পাতা:বঙ্গদর্শন নবপর্যায় দ্বাদশ খণ্ড.djvu/১৪৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২য় সংখ্যা ] জন্য তিনি লণ্ডনের নিকটবৰ্ত্তী উইম্বেলডেন নামক স্থানে একটা বাড়ী করিয়া, মাহিন দিয়া লোক রাখিয়াছিলেন। প্রতিদিন প্রাতঃকালে, দৈনন্দিন বিযয় কৰ্ম্মে প্রবৃন্ত হইবার পুৰ্ব্বে প্রায়ই তিনি কিছুকাল এই বিষয়ের অনুশীলনে নিযুক্ত থাকিতেন। এই সময়ে কখনো কখনে। তিনি জগতের বিভিন্ন রাষ্ট্রীয় বা সামাজিক সমস্যার সম্বন্ধেও পরলোকগত মনীষিগণের মতামত জানিবার চেষ্টা করিতেন। এইভাবে পরলোকতত্ত্বের অনুশীলনের সত্যাসত্য ব৷ ভালমন্দ বিচারের এ সময় নহে, এ স্থানও নছে। সকলে বা অনেকে যে এ যুগে এ সকল ভৌতিক কাণ্ডে বিশ্বাস স্থাপন করিবেন, এমনটাও আশা করা যায় না। বরং অধিকাংশ লোকেই এসকল প্রয়াসকে হাসিয়া উড়াইয়া দিতে চাহেন। সুতরাং বিলাতের বা য়ুরোপের তর্কবাদিদিগের সমক্ষে এ সকল তত্ত্বের আলোচনা বড় কম সাহসের পরিচয় দেয় না। ষ্টেড, অকুতোভয়ে ঠার সিয়ান্সে ( Seance'এ ) যে সকল কথাবার্ত হইত, প্রকাশ্য সংবাদপত্রে তাহ বাহির করিতেন । ইহাতে অনেক লোকেই তার প্রতি বীতশ্রদ্ধ হইয়া পড়িতেছে, ইহাও তিনি জানিতেন । এজন্য তার ব্যবসায়েরও বিস্তর ক্ষতি হুইতেছিল, ইহাও তিনি দেখিতেছিলেন । কিন্তু যাহা নিজে সত্য বলিয়। বিশ্বাস করিতেন, লোকের মুখ চাহিয়া তিনি কখনো তাহ প্রচার করিতে কুষ্ঠিত হন নাই। ইহাতেই তার চরিত্রের জ্যের কতটা ছিল, ইহা সহজেই বোঝা যায়। এ বিষয়েও ষ্টেড, ইংরেজের সেরা ছিলেন । চরিত-চিত্র > 8.5 যেমন তার সত্যমুরাগ, তেমনি তার স্বদেশপ্রতি ও মানবহিতৈষাতেও ষ্টেড, ইংরেজ-চরিত্রের উচ্চতম উৎকর্ষলাভ করিয়াছিলেন। ইংরেজ তার দেশকে যেমন ভালবাসেন, জগতের আর কোনো জাতির লোক বোধ হয় তাদের নিজেদের দেশকে তেমন ভালবাসে না । ইংরেজের প্রেম কাজে ফোটে, কেবল ভাবে বা কথায় উচ্ছসিত হয় না। ষ্টেড স্বজাতিকে অত্যন্ত ভাল বাসিতেন, দুনিয়ায় যে ইংরেজের মত আর কোনো জা’ত ষে ছিল বা আছে ভিতরে ভিতরে তিনি যে তাহ বড় বিশ্বাস করিতেন, এমনে মনে হয় না। তার চক্ষে ইংরেজ আদর্শ মানুষ। কিন্তু সে ইংরেজ খাটি ইংরেজ, ইংরেজের জাতীয় চরিত্রের উন্নত আদর্শভ্রষ্ট যে সকল লোক জগতের ভিন্ন ভিন্ন দেশে যাইয়! : ইরেজ নামে কলঙ্ক আরোপ করিতেছে, ষ্টেডের চক্ষে সে ইংরেজ আদর্শমানুষ ছিল না। এইজন্য ইংরেজের মধ্যে যা কিছু ভাল, তাহাই তিনি রক্ষা করিবার ও বাড়াই বার জন্য ব্যস্ত ছিলেন, মন্দকে কখনো আদর করিয়া পুযিয়া রাখিতে চান নাই। ব্রিটিশ উপনিবেশে এবং ভারতবর্যে আসিয়া ষে সকল ইংরেজ ইংরেজত্ব-ভ্রষ্ট হইয়া যায়, যারা ইংরেজের সত্যবাদিতা, ইংরেজের ন্যায়পরতা, ইংরেজের উদারতা ইংরেজের মানবহিতৈয। ভুলিয়া ধাইয়া, একটা অযথা ও আত্মঘাতী অহঙ্কারকে আশ্রয় করিয়া, অপর জাতির লোকের উপরে অন্যায় প্রভুত্ব ও অমান্বষী অত্যাচার করিয়া থাকে, তাহদের ইংরেজত্বের অভিমানের সঙ্গে ষ্টেডের বিন্দু পরিমাণেও