পাতা:বঙ্গদর্শন নবপর্যায় দ্বাদশ খণ্ড.djvu/৩২২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৫ম সংখ্যl ] মুখোপাধ্যায় এখানকার আর একজন ডেপুটি ছিলেন, বঙ্কিমবাবু ত একজন ছিলেন ; উভয়ের বাসা । সন্ধiার পর তিনি আসেন, আমিও যাই । তিনি মুরজ্ঞ, বড় টেবল হারমোনিয়ম লইয়াতিনি বন্দে মাতরম' গানে মল্লারের স্বর বসান। বঙ্কিম বাবুকে সুরের খাতিরে যৎসামান্ত অদল বদল করিতে হয়। একদিন ক্ষেত্রবাবু আসেন নাই, বঙ্কিম বাবু আনন্দ-মঠের শেষে যুদ্ধের ভাগ তাহার হাতের লেখা খাতায় আমাকে পড়িতে দিলেন। আমি দেখিলাম, অজয় নদের উতয় পার্থে স্থান, আমি সন্তান’ শব্দ বুঝিতে ন৷ পারিয়া "সস্তাল’ পড়িতেছিলাম--মনে মনে । হিন্দুধর্মের বহুমুখীনতা ❖እ ዓ থানিক পরে জিজ্ঞাসা করিলাম, “এবীর কি Santal Insurrection theme gè al কি” । তিনি বলিলেন, “ন। Sanyasi Insurrection. “affi «fiaitw gè cú, আপনি লিথিয়াছেন অজয়ের ধীরে আর বার বার বলিতেছেন, সস্তাল, সন্তালগণ”। তিনি তখন ষ্টে হো করিয়! হাসিয়া বলিলেন “একটা তোমার অনিচ্ছাকৃত ভুল—সস্তাল নয়, "সস্তান’, আর একটা আমার নিজের ইচ্ছাকৃত ভুল—অজয় নদ ও বীরভূমি।” তখন তো হো করিয়া দুইজনে হাসিতে লাগিলাম। পাঠক, পুখী বেড়ে যায়, আজি হাসিতেই থাকুক না কেন ? শ্ৰীঅক্ষয়চন্দ্র সরকার। হিন্দুধর্মের বহুমুখীনতা মানুষের অন্তঃপ্রকৃতির উপরে ধৰ্ম্ম-বস্তুকে প্রতিষ্ঠিত করিয়া, হিন্দু আপনার ধৰ্ম্মকে যুগপৎ সৰ্ব্বজনীন, বিচিত্রতাপূর্ণ ও বহুমুখ করিয়াছে। মানবপ্রকৃতির সর্বজনীনতা, বিচিত্রতা এবং বহুমুখীনতা হইতেই হিন্দুধৰ্ম্মের এ সকল লক্ষণ ফুটিয়া উঠিয়াছে । মামুন্তু যেমন, তার ধৰ্ম্মও যে সেইরূপই হইবে,—এই সামান্ত কথাটা, জগতের অন্তান্ত ধৰ্ম্ম ভাল করিয়া ধরিতে পারে নাই । তাহারই জন্ত সে সকল ধৰ্ম্মে, হিন্দু যাহাকে অধিকারিভেদ বলে, সে বস্তুর প্রতিষ্ঠা হয় নাই। হিন্দু জানে, ধৰ্ম্মবন্ধটিকে মানুষের ভিতর হইতেই ফুটাই তুলিতে হয়, বাহির হইতে ও উপর হইতে তাহার উপর এ বস্তুটিকে চাণাইতে গেল ইহার সত্য ও শক্তি উভয়ই নষ্ট হইয়া যায়। তখন সে ধৰ্ম্ম পোষাকী ৰস্তু হইয় উঠে ; আটপৌরে হইতে পারে না। আর হিন্দু তাহার ধৰ্ম্মকে বাহির হইতে কাহারও উপরে না চাপাইয়া, ভিতর হইতে ফুটাইতে গিয়াছে বলিয়, তাহাকে এমন সৰ্ব্বতোমুখ করা আবশুক হইয়াছে । কারণ, মানুষের প্রকৃতিও অত্যন্ত জটিল এবং সৰ্ব্বতেীমুখ । ভাল মন কত কি যে এই প্রকৃতির মধ্যে, তাছার অঙ্গীভূত হইয়া আছে, বলা যায় না। এই প্রকৃতি একদিকে জড়ের উপরে প্রতিষ্ঠিত, জড়ের সঙ্গে অশেষবিধ সম্বন্ধে আবদ্ধ, জড়জগতের নিয়মাধীন হইয়া আছে। জড়ের উপরে জীব । অল্পময়