পাতা:বঙ্গদর্শন নবপর্যায় দ্বাদশ খণ্ড.djvu/১২৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

> &● লাগিল, তাহার সহিত অতিশয় বুদ্ধিমান কুকুরের ব্যবহার যতদূর দেখিয়ছি তাহ। তুলনা করিয়া আশ্চৰ্য্যান্বিত হইয়াছি। কিন্তু উচ্চ শ্রেণীস্থ এবং পাইক প্রভৃতি নিম্নশ্রেণীস্থ জন্তুগণের মধ্যে ও বস্তুর সহিত শব্দ সংযোগবিষয়ে এবং পর্য্যবেক্ষণ ও সিদ্ধান্ত কর। সম্বন্ধেও ঠিক এই প্রকার প্রভেদই দেশ৷ यं । অল্প পরিদর্শনের পরেও বুদ্ধিবৃত্ত্বির উত্তেজনা কিরূপ হয় তাহ। আমেরিকান বানরগণের নিয়শ্রেণীস্থদিগের ব্যবহার দৃষ্টে বেশ বুঝা যায়। রেঞ্জার যত্নপূর্বক উহা পরি: দর্শন করিতেন। তিনি যখন প্যারা গোয়৷ দেশে তাহার বানরদিগকে ডিম্ব দিয়াছিলেন তপন তাহার। উহা ভাঙ্গিয়া ফেলিত, সুতরাং তন্মধ্যস্থ পদার্থ অনেক নষ্ট হইত; কিন্তু পরে তাহার ডিম্বের একদিক কোন কঠিন বস্তুর উপর আস্তে আঘাত দিত, এবং খোসার ভগ্নস্থানগুলি অঙ্গুলি দ্বারা খুটিয়া তুলিত : একবার তীক্ষু অস্ত্ৰে হাত কাটিলে তাহারা ঐ অস্ত্র অীর পশও করিত না, অথবা স্পর্শ করিলেও অতি সাবধানে করিত। অনেক সময় তাহাদিগকে কাগজে জড়াইয়া চিনি দেওয়া হইত ; রেঞ্জার কখন কখন ঐ কাগজের মোড়কের মধ্যে জীবিত বোল তা দিতেন ; বানরের গড়াতাড়ি কাগজ খুলিতে গেলে বোলতায় কামড়াইয়া দিত। এইরূপ একবার দংশন করিলে পর উহার প্রত্যেকবার কাগজের মোড়ক প্রথমে কাণের কাছে আনিয়া উহার মধ্যে নড়াচড়ার শব্দ শুনা যায় কি না তাহা পরীক্ষা করি ত। বঙ্গদর্শন [ ১২শ পর্ষ, জ্যৈষ্ঠ, ১৩.৯ নীচে কুকুরের কতিপ্লয় ব্যবহারের উল্লেখ করিতেছি। মিঃ কোহন (Colquhoun ) দুইটী বহু হংস উড্ডীয়মান অবস্থায় শীকার করিয়াছিলেন, উহার একটী নদীর অপর পারে পড়িয়ছিল। র্তাহার কুকুর একসঙ্গে দুইটাকে আনিবার চেষ্টা করিয়ছিল কিন্তু পারিল না ; তৎপর ঐ কুকুর .যে কখন কোন পার্থীর একটা পালখ উলট-পালট করে নাই সে একটা হংসকে মারিয়। ফেলিল, এবং অপরটকে লইয়া এপারে আসিল, পরে ঐ মৃতপাখীটী আনিতে গিয়াছিল। কর্ণেল হাচিনসন বর্ণনা করিয়াছেন যে একসঙ্গেই দুইটী পার্টিজকে গুলি করা হয়, একটা হত অপরটা আহত হইয়াছিল। আহতটা দৌড়াইয়। পলাইতেছিল, তখন শিকারী কুকুর তাহাকে ধরিল, এবং ফিরিয়া আসিবার সময় মৃত পার্টিজট কে দেখিতে পাইল । “সে ক্ষণকাল থামিয়া কিছুই ঠিক করিতে পারিল না ; তারপর যখন বুঝিল যে ঐ সূতটী আনিতে হইলে জীবিতটী পলাইয়া যায় তখন সে ক্ষণকালমাত্র বিবেচনা করিবার পর তখনই ইচ্ছা করিয়াই জীবিতটিকে বলপূৰ্ব্বক হত্য করিল, তৎপর দুইটাকেই একসঙ্গে লইয়া আসিল সে এই একবার মাত্র ইচ্ছ। পূৰ্ব্বক শিকার নষ্ট করিয়াছিল জানা যায়।” এখানে আমরা বুদ্ধিবৃত্তির পরিচয় পাইতেছে কিন্তু উৎকৃষ্ট বুদ্ধির পরিচয় পাই না ; কারণ কুকুর প্রথমে আহতটকে আনিয়া পরে মৃতটকে আমিলেই পারিত, যেমন বন্যহংস আনিবার সময় করা হইয়াছিল। এই দুইটা দৃষ্টান্ত উল্লেখ করিবার হেতু এই যে