পাতা:বঙ্গদর্শন নবপর্যায় দ্বাদশ খণ্ড.djvu/১৬৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

| ৩য় সংখ্যা বিগ্রহ না করিতে পারিলেও, এই সকল উপনিবেশ স্বেচ্ছামত ও সম্পূর্ণ স্বাধীনভাবেই, অঙ্গ রাষ্ট্রের সঙ্গে ব্যবসার বাণিজ্যগত সম্বন্ধে আবদ্ধ হইতে পারে । অতএব উপনিবেশ সকলের উপরে ব্রিটেনের প্রভুত্ব একটা মৌখিক বস্তু। স্বজাতীয় লোক বলিয়া ভাষা, ইতিহাস, ধৰ্ম্ম জাতীয় প্রকৃতি ও প্রেরণা এ সকল বিষয়ে কোনও কোনও উপনিবেশের সঙ্গে ব্রিটেনের একটা আন্তরিক ঐক্য ও ভাবগত যোগাযোগ রহিয়াছে। ক্যানেড ও দক্ষিণ-আফ্রিকার সঙ্গে এ যোগ ততটা নাই । কিন্তু ক্যানেড এবং দক্ষিণ আফ্রিকার অধিকাংশ অধিবাসী ব্রিটিশ শোণিতপ্রস্থত না ংইলেও, তারাও ব্রিটেনের সঙ্গে যুক্ত থাকিয়া যে সকল স্বাধীনতা ও মুগসুবিধ ভোগ করিতে পারে, তারই জন্য তাহীদের প্রাণেও এ মৌগিক যোগটা ভাঙ্গিবার কোনো প্রকারের প্রয়োজন বোধ জন্মিবার সম্ভাবনা নাই। এ সকল উপনিবেশের নিজেদের কোনও নেী-শক্তি নাই। ইহাদের কোনো নিদ্ধারিত সেনাবলও নাই বলিলেই হয়। আত্মরক্ষার জন্ত ইতাদের আছে কেবল “মিলিশিয়া” বা প্রজা-সেন । পুলিশ প্রহরী ছাড়া এ সকল উপনিবেশে আর কেতই অনন্যকন্ম হইয়া সমর কৌশল শিক্ষা করিয়া, জীৰিক উপার্জনের জন্য সৈনিকের কন্ম গ্রহণ করে না। এ অবস্থায় এ সকল উপনিবেশের পররাষ্ট্রের আক্রমণ হইতে আত্মরক্ষার উপযুক্ত শক্তি ও ব্যবস্থা নাই বলিলেই হয় । ব্রিটেন্‌কেই ইহার ব্যবস্থা করিতে হয় । আর ইহাই গ্রেটব্রিটেনের সঙ্গে ব্রিটিশ উপনিবেশ সকলের সর্বপ্রকারের বর্তমান বাধ্য বাধকতার মূল। কিন্তু গত কয়েক বৎসর ভারত, আয়ল্যাণ্ড ও ব্রিটিশ সাম্রাজ্য নীতি ᎼᏔᏬ হইতে ব্রিটিশ উপনিবেশ সকল অল্পে অল্পে নিজেদের নৌ-শক্তি ও সৈন্যবল গড়িয়া তুলিবার আয়োজন করিতেছে। যে পরিমাণে তাহীদের এই আত্মরক্ষার শক্তি ও ব্যবস্থা করিয়া ও গড়িয়া উঠিবে, সেই পরিমাণে গ্রেটব্রিটেনের সঙ্গে ব্রিটিশ উপনিবেশ সকলের বর্তমান যোগ-বন্ধনও শিথিল হইবার খুবই আশঙ্কা আছে। 来 兴 来 宗 来 উপনিবেশগুলির সঙ্গে যদি বর্তমান বন্ধনটা রক্ষা ও দৃঢ় করিতে হয়, তবে একটা সাম্রাজ্য-ব্যাপী সমবায়-শাসনতন্ত্র প্রতিষ্ঠিত করা আবশ্বক । মার্কিণ যুক্তরাষ্ট্রের ন্যায়, সমগ্র ব্রিটিশ সাম্রাজ্যকে একটা বিরাট যুক্তরাষ্ট্রে পরিণত না করিতে পারিলে, এ সাম্রাজ্যের শক্তি ও স্থায়িত্ব রক্ষা করা অল্পকাল মধ্যেই একেবারে অসাধ্য ইয়া উঠিবে। আর এটা করিতে গেলেই, এই সাম্রাজ্যের ভিন্ন ভিন্ন অঙ্গগুলিকে কোনও না কোনও আকারে তোমরুল দিয়া, তাঙ্গদের প্রত্যেকটাকেই স্বরাজ্যে প্রতিষ্ঠিত করা অবিশুক । লর্তমান ইংরেজ মন্ত্রিসমাজ এবং আমাদের বড়লাট ইঙ্গর সকলেই এটা পরিষ্কার করির বুঝিয়t. ছেন। তাই একদিকে সদাজ আয়ার্ল্যাণ্ডে হোমরুল প্রতিষ্ঠা করিতেছেন, অন্যদিকে লাট হাডিঞ্জ ক্রমে ভারতবর্ষেও একটা বিরাট যুক্ত রাষ্ট্র গড়িয়া তুলিয়া, তাহীকে ব্রিটিশ সাম্রাজ্যের অঙ্গীভূত রাখিয়া, সেই সাম্রাজ্যের স্থায়িত্ব, ভারতের জাতীয় জীবনের স্বপ্রতিষ্ঠা ও সার্থকতা, এবং সমগ্র মানব সমাজের শাস্তি ও কল্যাণ বিধানের জন্য, ভাঙ্গর এই নুতন শাসননীতি প্রবর্ভূিত করিয়াছেন । ইহা কেবল