পাতা:বঙ্গদর্শন নবপর্যায় দ্বাদশ খণ্ড.djvu/২১৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

२>8 পাইবেন । আমরা ফোয়ারীর আর বেশী মুখ্যাতি করিতে কিছু সঙ্কুচিত হইতেছি, কারণ ফেয়ারার ষোলটি মূল প্রবন্ধের মধ্যে ‘বঙ্গদর্শনে’ চারিটি বাহির হইয়াছিল, সুতরাং ফোয়ারার মুখ্যাতিতে আমাদের কিছু আত্মপ্রশংসা আসিয়া পড়ে। শ্রীকৃষ্ণ নাকি বলিয়াছিলেন আত্মহত্য ও আত্ম প্রশংসা দুইই সমান। ললিত বাবুর জন্য আমাদিগকে শেষ আত্মহত্য পর্য্যন্ত করিতে হইল! এমন স্বাৰ্থত্যাগ সাহিত্যজগতে কি দুলভ নহে ? ফোয়ারার কয়েকটি রচনা বঙ্গসাহিত্যসন্মিলনের অধিবেশনে পঠিত হইয়াছিল, আমর ভাগলপুরের সন্মিলন উপস্থিত ছিলাম, ললিত বাবুর “বর্ণমালার অতিযোগ" প্রবন্ধ শ্রবণে সভায় কি হাস্যলহরী উঠিয়াছিল, কি আনন্দের উচ্ছ,সি খেলিয়াছিল, কি প্রশংসার হাওয়া বহিয়াছিল, তাহা যিনি সভায় উপস্থিত ছিলেন না, বঙ্গদর্শন [ ১২শ বৰ্ম, আষাঢ়, ১৩১৯ তাহাকে বুঝান শক্ত। ললিত বাবু এক স্থানে বলিয়াছেন ধে হস্ত রচনারূপ রঙের সাত ক্রফ করিয়া বদরঙ্গের টেক্কা জিতিয়। নিলে হয় না ? “উদ্ভুপেনাস্মি সাগরং" আর কি! -সত্য সত্যই ললিত বাবুর অনেক রচনা অনেক টেক্কাকেও টেক দিয়া থাকে ফোয়ারার যথাযথ সমালোচন আমর! করিতে পারিলাম না, কারণ আমরা রসিক নহি। ললিতবাবু আমাদিগকে এ গ্রন্থ উপহার দিয়া ভুল করিয়াছেন, কারণ তিনি ত জানেন— “অরসিকেষু রহস্তনিবেদনমূ শিরসি ম লিথ মল্লা লিখ ম৷ লিখ।” সমালোচক সম্বন্ধে সে আক্ষেপ করিতে হইলেও, আমরা আশা করি,-বাঙ্গালার পাঠক সমাজ সম্বন্ধে এ প্রকার অভিযোগ করার কোন কারণ গ্রন্থকারের ঘটবে না ? —ফেয়ারীর নূতন সংস্করণে আমরা শীঘ্রই তাহার যথার্থ উপলব্ধি করিতে পারিব। -- F、引4 .* * ... سس سمت صابری *イリ X { S \, . * حہ بہ. }.. . سمي نوم A. * * % - يع. - معمعة p. ``, ایم ۔ م ,”مر خ- } } 3. i } د جر * % * r |re • * ~ * * - p. * * * * * * - ... : * \ . A. . * - 钱 = ^ - る • 2 * * "ތ. .% .K 2 אר 3. * که به نام حساسة ~ം ു.w് * : ".ఇ ; ;~~ * ১ম, ২য়,৩য়, ৫, ৬, ৭ম, ফৰ্ম্ম আর সি চৌধুরী কর্তৃক বিজয়া প্রেসে, ৪র্থ ফৰ্ম্ম কৃষ্ণচন্দ্র আইচ কর্তৃক কলিকতা কমার্শিয়াল প্রেসে ও ৮ম ও ৯ম ফৰ্ম্ম এবং কভারিং ২১১ নং কর্ণওয়ালিস ষ্ট্রীট ব্রাহ্মমিশন প্রেসে, শ্ৰীঅবিনাশচন্দ্র সরকার দ্বার। মুদ্রিত ।