পাতা:বঙ্গদর্শন নবপর্যায় দ্বাদশ খণ্ড.djvu/২৪৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ミ@S 4tyи ১২ - ৭৭. এাবণ, ১৩১৯ ( & ) খাইয়। আত্মহত্যা পরিয়াছি, ডাক্তার শনিবার আসিয়া বলিবে—আমার মাথা খারাপ প্রিয়তম, হইয়াছিল। কিন্তু এ কথায় ত পরমেশ্বরকে আজ সকালে তোমার কাছে ভুলাল যাইবে না। তবে কি করিব ! না, গিয়াছিলাম। নানা রংয়ের চন্দ্র মল্লিকায় আমাকে মরিখেই হইবে—তোমাকে তোমার গোর সাজাইয়া আসিয়াছি— "অiমাদের মুখের দিনের জন্মোৎসল স্মরণ করিয়—আবার প্রিয়তমকে এই ফুলগুলি উপহার দিলাম !" আর কয়েক ঘণ্ট। দেরী, তারপর তোমার সঙ্গে দেখা হহবে । তোমার পড়িবার ঘরে বসিয়া আছি। গত বৎসর এমনি দিনে তুমি—এই চেয়ার থানায় ; বসিয়াছিলে । সে কি আনন্দের দিন—গে দিনের কথা মনে পড়িতেছে। তুমি নিজে চা তৈয়ার করিয়৷ আমাকে দিলে এ ং চা খাইয়। চুরোট ধরাইয়া গল্প করিতে বসিলে। আজো যেন সে চুরোটের গন্ধ ঘরটার মধ্যে রহিয়াছে। সুখের দিনের ছোটখাট সামান্ত ঘটনার স্মৃতি দুঃখের দিনে কেন কষ্টকর—বলিতে পার ? যাকু সে কথা—আর ত ঘণ্ট। কতক আছে ! 漿 豪 鬱 এখন রাত্রি ১০টা। হঠাৎ আমার একটা ভয়ঙ্কর চিন্তা আসিয়া জুটিয়াছে। আচ্ছা, আমি যে আত্মহত্যা করিব—তারপর তোমার সঙ্গে দেখা হইবে ত। আত্মহত্যা যদি পাপ হয়, তবে ত মৃত্যুর পর তোমার কাছে আমি যাইতে পারিব না। তবে । কাল যখন লোকে জানিবে আমি বিব ছাড়িয়া এ জী-ন প্রতি মুহুর্তে বড় কষ্টকর হইয়া উঠিতেছে! প্রিয়তম, তুমি এ সময় যদি একবার এক মুহূৰ্ত্তের জন্যও আসিতে । জগদীশ্বর, আমি তোমার অনন্ত দয়া, অপার করুণা সকলই বিশ্বাস করিব । পাদরী সাহেব যে বলিয়াছিলেন—যে তুমি যাহ কর সবই ভালর জঙ্গ—আমি তা’ ও ধ্রুব সত্য বলিয়া মানিয়া লইব—কেবল একবার মাত্র—এক মিনিটের জন্ত আমার প্রিয়তমকে আমার কাছে অলিতে দাও, আমি শুধু একটা কথা জিজ্ঞাসা করিব – কেবল এই সমস্তার মীমাংসা করিয়া লইব । আমি আর এ প্রার্থনা করিব না, আর কিছু চাহিব না ! - 鬱 旅 ,、杀 প্রিয়তম এক বার এয ! একবার মাত্ৰ ! এ নিরানন্দ গৃহে এ নিৰ্জ্জনতা আমার অসহ্য হইয়া উঠিয়াছে, আর ত পারি না। একবার এস, প্রিয়তম । । হেলেন । (9) রবিবার প্রিয়তম, 電 কাল তুমি স্বপ্নে আমার কাছে আসিয়ছিলে। তুমি আমার হাত দুটি ধরিয়া, কাণের কাছে মুখ হানিয়া আমাকে বলিলে, —“হেলি, এমন ছেলেধাতুষি করণে ত চলবে না। তোমাকে একটু শক্ত হতে