পাতা:বঙ্গদর্শন নবপর্যায় দ্বাদশ খণ্ড.djvu/১৫১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

×8\ყ বদ সৰ্ব্বে প্রমচন্তে কাম যে হস্য হৃদি শিতাঃ। অর্থ মৰ্বোহমুতো ভবতাত্র ব্ৰহ্ম সময়ূন্তে । " যে সকল কামনা এই মৰ্ব জীবের হৃদয়কে অtশয় করিয়া আছে, সেই সমূদয় যখন একান্তভাবে পরিতাক্ত হয়, তখনই মৰ্ব অমর হয়, এবং এইখনেই ব্রহ্মকে ভোগ করিয়৷ থাকে।” আমবা অতি প্রাচীনকাল হইতে ইহাকেই অমৃতত্ত্ব লাভের একমাত্র পথ বলিয়া জানিয়া আসিয়াছি। “ত্যাগেনৈবমৃতত্ত্বমনাগু:" কেবল ত্যাগের দ্বারাই অমৃতত্ব পাওয়া যায়, তার আর অন্যপথ নাই, ভারতের আর্য্যসভ্যতা ও সাধনার ইহাই সার কথা ও শেষ কথা। জগতের সকল সাধু ও সিদ্ধপুরুষেরাই এ কথার সত্যতার ও সারবত্ত্বার সাক্ষ্য দিয়া আসিতেছেন। খ্ৰীষ্টীয় সাধনায়ুও এ কথাটা নূতন নছে। যিশু ও এই ত্যাগের পথই দেখাইয়া গিয়ছেন, ভোগের পথ দেখান নাই। “ তোমার যা কিছু তৎসমুদায় ৰিকাইয়া দিয়া, আমার অনুগামী হও,”— * যদি সে জীবন পাইতে চাও, তবে এ’জীবন বিসর্জন দাও” ;–“কল্যকার জন্য চিন্তা করিও ন, আজিকার দুর্ভাবনাই আজিকার জন্য যথেষ্ট" ;–পৃষ্টের এ সকল প্রসিদ্ধ উপদেশ,— এবং পরিণামে যে ভাবে তিনি এই মহাত্যাগযজ্ঞে আপনার পবিত্র দেহ উংসর্গ করিয়া গিয়াছেন; আর এইরূপ ভাবে দেহ রাথিয় আপনার “পুনরুখীন" বা রিসরেক্সণের (Resurrection) for soil, খৃষ্টীয়ান্‌ মণ্ডলীকে তিনি স্বয়ং অমৃতত্বের যে পথ দেখাইয়। পিয়াছেন, তাহাও আমাদেরই এই প্রাচীন ও সাৰ্ব্বজনীন ঋষিপন্থ । ইহাই মুক্তির একমাত্র পথ—“ নান্ত: পন্থী: বিদ্যতে হয়নায় " । বঙ্গদর্শন [ ১২শ বৰ্ম, আষাঢ়, ১৩১৯ 馨 馨 繫 觀 泰 彎 টাইটানিকের তিরোধীন সংসার-মোবিভ্রান্ত যুরোপীয় সমাজকে,অপূৰ্ব্ব কলাকুশলন। সহকারে, এই সনাতন ঋষি-পথ ও পুরাতন যিশুপথই দেখাইয় দিয়া গেল। যার অজত্বকাল নিরবচ্ছিন্নভাবে কেবল ভোগের পথ ধরিয়াই চলিয়ছিল, যাহাদিগকে দুনিয়র লোকে ইহ-সৰ্ব্বশ্ব বলিয়াই ভাবিয়া আসিয়াছিল, আমাদের শাস্ত্রে যাহাকে আমুরী-সম্পদ বলিয়াছেন, গীতার ষোড়শ অধ্যায়ে ভগবান শ্ৰীকৃষ্ণ যে অস্থরীভাবের বর্ণনা করিয়াছেন, তাঙ্গর আহরণ করিতে র্যাহারা আপনাদের সৰ্ব্বস্ব পণ করি ছিল বুলিয়া মনে হইত ; সেই সকল লোককে বুকে লষ্টয়াই টাইটানিক তার এই ৰঙ্গপ্রয়াণে মাত্রা করিয়াছিল। আধুনিক সমাজের শ্রেষ্ঠতম বিদ্যা ও বুদ্ধি, অধ্যবসায় 4 কৰ্ম্মকুশলত। মিলিয়। এই বিপুল অর্ণবযlনগনি নিৰ্ম্মাণ করিয়াছিল। একদিন যুরোপ ইষ্টতে আটলান্টিক মহাসাগর পার হইয়া আমেরিকায় যাইক্তে এক পক্ষ কাল লাগিত । ক্রমে তাহা এক সপ্তাহে আসিয়া দড়ীয় ; বৎসব দুই কাল হইল, এ ব্যবধান আর ধ কমিয়া গিাছিল । দুইটি প্রসিদ্ধ ইংরেজ কোম্পানীর জাহাজ ইংলণ্ড ও আমেরিকার মধ্যে যাতায়াত করে ; একের নাম “কিউদ্যার্ড" (Cunard), অণরের নাম “হোয়াইট ষ্টার" (White star)। কিউন্তার্ড কোম্পানীর মরিটানিয়া ( Mauritania ) নামক নূতন জাহাজ প্রথমে, পাঁচ দিন কয়েক ঘণ্টায়, ইংলণ্ড ও আমেরিকার মধ্যে যাতায়াত করিতে আরম্ভ করে । সপত্নী কোম্পানীর এই অদ্ভুত Ffs = cafegi, cztātēBèlą (White Star)