজ আর ধৈর্য্য রক্ষা করিতে পারিল না। এক হস্তে তারার গ্রীবা ধারণ করিয়া “খিড়কির” দ্বারের নিকটে লইয়া গিয়া পদাঘাতে তাহাকে বাটির বাহিরে দূরে নিক্ষেপ করিল। বলা বাহুল্য সে রাৱে বন্ধু বর্গের আহারাদির তেমন সুবিধা হইল না। গণেশ অাদরে আপ্যায়নে, গল্পে ও গানে, পানে অtহারের ক্রটি মে{চন করিবার চেষ্ট্র। করিতে লাগিল । কাজেই তারার সংবাদ লইবার সে রাত্রে আfর তাহার অবকাশ হইল না । গণেশ তারাকে খিড়কির বাহিরে দিয়া আসিবার পর তার অনেকক্ষণ “আiড়?” হইয়। দাড়াইয়া রহিল, তার পর কি মনে করিয়া কতকট রমণী-সুলভ আশঙ্কা, কতকটা বা সাধারণ ভয়ের তাড়নায় সে বাটীর ভিতর প্রবেশ করিয়া ধীরে ধীরে খিড়কি বন্ধ করিয়া দিল। তারা সহজে