পাতা:বঙ্গদর্শন নবপর্যায় দ্বাদশ খণ্ড.djvu/২৪৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ミQの ইদা আমাকে জড়াইয়া ধরিয়া টানিয়া লইয়া গেল, বলিল,—“এত অধীর হয়ে না, একটু শান্ত হও, তুমি সহমরণে যাবে না কি ?” ঠিক কথা, সহমরণে যাওয়ার প্রথা ত আমাদের নাই ! হৃদয় চুৰ্ণবিচূর্ণ হউক, কিন্তু সমাজের বিধি ত টলিবার নয়—সে ত নিৰ্ম্মম—অটল। তারপর কি হইল ঠিক মনে নাই। সকলে বাড়ী ফিরিয়া খানায় বসিল— আমাকেও বসিতে হইল ; সকলের সঙ্গে হাসিমুখে কথাও কহিতে হইল— আহারের ভানও করিতে হইল । জগতের কাছে ইহারই নাম ‘ধৈর্য্য'—নিমন্ত্রিতদের খাতির আমার প্রথম কাজ—নববৈধব্যের দুঃখ--সে ত পরের কথা ! ইহাই সামাজিকতা ! কিন্তু কে যে কি বলিল আর আমি যে তার কি উত্তর দিলাম—তাহ জগদীশ্বরই জানেন, আমার একটুও মনে নাই ! তারপর আমি পাশ কাটাইয়। তোমার ঘরে গেলাম! সে ঘর তেমনিই অপরিস্কার হইয়া রহিয়াছে ! তুমি যেখানে যে জিনিষটা রাখিয়া গিয়াছ, তেমনিটিই রহিয়াছে ! দাসী জানিত সে ঘরের কোন জিনিষে হাত দেওয়া আমি পছন্দ করি না-তোমার ঘরটি আমি নিজে গোছাইতাম তুমি হাসিতে। আজো তেমনি সব অগোছানে৷ হইয়া রহিয়াছে। একটা আরাম-কুচির উপর তোমার গল্ফ খেলার ছড়িট, একটা চেয়ারের উপর ফোটোগ্রাফ তোলার যন্ত্রট, একটার উপর কতকগুলো ছবির কাগজ । আর টেবিলের উপর তোমার গল্ফ খেলার লঙ্গদশম

১২শ সস. শ্রাবণ, ১৩১৯

জামাটা পড়িয়া আছে। আমি জামাটাতে মুখ লুকাইয়া, সেটাকে বার বার চুম্বন করিলাম। আমার চোখে কিন্তু জল ছিল না। কেবল বিধাতাকে মনে মনে অভিসম্পাত দিলাম—এটা কি পাপ ! এ ত গেল কালকের কথা। আজ সকালে আমি তোমার কবরের কাছে গিয়াছিলাম। চারিদিক নির্জন নিস্তব্ধ-- প্রভা তালোকে হাসিতেছে। ক্ষণেকের জন্য আমি আমার দুঃখ ভুলিয়া গেলাম, বিধাতার উপর রাগ করিতে ভুলিয়া গেলাম, অনেকক্ষণ তোমার কবরের কাছে দাড়াইয়৷ রছিলাম—ভাবিতেছিলাম তুমি আমার আসা জানিতে পারিয়াছ কি না? হয় ত রাত্রে একলা একলা তোমার খুব কষ্ট হইয়াছিল, তাই ভাবিতেছিলাম। এমন নিৰ্ব্বোধ আমি ! আমি জানি তোমার নিষ্পাপ আত্মা চিরসুথের রাজ্যে চলিয়া গিয়াছে। কিন্তু আমি ত কেবল তোমার আত্মাটিকেই ভাল বাসিতাম না—আমি যে তোমার হাসিদুষ্ট মিমাখা মুখখানি—তোমার সর্বশরীরকে ভাল বাসিতাম। তোমার সেই সুন্দর সহাস্য মুখখানি মনে করিয়া বিধাতার উপর তাক্রোশ ফিরিয়া আসিল । জগতে এত কদাকার, এত পাপী থাকিতে আমার প্রিয়তমের সে দেবদুল্লভ সৌন্দৰ্য্য নষ্ট করিবার তার কিসের অধিকার । , আত্মীয়-স্বজনের মনে করিলেন এ সময়ে একা থাকা আমার পক্ষে ভাল নহে—তাই পিসিমা আমার কাছে রহিয়৷ গেলেন। আমাকে অন্যমনস্ক রাখিবার জন্য তিনি নানান বই পড়িয়া শুনাইতে