পাতা:বঙ্গদর্শন নবপর্যায় দ্বাদশ খণ্ড.djvu/২৯৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২৯২ প-পতঙ্গ ও মাতঙ্গ, পত্নী ও পেত্নী, পাপ তাপ (কার্য্যকারণ), পাপ পুণ্য, পাপ ও প্রায়শ্চিত্ত, পিতাপুত্র, পেয়াজ পয়জার, পীযুদ্ধ ও বিধ, পূৰ্ব্ব পশ্চিম, পুরুষ ও প্রকৃতি, পুলক ও আতঙ্ক, পূৰ্ব্বাপর, পেটে পিঠে, প্রকৃতি ও বিকৃতি, প্রকৃতি ও প্রত্যয়, প্রজা ও জমীদার, প্রবীণ ও নবীন, প্রবৃত্তি ও নিবৃত্তি, প্রাচীন ও নবীন, প্রাচী ও প্রতীচী, পাতাচাপা কপাল 31 에 1 ভ—ভক্ত ও ভক্তি, ভক্ত ও ভও, ভয় ও ভক্তি, তয় ও ভরসা, ভাব ও ভাষা, ভিতর বাছিয়, ভূত ভবিষ্যৎ, ভূলোক ছালোক । भ-अब्र*काठी छौब्रनकांठी, भ#ि ७ माली, মাগী মিন্সে, মান অপমান, ময়ে ছায়ে, মায়ে পোয়ে, মিছা সাচ, মুড়ি মিছরি, মেয়ে মর্দ, tभश ७ भश्रुि । ঘ—যাতায়াত, যুক্ত ও মুক্ত, যোগ বিয়োগ, যোগী ও ভোগী । র-রক্ষক ভক্ষক, রসা কথা ( কষায় ), বঙ্গদর্শন [ ১২শ বর্ষ, ভাদ্র, ১৩১৯ রাং রূপা, রাজা প্রজা, রাম রহিম, রাম द्वt११ ।। 鬱 ল—লাভ লোকসান (নোস্কান ), লাল কাল, লেন দেন । ব–বর বধূ, বাঘে গরুতে, বাঘে ছাগে, বাঘে বকরীতে, বাদী প্রতিবাদী, বাপে বেটায়, বাঘে বলদে, বাহাল বরতরফ, বিধি নিষেধ, বিপদ সম্পদ, ব্যস্ত সমস্ত । শ-শস্ত্র ও শাস্ত্র, শিক্ষা ও পরীক্ষা, শিয়া ও স্বরি, শিব-সতী, শিশির ও সমুদ্র, শুষ্ঠ ও পূর্ণ, শূদ্র ভদ্র, শ্রেয় ও প্রেয় , শ্রেঃ ও হেয়। স-সংসার ও সন্ন্যাস, সকাল বিকাল, সদর জনার, সত্য মিথ্যা, সরেশ নিরেশ, সাঁঝ সকাল, সাবিত্রী সভ্যবান, সান্ত অনন্ত, সাম্নে পিছনে, সাধনা ও সিদ্ধি, সুখ দুঃখ, ময়ে দুয়ে, মুর নয়, মুরু হইতে শেষ, স্থল ও সুহ্ম। হ--ইনু ভানু, হরণ পূরণ, হর্ষ বিষাদ, হ’ল আর গেল, হরিদ্বার আর গঙ্গাসাগর। (ক্রমশ) শ্ৰীললিতকুমার বন্দ্যোপাধ্যায়। বয়কট ও হিন্দু-জাতিভেদ ( সামাজিক প্রবন্ধ) চিন্তাশীল ব্যক্তিমাত্রেই এ কথা স্বীকার করেন যে, কোনো না কোনো আকারে পৃথিবীর সমস্ত সভ্য দেশেই জাতিভেদপ্রথা প্রচলিত আছে। সভ্যতার সঙ্গে সঙ্গেই এই প্রথার সৃষ্টি হয় এবং বিভিন্ন দেশের সভ্যতার প্রকারভেদে ইহা বিভিন্ন প্রকারের আকার ধারণ করে। শুধু পশু পক্ষী কীট পতঙ্গ প্রভৃতি ইতর প্রাণীর স্ব-শ্রেণীর মধ্যে জাতিভেদ দেখা যায় না, অথবা আমাদের চক্ষে ধর পড়ে না। নিম্নশ্রেণীর অসভ্য লোকদিগের মধ্যেও জাতিভেদের প্রভাব দেখিতে পাওয়া যায়। তবে হিন্দুজাতির