পাতা:বঙ্গদর্শন নবপর্যায় দ্বাদশ খণ্ড.djvu/১০৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

రీ ఈ কেবল আপনাদের সন্তানসন্ততিগণের লেখাপড়ার ভারই রাষ্ট্রশক্তির হাতে দিয়া ক্ষাস্ত হয় নাই, বাৰ্দ্ধক্যের অক্ষম অবস্থায় যখন তাহদের আর খাটিয়া খাইবার শক্তি থাকিবে না, তখন যাহাতে রাষ্ট্রের কোষাগার হইতে সকলেই একটা নির্দিষ্ট বৃত্তি পাইতে পারে, তারও ব্যবস্থা করিয়াছে। এই নূতন বাৰ্দ্ধক্যের পেন্সনের ব্যবস্থা অনুসারে, উ৫ বৎসরের অধিক বয়স্ক প্রত্যেক ইংরেজই, তার জীবিকার অন্ত উপায় না থাকিলে, সপ্তাহে পাচশিলিং বা ৩৮০ আনা হিসাবে আমরণ কাল পর্য্যন্ত পেন্সেন পাইতেছে। এই সম্প্রতি যে ইনসুয়র্যান্স আইন পাশ হইয়াছে, তাহাতে কৰ্ম্মক্ষম লোকও যখন ব্যায়ারামে পড়িয়া, কিম্ব কৰ্ম্মের অভাবে উপার্জন করিতে অপারগ হইবে, তখন তাহাদের জীবিকার ব্যবস্থা করিয়াছে। যেমন সাৰ্ব্বজনীন সাধারণশিক্ষার ব্যবস্থা, তেমনি বাৰ্দ্ধক্যের পেন্সেনের বিধান এবং এই নূতন ইন্‌স্বয়র্যান্স wfa (Insurance Act) is so go সাধারণ রাষ্ট্রনীতির অন্তর্গত ও অঙ্গীভূত। আর বিলাতে এই নীতি ক্রমেই প্রবল হইয়া উঠিতেছে। দেশের সকল বালকবালিকাকে স্কুলে লইয়া গিয়াই ব্রিটিশরাজ নিশ্চিন্ত হইতে পারিতেছেন না । এরূপ জোর-জবরদস্তির ফলে ছেলেমেয়ের স্কুলে যাইতেছে বটে, কিন্তু পিতামাতা তাদের উপযুক্ত অল্পবন্ত্রের ব্যবস্থা করিতে পারিতেছে না, বা করিতেছে না। সুতরাং এখন অনেক বালকবালিকাদিগকে সরকারের খরচে খাওয়াইবারও ব্যবস্থা বঙ্গদর্শন ১২শ বধ, জ্যৈষ্ঠ, ১৩১৯ করিতে হইতেছে। অনেক স্থানেই অন্ততঃ স্কুলের ছেলেমেয়েদের "প্রহরের আহারের ব্যবস্থাটা স্কুলের কর্তৃপক্ষগণকেই করিতে হইতেছে। কখনো কখনো তাদের ধুইয়া মুছিয়। ছেড়া ও নোংড়া কাপড় চোপড় ছাড়াইয়া দিয়া, পরিষ্কার কাপড় চোপড় পরাইয়। তবে স্কুলে রাখিতে হয়। সুতরাং কেবল বেতন না লইয়া লেখাপড়া শিখাইবার ব্যবস্থাতেই এই সংস্কারের সার্থকতালাভ হইবে না। ক্রমে অপর অনেক বিষয়ের ব্যবস্থা করিতে হইবে । ভারত সরকার এ জন্য কবে যে এত টাকা টাকা খরচ করিতে পারিবেন, বলা যায় না। আর পরিলেও তাহ করাই কৰ্ত্তব্য হইবে কি না তাহাও ভাবিবার কথা । এরূপ ভাবে সন্তানগণের সকল ভারই যদি রাজা আপনার হাতে গ্রহণ করেন, তাহার ফলে দেশের লোকের সহজ সস্তানবাৎসল্য যে ক্রমে নষ্ট হইবার কতটাই আশঙ্কা আছে ইহা ভাবিলেও ভয় হয় । মানুষের তাল মন কোন প্রবৃত্তিতেই যে নিরাকার সাধন সম্ভব নহে, আজিকালিকার দিনেও আমাদের আধুনিকশিক্ষাপ্রাপ্ত সম্প্রদায়ের এ সহজ কথাটা বুঝিতেও কিছু সময় লাগিবে বলিয়া মনে হয়। বিলাত প্রভৃতি দেশে সাৰ্ব্বজনীন সাধারণশিক্ষা যে বিশেষ রাষ্ট্রণীতির অন্তর্গত, এদেশে সে নীতি প্রবর্তিত হইবার সময় এখনো আইসে নাই। এই রাষ্ট্রনীতি (state socialism ) ≤to soসারণের সঙ্গে সঙ্গেই যুরোপে ক্রমে তষ্ঠালাভ করিতেছে। স্বেচ্ছা তন্ত্র শাসনে