পাতা:বঙ্গদর্শন নবপর্যায় দ্বাদশ খণ্ড.djvu/৩২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১ম সংখ্যা ] विशंव्र वां दिशंग्लिशjांलग्न%एनद्र ७कांरुहे. বিরোধী। একটা আদর্শ বিশ্ববিদ্যালয়ের সৰ্ব্ব বিষয়েই যথাসম্ভব"আত্মপ্রতিষ্ঠ ও স্বাধীন হওয়া একান্তই আবখক। অক্সফোর্ড, ক্যাম্বি জ প্রভৃতির এ আত্মপ্রতিষ্ঠা ও স্বাধীনতা আছে । আর এটা থাকা সম্ভব হইয়াছে এই জন্য যে, এই এইট। সন্থর কার্য্যতঃ কেবল এই বিশ্ববিদ্যালয় দুইটকে লইয়াই গঠিত হইয়াছে। লগুন বিশ্ববিদ্যালয় এ জাতীয় বিশ্ববিদ্যালয় হয় নাই, ও হইতেই পারে নাই, এই জন্য লণ্ডনের উপরে এই বিশ্ববিদ্যালয়ের কোনো প্রকারের কর্তৃত্ব প্রতিষ্ঠা কখনই সম্ভব ছিল না, কখনো সম্ভব হইতেই পারে না। কলিকাতা বিশ্ববিদ্যালয় সম্বন্ধেও এই কথা খাটে। আর এই জন্তই কলিকাতা বিশ্ববিদ্যালয় লণ্ডন বিশ্ববিদ্যালয়ের অনুকরণে, তারই ছাচে, প্রতিষ্ঠিত হয়, অক্সফোর্ড ক্যান্থিজের আদর্শে গড়িয় উঠে নাই। 来源 来源 来 ঢাকাতে যে বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা কীরিবার প্রস্তাব হইয়াছে, তাহ অক্সফোর্ড ক্যাম্বি জের আদর্শেই গঠিত হইবে। বড়লাট বারম্বার মুক্তকণ্ঠে এই কথা বলিয়াছেন। ঢাকা বিশ্ববিদ্যালয় টিচিং ও রেসিডেনশিয়েল ইউনিভারসিটী (Teaching and Residential University ) হইবে, লর্ড হার্ডিঞ্জ স্পষ্টভাবে এই কথা বলিয়াছেন। এই বিশ্ববিদ্যালয়ের দ্বারা কোনও আকারে যে পূৰ্ব্ব ও পশ্চিম বঙ্গের মধ্যে একটা ভাগ বাটোয়ার বসান হইবে না, এ কথাও তিনি বলিয়াছেন । ইহার পরেও র্তার এই অভিপ্রায়ের প্রতিরোধ করা কেবল অযৌক্তিক নহে, কিন্তু নিতান্তই অসঙ্গত। 举 , * 普 ফলতঃ বারী এখনো ইহার প্রতিবাদ করিতেছেন, তারা এই প্রস্তাবের ভিতর কার তত্ত্বট এখনও ধরিতে পারেন নাই । ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুসলমানবিরোধীরা সাময়িক আলোচনা ఫిలి ইহা ধরিলেও, হিন্দু বিরোধীদল একেবারেই ধরিতে পারেন নাই। আর তারই জন্য এই প্রস্তাবের প্রয়োজনীয়তাটা ইহার একেবারেই স্বীকার করিতে রাজি নন। বড়লাট যে ভাবের বিশ্ববিদ্যালয় ঢাকায় প্রতিষ্ঠিত করিতে চান, তাহ যে অত্যন্ত ব্যয়সাধ্য ইহা সকলেই বোঝেন। আর বর্তমান অবস্থায় সরকার কোথা হইতে এত টাকার ব্যবস্থা করিবেন, অনেকে ইহাও ভাবিয়া গান না। আর এই জন্যই সত্যি সত্যি যে ঢাকায় একটা উচ্চ অঙ্গের বিহার স্থাপিষ্ঠ হইবে, তারা কিছুতেই ইহা বিশ্বাস করিতে পারিতেছেন না। আর এটা বিশ্বাস করিতে পারিতেছেন না বলিয়াই, গবর্ণমেণ্টের এই প্রস্তাবের পশ্চাতে কোনো না কোনো একটা অসাধু অভিপ্রায় লুকাইয়া আছে, এরূপ কল্পনা করিতেছেন । এই চেষ্টার ভিতরকার তত্ত্বট রিতে পারিলে, এ ভয় ভাবন হইত না । 来 寮 皋 ঢাকা পূৰ্ব্ববঙ্গের প্রধান সহর, বাংলার বিশাল মুসলমান-সমাজের কেন্দ্রস্থল। সমস্ত ভারতবর্ষে পঞ্জাব ও বাংলা এই দুইটাই মুসলমান-প্রধান প্রদেশ। আর বাংলার মধ্যে পূৰ্ব্ববঙ্গই বিশেষভাবে মুসলমান-প্রধান হইয়৷ আছে। কিন্তু এ পর্যন্ত ঢাকায় বা পূৰ্ব্ববঙ্গের কোথাও আলিগড়ে যে মুসলমান কলেজ আছে, তার প্রভাব প্রত্যক্ষ হয় নাই। সমগ্র মুসলমানসমাজকে এক করিয়া পুনরায় ইসলামের আধিপত্যকে জগতে প্রতিষ্ঠিত করিবার আশায়, ভিন্ন ভিন্ন মুসলমানাধিকৃত দেশে যে একটা প্রকাণ্ড দল বাধিয়া উঠিতেছে, ভারতবর্ষে আলিগড়ই তার একটা কেন্দ্রস্থল। ইসলাম মহামণ্ডলের বা প্যানইসলামিজমের (Pan-Islamismএর ) ভাবটা আলিগড় কলেজের ছাত্রদের মধ্যেই অত্যন্ত প্রবল। তারা এই ভাবটাকে ভারতময় ব্যাপ্ত করিবার জন্য চেষ্টা করিতেছেন । এই ইসলামুমহামণ্ডল বা প্যান ইসলামিজমের সঙ্গে ভারতে ব্রিটিশশাসননীতির একটা নিগৃঢ় ও প্রবল