পাতা:বঙ্গদর্শন নবপর্যায় দ্বাদশ খণ্ড.djvu/১৪৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

& ҹ8 সহানুভূতি ছিল না। অন্যদিকে ষ্টেডের মানবহিতৈষীও, বলিতে গেলে, তার গভীর স্বজাতি বাৎসল্যেরই রূপান্তর মাত্র ছিল । তিনি আপনার জাতিকে ও আপনার সভ্যতা ও সাধনাকে এতটা ভাল বসিতেন যে একদিকে যেমন সেইজন্য, নিজের জাতের আদর্শ ও চরিত্রকে বিশুদ্ধ রাখিবার ও উন্নত করিবার চেষ্ঠা করিতেছিলেন, সেইরূপ অন্যদিকে, এই আদর্শ ও এই সভ্যতা ও সাধনা যাহাতে জগতের সকল লোকে আয়ত্ত ও অধিকার করিতে পারে, তার জন্যও সৰ্ব্বদাই লালায়িত ছিলেন। দুনিয়ার লোক ইংরেজের মত স্বাধীন ও লব্ধ-প্রতিষ্ঠ হউক, ইংরেজ রাষ্ট্র যেমন নিয়মতন্ত্র, ইংরেজ রাজ। যেমন প্রজামতের অধীন. সকল দেশের রাষ্ট্র ও রাজা সেইরূপ হউক, ষ্টেড সৰ্ব্বদাই ইহা চাহিতেন। তারই জন্য জগতের যেখানে প্রজাস্বত্ব সম্প্রসারণের সঙ্গ ত প্রয়াস হইতেছে দেখিতেন, যেখানেই স্বেচ্ছাতন্ত্রের • স্থানে নিয়মতন্ত্রের প্রতিষ্ঠার আয়োজন বা চেষ্ট হইতেছে শুনিতেন, সেখানেই সেই সকল প্রয়াসের সঙ্গে সৰ্ব্বদা সহানুভূতি করিতে অগ্রসর হইতেন । কি পোল্যাণ্ডের, কি ফিনল্যাণ্ডের, কি মিশরের, কি ভারতবর্যের, কি চীনের, কি পরিষ্ঠের, সকল দেশের স্বাধীনতার উপাসকগণ বিলতে যাহয়, তীর্থস্থানে যেমন দেশদেশান্তরের যাত্রী মিলিত হয়, সেইরূপ ষ্টেডের বাড়াতে সম্মিলিত হইতেন । * এখানে আফ্রিকার কাফ্রি লোক-নায়ককে দেখিয়াছি । পারষ্ঠের প্রজাতন্ত্রের অধিনায়কগণকেও দেখিয়াছি। যারা তুরস্কের রাষ্টতন্ত্র প্রবৰ্ত্তিত করিয়াছেন, সেখানেও প্রজাতন্ত্রের প্রতিষ্ঠা করিতেছেন, সেই সকল ইয়ংটার্ককে (Young Turks& ) qqiqa (Wfolife. ফিনল্যাণ্ডে, পোলাণ্ডে, সকল দেশে যার! স্বদেশসেবায় জীবন উৎসর্গ করিয়াছেন, বঙ্গদর্শন [ : २* १ै, ऐछाठे, २७ s বিলাতে গেলে, ষ্টেডের বাড়ীতে সকলের ই নিমন্ত্রণ হইত, সেখানে সকলেই মিলিত হইতেন। ষ্টেডের বৈঠকখানা আধুনিক সন্ত্যজগতের শ্ৰেষ্ঠজনের একট। পবিল সন্মিলন ক্ষেত্র ছিল, বলিলেও অত্যুক্তি হয় না। আর এই অদ্ভুত সন্মিলন, গৃহস্বামীর উদার মানবপ্রেমেরই প্রত্যক্ষ প্রমাণ দান করিত । জীবদ্দশায় ষ্টেড যে সকল উন্নত আiদর্শের কথা প্রচার করিতেন, মরণ সময়ে ও তাঁহারই চরণে আত্মবলিদান দিয়৷ গিয়াছেন। মরণকালেই মানুষকে সত্যভাবে চেনা যায়। গকুল পাথরে পড়িয়৷ মানুষের সংসারের সকল আশ্রয় স্পন নিঃশেষে লুপ্ত হইয়া যায়, তখনই তার জীবনের সত্যিকার সাধনট। ষে কি ছিল, তাহ। আপনা হইতে বাহির হইয় পড়ে । ষ্টেডে ও তাঁহাই হইয়াছে। অবলাকুলের হিতব্ৰত ষ্টেড যৌবনের প্রারম্ভেই জীবন উৎসর্গ করিয়াছিলেন। সেই ব্রতের সাধনেই Maiden Tribute qf5 5 8 2ļ#ff" z gą তারই জষ্ঠ্য কারাগারে তার লাঞ্ছন। অসহায়ের সহায়তা করিতে ষ্টেড কখনও পরাঘুর্ণ হইয়াছেন, তার শত্রুরাও এমন কথা বলে না। আর আকুল সমুদে, ভগ্ন অর্ণবতরী পক্ষে, আপল ও শি শুদিগকে নৌকায় তুলিয়। দিয়। শেষে ধীর ভাবে, আপলি সেই জাহাজের সঙ্গে অতলে ডুবিয়া গিয়া ষ্টেড, সেই পবিত্র জীবনব্ৰতই উদযাপন করিয়াছেন। ইংরেজ চরিত্রের মহত্ব কোখায়, য়ুরোপীয় সভ্যতা ও সাধনার দেবত্ব টুকু কোনখানে..-টাইটানিক জাহাজের এই অন্তিমদূখে তাহাই ফুটিয়া উঠিয়াছে। এই পবিত্র দৃপ্ত যখন মানসপটে ভাসিয়৷ উঠে, তখন আর ইংরেজ জাতিকে অশ্রদ্ধা যুরোপীয় সভ্যতা ও সাধনাকে অবজ্ঞ করিতে পারি না। রীবিপিনচন্দ্র পাল ।