পাতা:বঙ্গদর্শন নবপর্যায় দ্বাদশ খণ্ড.djvu/১৮২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সুরমোপত্যক সাহিত্য-সম্মিলন প্রথম অধিবেশন করিমগঞ্জ Y ©እ ጽ বঙ্গাব্দ সভাপভিন্ন অভিভাষণ ব্রহ্মণেভ্যে নমঃ । ধাহীর প্রেরণায় বাণীর মুরমোপত্যকাবাসী ভক্ত এবং অন্তরক্ত সেবকগণ ভগবতী ভারতীর পূজার জন্ত আজ এখানে সমবেত হইয়াছেন, আঙ্কন, সকলে ভক্তিপূর্ণ একাগ্রচিত্তে এবং আশ ও উৎসাহপূর্ণ হৃদয়ে সৰ্ব্বাগ্রে সেই বিশ্বজননীর চরণে প্রণাম করি। অভ্যর্থনা-সমিতির মাননীয় সভাপতি মহাশয় ও সভ্য মহোদয়গণ, সমবেত ভ্রাতৃগণ, বন্ধুগণু এবং স্নেহাস্পদ ছাত্রগণ, আজ আপনার যে উদ্দেশ্যে এখানে সমবেত হইয়াছেন, হাহা অতি উচ্চ এবং তাহার ফল অতি দূরব্যাপী । আপনারা আজ যে মাতৃজ্ঞের মহানুষ্ঠান করিতেছেন, তাহার আরম্ভ এবং . ক্রমোন্নতি আছে, কিন্তু শেষ নাই । জাতীয় সাহিত্যের স্থিতি, পুষ্টি এবং উন্নতি-সাধনই আপনাদিগের উদ্দেশু, এবং এই সমস্তই জাতীয় স্থিতির সমকালব্যাপী। কিন্তু পুষ্টি এবং উন্নতি যুক্তই দূরব্যাপী হউক, আরম্ভকে ছাড়িয়া দিলে কাহারও অস্তিত্ব থাকে না । যে বিস্তার আরম্ভ ককারাদি বর্ণজ্ঞানে এবং পরিণতি বেদ ও বেদাঙ্গাদি শাস্ত্রসঙ্গে, কৃকারাদি বর্ণ ছাড়িয়া দিলে তাহার অস্তিত্বই থাকে & না । যে যত বড় এবং যত উন্ন গুই হউক, আরম্ভ তাঙ্গার সঙ্গে সঙ্গেই থাকিবে। আবার আরম্ভে যে প্রণালী, যে আদর্শ, ধে প্রকৃতি অবলম্বিত হইবে, পরিণতিতেও সেই প্রণালী, সেই আদর্শ সেই প্রকৃতি তাহার সঙ্গে সঙ্গে থাকিয়া পরিণতি লাভ করিবে । উন্নতির অৰ্দ্ধপথে অগ্রসর হইয়৷ যদি প্রণালী বা আদর্শ কিম্ব প্রকৃতির পরিবর্তন করিতে যাওয়া যায়, তবে সমস্তই ভাঙ্গিয়া চুরিয়া একাকার হইবে, আরম্ভের পর্য্যন্ত অস্তিত্ব থাকিবে না, পরিণতি ত দূরের কথা। একখানি নৌকা বা একখানি গৃহ এক প্রণালীতে এবং এক আকারে নির্মাণ করিতে আরম্ভ করিয়া অৰ্দ্ধ সমাপ্ত না হইতেই যদি তাহার প্রণালী বা আকারের পরিবর্তন করিতে যাওয়া যায়, তবে তাঙ্গার কিরূপ দুরবস্থা হইতে পারে, একবার কল্পনা করিয়৷ দেখুন। বালকের বর্ণজ্ঞান লাভের সময়ে যদি তাহার উচ্চারণের বিশুদ্ধির দিকে দৃষ্টি রাখা না যায়, তাহা হইলে তাহার সে দোষের আর এ জন্মে সংশোধন হয় না, ইহা আপনার সকলেই জানেন। এই জন্য আরম্ভটি যাহাতে বিচক্ষণ কারিকরের হাতে নির্দোয এবং সৰ্ব্বাঙ্গ-সুন্দর হয়, সে বিষয়ে সকলেরই যত্নবান হওয়া উচিত।