পাতা:বঙ্গদর্শন নবপর্যায় দ্বাদশ খণ্ড.djvu/২৮৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ՀՂԵ সেই যজ্ঞস্থলে মুনন্দার গর্ডে ভূম্যু জন্মে। সেই পুত্ৰই বংশের গৌরব । তিনি দশাহবংশীয়। করেন। বিজরার গর্ভে ভূম্যুর মুহোত্র, স্নহোত, মুহবিঃ, সুযজুঃ ও দিবিরথ নামক পঞ্চ এবং পুষ্করিণী নাম্নী পত্নীর গর্ভে ঋচিকনামে এক পুত্র হয়। সুহোত্র সাম্রাজ্য পান। তিনি ইক্ষাকুবংশের সুবৰ্ণাকে বিবাহ করেন । স্ব বর্ণর গর্ভে র্তাহার হঞ্জীনামক পুত্র জন্মে ; সেই হস্তীই হস্তিনাপুরের স্থাপয়িত। হস্তী ত্ৰিগৰ্ত্তদেশীয় পত্নী যশোধরার গর্ভে বিকুণ্ঠনের জন্ম দেন । দশাহী সুদেবার গর্ভে বিকুণ্ঠনের আজমীঢ় নামে যে পুত্র হয় : র্তাহার যশোরাশি সকল পুরাণে গীত । অজনীড় হইতে চতুৰ্ব্বর্ণের প্রবৃত্তি । ধৃতরাষ্ট্র প্রভৃতিকে আজমীঢ় বলিয়া মহা ভারতে প্রায়ই সম্বোধন করা হইয়াছে। আজমীঢ়ের কৈকেয়ী, গান্ধারী, বিশালা, ঋক্ষিণী প্রভৃতি অনেক ভাৰ্য্যার অনেক পুত্র হয়। পুরাণে উল্লিথিত আছে যে র্তাহার কেশিনী নায়ী পত্নীতে যে কশ্বনামে এক পুত্র হয় তাহার বংশধরগণ কাথায়ন দ্বিজ হন । অজমীঢ়ের আর এক পত্নীর সন্ততি কতক নীপ ও কতক পৌরব নামে অভিহিত । তাহার নালিনীনাম্নী পত্নীর বংশই পাঞ্চাল আখ্যা পাল । ঐ বংশেই সোমকের পৌত্র, পুষতের পুত্র দ্রুপদ জন্মে। ঘূমিনী-নামক পত্নীতে অজমীঢ়ের ঋক্ষ নামে এক পুত্র হয়। যদিও মহা ভারতের ৯৫ অধ্যায়ে ঋক্ষের নাম নাই, পূৰ্ব্ব অধ্যায়ে তাহার নাম আছে এবং ংবরণ যে র্ত্যহার পৌত্র তাহাও ৯৫ অধ্যায়ে ইঙ্গিতে বলা হইয়াস্থে । আজমীঢ়ের বংশধর ংবরণ এইরূপ বলায় সংবরণ যে পুত্র নহে তাহাও স্পষ্ট বুঝা যায় । সুতরাং উক্ত উভয় অধ্যায়ের মধ্যে বিরোধ নাই। সংবরণ সুৰ্য্যের তপস্ত করিয়৷ স্বর্যাদুহিতা তপতীকে পত্নীত্বে লাভ করেন। আদিপর্বের চৈত্ররথেপাখ্যানে গন্ধৰ্ব্ব চৈত্ররথ অর্জুনকে কেন বঙ্গদর্শন বিজয়ার পাণিগ্রহণ | ১২শ বৰ্ষ, শ্রাবণ, ১৩১৯ তাপত্য বলিয়া সম্বোধন করিয়াছেন তাহার ব্যাথ্যামুখে তপতী এবং সংবরণের সহিত র্তাহার বিবাহের উপাখ্যান বর্ণিত হইয়াছে। আদিপর্বের ৯৪ অধ্যায়ে বর্ণনা আছে যে ংবরণের রাজাকালে অনাবৃষ্টি তুর্ভিক্ষ ব্যাধি প্রভৃতি দ্বার। প্রজাক্ষয় হইলে পঞ্চালরাজ দশ অক্ষৌহিণী সেন৷ সহ তাহাকে আক্রমণ করেন। তঁহতে সংবরণ পরাজিত হইয়। পলায়ন করেন ও সিন্ধুতটস্থপৰ্ব্বতনিকুঞ্জে আশ্রয় লন। পরে তিনি বশিষ্ঠের কুপীয় পৈতৃক সিংহাসন লাভ করিতে সমর্থ হন। তপ তীর উপাথ্যানেও বশিষ্ঠ যে সংবরণ কর্তৃক পৌরহিত্যে নিযুক্ত হন তাহ প্রকাশ । সংবরণের পুত্র কুরু ধৰ্ম্মায়। তপস্বী। র্তfগরই নামে রাজ্যের নাম কুরুজাঙ্গল হয় । তাহার তপস্যার ক্ষেত্রই ধৰ্ম্মক্ষেত্র কুরুক্ষেত্ররূপে অভিহিত। কি দৈব বিড়ম্বন । ভবিষ্যতে সেই ধৰ্ম্মক্ষেত্ৰই, সেই শান্তিনিকে তনই, ভারতের যুদ্ধক্ষেত্ররূপে পরিণত হয় । হস্তিনাপুরের সিংহাসন জন্য সমগ্র ভারতবর্যের বীর ঐ ক্ষেত্ৰ-শোণিতে প্লাবিত করেন। ঐ ক্ষেত্রেই ভারতের ক্ষত্ৰিয়বীৰ্য্য নিৰ্ব্বাপিত হয়। পরে আবার ঐ ক্ষেত্রেই পৃথুিরাজের সময়ে কালচক্রে হিন্দুর গৌরবরবি ডুবিয়াছে। ঐ ক্ষেত্রেই পাঠান, মোগল ও মহারাষ্ট্রের গৌরবও অস্তমিত। যাহাই হউক কুরু দাশাহনন্দিনী শুভাঙ্গীকে বিবাহ করেন ও বিদূরথ নামে পুত্ৰ পান । পুরাণের মতে র্তাহার সধন্থ বা । সুধম্ব, জহ্ন ও পরীক্ষিৎ নামে তিনটী পুত্র হয় এবং বিদুরথ জহুর পৌত্র। বিদূরথ যদুবংশীয় মুপ্রিয় নাম্নী পত্নীতে অনশ্বের জন্ম দেন। অনশ্বের ঔরসে মগধবংশীয় অমৃতের গর্ভে-জাত পরীক্ষিং বাহুদারংশের সুযশাকে বিবাহ করেন। তাহদের সুত ভীমসেন কেকয়বংশীয় কুমারীর গর্ভে প্রতিশ্রবীনামক পুত্র উৎপাদন করেন। প্রতিশ্রবার পুত্র প্রতীপ গিরিনন্দিনী মূনন্দার গর্ভে দেবাপি, শান্তকু ও বহিলীক নামে তিন পুত্রের জন্ম দেন । ( ক্রমশঃ ) >° , শ্ৰীহরিচরণ গঙ্গোপাধ্যায় শাস্ত্রী। /3,\. - -*&^ f>Κ, αμ, η "Ντή,