পাতা:বঙ্গদর্শন নবপর্যায় দ্বাদশ খণ্ড.djvu/১৯৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

)న8 বঙ্গদর্শন ১২শ বর্ষ, তাষাঢ়, ১৩১৯ এই সকল যুবক যখন দশের চিতে করিয়াছি। বঙ্গীয়-সাহিত্য-পরিষৎ সাহিত্য প্রাণমন ঢালিয়া দিয়া সঙ্কল্পিত ব্ৰত বিষয়ক সভা-সমিতির শীর্ষস্থানীয় মনে করা পালনের জন্য কার্যাক্ষেত্রে প্রবেশ করিবেন, তখন র্তাহাদিগের অল্পসাহসী ভ্রাতারাও আর ঘরে বসিয়া থাকা সম্ভব মনে করিলেন না, অন্ততঃ লজ্জার খাতিরেও তাঙ্গাদিগের অধিক অগ্রসর ভ্রাতাদিগের সঙ্গে যোগ দিবেন। আপনার সমগ্র বঙ্গের জন্য থাটিতে না যাইয়া যে এই ক্ষুদ্র উপত্যকাতেই আমাদের বর্ণ্যিক্ষেত্র সীমাবদ্ধ • করিতে চাহিতেছেন, ইঙ্গা বড়ই মঙ্গলের কথা। ইহাতে কাৰ্য্য করিবার বিশেষ সুবিধা হইবে এবং কার্যের পরিমাণও বেশী দেপাইতে পরিবেন। সমস্ত বঙ্গের তুলনায় আপনাদের সংখ্যা এবং কাৰ্য্যকরী শক্তি নিতান্তই ক্ষুদ্র ; কিন্তু এই ক্ষুদ্র উপত্যকার মধ্যে সীমাবদ্ধ থাকিয়া যদি আপনার কার্য্য করেন, তাহা হইলে কাৰ্য্যট ঠিক শক্তির অনুরূপই হইবে, সুতরাং কাৰ্য্য করিয়া যেমন সুখ পাইবেন, সেইরূপ ফলও পাইবেন । বঙ্গভূমির সঙ্গে যোগরক্ষা আপনাদের উপত্যকাতে স্থায়ী বা সাময়িক ভালে যে কোন সাহিত্যিক অনুষ্ঠান উক, মূল বঙ্গদেশের সঙ্গে তাঙ্গর যোগ রক্ষা করা "একান্ত কৰ্ত্তব্য ! আমি জনৈক বন্ধুর নিকট শুনিয়াছি শ্রীহট্টে একটি স্থায়ী সাহিত্য-সভা প্রতিষ্ঠিত হইয়াছে । আমি এই সংবাদে নিরতিশয় আনন্দ লাভ করিয়া আর একজন বন্ধুকে একখানি পত্র লিগিয়াছি, এবং উপত্যকাবাসী মাত্রেই এই সভার সভ্য হউন আর নাই হউন, ইহার কার্য্যকলাপে যোগ দিয়া গাটিবার জন্য বিশেয অনুরোধ যাইতে পারে, সুতরাং ইঙ্গর সঙ্গে যোগ রাগিলেই বঙ্গদেশীয় অন্যান্য সমস্ত সাহিত্যবিষয়ক সভা-সমিতির সঙ্গে যোগ রঙ্গিল বলিয়া মনে করা অন্তয় নহে । বঙ্গদেশে জেলায় জেলায় এইরূপ সভা-সমিতি প্রতিষ্ঠিত হইয়া স্বাধীনভাবে স্ব স্ব জেলার জন্য কাৰ্য্য করিবে, এবং বঙ্গীয়-সাহিত্য-পরিষৎ সৰ্ব্বোপরি অধিষ্ঠিত থাকিয়া সমস্ত সাহিত্যিক সভা-সমিতির যোগসূত্র এবং নিয়ামকরূপে বর্তমান থাকিবেন। এইরূপ ব্যবস্থাই আমার নিকট নিতান্ত সঙ্গত বলিয়া বোধ হয়। বাঙ্গালী আজিও লিষয়-বিশেষকে লক্ষ্য করিয়া সকলে একযোগে কার্য্য করিবার তেমন পরিচয় দিতে পারেন নাই ; আমাদের আশা, অন্ততঃ সাহিত্য-বিভাগে এক উদ্দেশ্যে এবং এক যোগে কার্য্য করিয়া বাঙ্গালী আপন ੱਕ একতার প্রমাণ দেখাইবেন । আপনাদিগের মধ্যে যখন কোন সাহিত্যিক উৎসবের অনুষ্ঠান তইবে, তখন আপনার বঙ্গের সাহিত্যিকদিগকে সাদরে ও সাহলাদে নিমন্ত্রণ করিবেন, এবং বঙ্গদেশে যখন এই শ্রেণীর কোন অনুষ্ঠান হইবে, তখন, আমি ভরসা করি, আপনারাও সেইরূপ নিমন্ত্রণ পাইবেন । এইরূপ পরস্পরের যাতায়াত, আলাপ-আপ্যায়ন, এবং পরস্পরের সঙ্গে হৃদয়ের ভাব-বিনিময় রক্ষা করা সৰ্ব্বকালেই বিশেষরূপে প্রয়োজনীয়, বিশেষত: এই বিচ্ছেদের দিনে, স্বরম উপত্যকার এী দুৰ্দ্দিনে সেই প্রয়োজন শতগুণে বদ্ধিত হইয়াছে। আপনারা মনে করিবেন না যে, এই বিচ্ছেদ-ব্যাপারে কেবল আপনারাই