পাতা:বঙ্গদর্শন নবপর্যায় দ্বাদশ খণ্ড.djvu/২৮৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ՀեՀ নিজের বয়ঃক্রম সম্বন্ধে তিনি ষে উক্তি করিয়াছিলেন, তাহাতে যে পরিষদের সদস্তগণ বিশ্বাস স্থাপন করেন নাই, তজ্জগু ভিক্টর স্বভাবতঃই ক্ষুব্ধ হইয়াছিলেন। পরিষদ কর্তৃক তাহার রচনার সসম্মান উল্লেখ জল্প কৃতজ্ঞ তাঞ্জাপক এক পত্র ও তৎসহ তাহার জন্মের সন তারিখের নিদর্শনপত্র পরিষদের সম্পাদকের নিকট পঠাইল্প দিলেন । পত্রোন্তরে সম্পাদক মহাশয় তাহার সহিত দেখা করিবার জন্ত অনুরোধ করিলেন । भग्न १iनि डिझेब्र छैtशं८मब्र विनjांशtब्रब्र অধ্যক্ষ কবৃডিয়র সাহেবকে দেখাইলেন। তিনি ভিক্টরকে নিজেরই ইচ্ছামুসারে যে কোন দিন যাইবার অনুমতি প্রদান করিলেন । তদনুসারে ভিক্টর সম্পাদকের সহিত দেখা করিবার জন্য একদিন পরিষদৃমন্দিরে গিয়া উপস্থিত হইলেন। বৃদ্ধ সম্পাদক মহাশয় ইতিপূৰ্ব্বে ভিক্টরকে পঞ্চদশ বর্ষের বালক বলিয়া বিশ্বাস করেন নাই ; তিনি তাছার বালকত্বে কিছু অতিরিক্ত মাত্রায় विश्वlग कब्रिह्णन, अर्थां९ डिझेब्रtक ७क्वब्रि বসিতেও বলিলেন না। তারপর অতি श्रेिष्ठशे भूझक्तिब्र भउन उँiश८क दूसाहेब्र বলিলেন যে, পরিষদ তাছার বয়সের বিষয়ে অবিশ্বাস করিয়া প্রকারান্তরে তাছার অনুকূল মন্তব্যই প্রকাশ করিয়াছেন যে, এত অল্প বয়সে পরিষদের পুরস্কার না পাওয়াই তাহার পক্ষে ७iण हहेब्रॉtछ् ५द९ ७उ अन्न वञ्चरण *ब्रिषtअब्र পুরস্কার পাইলে তঁহিীর মস্তিষ্ক-বিকৃতি ও শ্রম বিমুখতার সম্ভাবনা ছিল—ইত্যাদি ইত্যাদি । এই ব্যাপায়ে ভিক্টরের পক্ষে দুইটি সুফল ফলিল। প্রথম, তাহার অধ্যাপক ডেকোটি, বঙ্গদর্শন [ ১২শ বর্ষ, তাত্র, ১৩১৯ ধিনি কবিতায়চন বিষয়ে ভিক্টরের প্রতিদ্বন্দী হুইবার দুরাশা এতদিন করিয়া আসিতেছিলেন, তিনি নিরস্ত হইলেন। ফরাসীপরিষদের সদস্তের যাহার কবিতার সসম্মান উল্লেখ করেন, তাহার সহিত প্রতিযোগিতা করিতে যাওয়া যে বাতুলত মাত্র, তাহ তিনি মৰ্ম্মে মৰ্ম্মে অনুভব করিলেন। ঈর্ষানল নিৰ্ব্বাপিত হউক বা না হউক, তাহার বিস্তার রুদ্ধ হইয় গেল। আর একটা সুবিধা এই হইল যে, ভিক্টরের পক্ষে ছাত্রাবাল হইতে বাহিরে গমনাগমন বিষয়ে আর কোন প্রকার বিধি-নিষেধ রহিল না—সেটা তাহার সম্পূর্ণ ইচ্ছাধীন হইল । যে বিদ্যালয়ের ছাত্র পরিমৎ কর্তৃক সন্মানিত, সে বিদ্যালয়ের যে কত গৌরব তাহ অধ্যক্ষ করডিম্বর সাহেব সগৰ্ব্বে হৃদয়ঙ্গম করিলেন । আর যে ছাত্রের ফরাসীপরিষদের সম্পাদকের সহিত পত্র ব্যবহার চলে, তাহার গতিবিধি নিয়ন্ত্রিত করিবার চেষ্টা ত দুঃসাহসিকতা। অতএব ছাত্রাবাদে থাকিয়াও ভিক্টর এখন সম্পূর্ণ স্বাধীন হইলেন। পরিধংসম্পর্কিত এই ব্যাপারের আরও একটু কৌতুহলজনক অমৃবৃত্তি আছে। ফরাসীপরিষদের একজন প্রাচীন ও সন্মানিত সদস্ত ও ধৰ্ম্মোপদেষ্ট সূক্ষসতো নিজেও তের বৎসর বয়সে কোন প্রাদেশিক পরিা হইতে পুরস্কারলাভ করিয়াছিলেন,ও তথনকার ইউরোপীর সাহিত্যের সম্রাট ভলটেয়ার স্বয় তাহাবে পত্র লিখির সংবদ্ধিত করিয়াছিলেন। সেই পত্রে ভলটেয়ার লিখিয়াছিলেন—“আমার স্থলাভিষিক্ত হইতে পারে এমন একজনের প্রয়োজন আছে ; তুমি আমার স্থান অধিকার