পাতা:বঙ্গদর্শন নবপর্যায় দ্বাদশ খণ্ড.djvu/১৯৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৩য় সংখ্যা ] সভা-সমিতি ঐসকল পুস্তিকার ভাষা, বিষয় ও উপযোগিতা বিচার করিয়া দেখিবেন । পুস্তিক প্তাহীদের অভিমত হইলে প্রত্যেক উপবিভাগে কয়েক জন নির্দিষ্ট যুবক তাহার প্রচারের ভার লইবেন । গ্রন্থকারের গ্রন্থবিক্রেতাদিগকে যে কমিশন বা দস্তুরী দিয়া থাকেন, সেই দস্তুরী এই সকল যুবককে তাহারা অনায়াসেই দিতে পারেন। ইহাতে গ্রন্থকার এবং বিক্রেত উভয়েরই উৎসাহিত হইবার কথা ; বরং এমনও আশা করা যায় যে, লেখকেরা ধনীগমের দিকে তেমন দৃষ্টি না রাখিয়া প্রচারসৌকর্যার্থ এই সকল পুস্তিকার মূল্য যতদূর সম্ভব অল্প করিয়াই নিৰ্দ্ধারণ করবেন। - পুস্তকালয় ক্ষুদ্র পুস্তিক কিনিতে কষ্ট হয় না। পড়িবার অবসর পাওয়া যায়। ইচ্ছা করিলে অন্তকে দিতে পারা যায়। এক সময় হারাইয়৷ গেলেও কষ্ট হয় না ; কিন্তু বড় গ্রন্থ সম্বন্ধে সে কথা পাটে না । একখানা বড় গ্রন্থ পড়িতে অনেক সময় লাগে, তাহা কিনিতে অধিক অর্থ লাগে, সুতরাং সচরাচর তাহা দান করা পোষায় না। আবার হারাইয় গেলেও কষ্ট । অথচ সাহিত্যে বড় বড় গ্রন্থেরও বিশেষ প্রয়োজন রহিমুছে, চুটুকি পুস্তিকায় সে প্রয়োজন কখনও সিদ্ধ হইতে পারে না । এই উষ্ঠ গ্রামে গ্রামে পুস্তকালয়ের ব্যবস্থা করিদ্র। তাঙ্গতে প্রসিদ্ধ গ্রন্থকারদিগের বড় বড় গ্রন্থ সংগ্রহ কর। কৰ্ত্তব্য। পুস্তকালয়ের নাম শুনিলে অনেকে ভীত হইতে পারেন। বড় বড় নগরে সংস্র সহস্র টকা খরচ করিয়া সে পুস্তকালয় ইiপন করা যায়, তাহাতেই যখন পুস্তকের অভাব দূর হয় না, পাঠকের পাঠপূহ সভাপতির অভিভাষণ ᏱvᎼ পরিতৃপ্ত হয় না, তখন ক্ষুদ্র গ্রামের অধিবাসীদিগকে পুস্তকালয় স্থাপনের উপদেশ দেওয়া উপহাস করা মাত্র। কিন্তু আমি বলিতেছি, গ্রামে গ্রামে পুস্তকালয় স্থাপন উপহাসের বিষয় নহে, অসপ্তব কথা নহে। যে ক্ষুদ্র গ্রামে দুই চারি জন মাত্র শিক্ষিত ভদ্রলোক থাকেন, সেই গ্রামের জন্য র্তাহীদের গ্রন্থগুলি আগে চিহ্নিত করিয়া যদি একটা নিরাপদ কুঠারীতে রাগা যায়, তাহ হইলে সেই গ্রামে পুস্তকালয় ইয়া গেল মনে করা যাইতে পারে । কালী সিংহের মহাভারত, হেমচন্দ্রের রামায়ণ প্রভৃতি উপাদেয় গ্রন্থ ঘরে ঘরে না থাকুক, অনুসন্ধান করিলে হয় ত প্রায় গ্রামেই এক থান দুই খানা পাওয়া যাইতে পারে। ইহার পরে প্রাগুক্ত সমিতির অনুমোদিত বড় বড় গ্রন্থ অর্থ সংগ্রহ দ্বারাও ক্রয় করা যাইতে পারে। গৃহস্থবিশেষের অবস্থা বিবেচনা করিয়া এক পয়সা হইতে চারি অনা পর্য্যস্ত ভিক্ষা করিবার জন্য যদি গ্রামে গ্রামে একজন দুইজন করিয়া ভদ্রলোক প্রস্তুত হন, তাহা হইলে সভার অনুমোদিত নৃতন নূতন বড় বড় গ্রন্থ পুস্তকালয়ে সংগ্রহ করাও কঠিন হইবে না । বাঙ্গালীর সাহিত্য-ভাণ্ডার এখনও 4नन गभूत झ्श नाइँ (ग, यिदष्ट्रेङ्क बङ्ग করিলেই তাহার সমস্ত উংকৃষ্ট পুস্তক পাওয়া ন। যাইতে পারে । কয়েক বৎসর অতীত হইল একটি বন্ধু আমার নিকটে ৫০০\ শত টাকা মূল্যের বাঙ্গল উংকৃষ্ট গ্রন্থের একটা তালিকা চাহিয়াছিলেন, কিন্তু তাহা দেওয়া আমার শক্তিতে কুলায় নাই। আমার বোধ হয়, খুব বিবেচনার সহিত গ্রন্থগুলি দেখিয়া শুনিয়া কিনিলে ২০০ শত টাকার মধ্যেই