পাতা:বঙ্গদর্শন নবপর্যায় দ্বাদশ খণ্ড.djvu/৩৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ミや তাহ্লার মনে গভীর ভাবে অঙ্কিত হইয়। গিয়াছিল। একটা ঘটনা এষ্ট যে, তাঁহাদের প্যারিস হইতে যাত্রাকালে ভয়ানক ঝড়বৃষ্টি হইতেছিল ; তাহাতে তাহীদের গাড়ীর জানাল ভাঙ্গিয়া গিয়াছিল । গুণর মনে ছিল, আপিলাটুন্‌ পৰ্ব্বতে এক দিনকার ভোজনের কথা। পাৰ্ব্বত্য বায়ুর কল্যাণে বালকাঁদগের অত্যন্ত ক্ষুধ পাইয়াড়িল । সঙ্গে আহার্যা কিছুই ছিল না ; নিকটে সাধারণ ভোজনাগার পাইবারও কোন সস্তাবনা ছিল না। অকস্মাৎ একজন ছাগপালকের সহিত দেখা হইল ; সে লোকট। তাহার কুটীরে বালকদিগকে আশ্রশ্ন দিতে চাহিল। কিন্তু তথায় খাদ্যদ্রব্য কিছুই ছিল না—কেবল একটি সদ্যোনিহত পক্ষী পড়িয়া ছিল। ক্ষুধার জালায় বালকের কোলাহল করিয়া উঠিল, “আমরা এই ঈগল পাখাই খাব।” ছাগপালক সত্য সত্যই তাহ রাধিয়া দিল ; বালকগণ মহা আলাদে ও আগ্রহে তাহা উদরসাৎ করিল। আরও একটা কথা মনে ছিল। সেঃ সময়ে জলপ্লাবনে পারম্ নগরীর চতুৰ্দিষ্ট ডুবিয়া গিয়াছিল। জুতা, মোজা ভিঙ্গাইতে অনিচ্ছুক কৃষকের সেগুল্লি বাধিয়া গলায় ঝুলাইয়া খালি পায়ে পথ চলিতেছিল, এই অসদৃশ দৃষ্ঠ দেখিয়া বালক ভিক্টর বড়ই আমোদ পাইল ; তাহার অগ্রজ ইউজিনকে টিপিয়া বলিল—“দেখ, দেখ, কি সব মজার লোক! ইহার। বরং নিজের প। ক্ষয় করিবে: তবু জুতা ক্ষয় করিতে রাজি নয়!" অবশেষে যাত্রীর এই ক্ষুদ্র দল আভেলি নোতে গিয়া পৌছিলেন। আহ্বাদে অধীয় % छ *、* লঙ্গদর্শন i ২শ প্ৰম, বৈশাখ, ১৩১৯ লিওপোল্ড হুগো তাহার জমূকাল সামরিক পরিচ্ছদে ভূষিত হইয়া’স্ত্রী ও পুত্রদিগের সম্বৰ্দ্ধন করিলেন ; 鰻 - আতেলিলোতে অবস্থানকালে বালকদিগের দিন বড় সুখেই কাটিতে লাগিল । পাঠশালায় যাইতে হয় না, পাঠাভ্যাস করিতে হয় না, শিক্ষকের তাড়ন নাই, গৃহেও কোন প্রকার বাধাবাধি নিয়মের ড়িম্বন নাই কোন বালাই-ই ছিল না ; কেবল খেলা-ধূলা করিয়া, হাস্ত-কলরব করিয়া, গাছে চড়িয়া, ঘাসের উপর গড়াগড়ি দিয়া প্রজাপতির পশ্চাতে ছুটাছুটি করিয়া, দিন বড় আনকেই কাটিতে লাগিল। কিন্তু এত সুখ বড় অধিক দিন স্থায়ী হইল না । কয়েক মাসের মধ্যেই মেপ লুসের রাজ ঘোসেফ বোনাপার্টি স্পেনের সিংহাসন লাভ করিয়৷ ইতালি হইতে চলিয়। গেলেন। স্পেনের রাজধানী মাড্রিডে পৌছিয়। তিনি লিওপোল্ড হুগোকে পত্র লিখিয় জানাইলেন যে তাহার ইতালিতে থাকায় কোন আপত্তি নাই বটে, কিন্তু তিনি স্পেনে আসিলে অধিকতর প্রীতি ও সন্তোযের বিষয় হয়। মান-সন্ত্রম, খ্যাতি-প্রতিপত্তি, ধনসম্পদ, উচ্চপদ, গৌরব, লিওপোল্ড গোর যাহা কিছু, সবই যোসেফ বোনাপার্টির প্রসাদে ; ইতালি পরিত্যাগের অল্পদিন পূৰ্ব্বে তিনি লিওপোল্ডকে নাইট কম্যানডার ও মার্শালের । উচ্চপদ প্রদান করিয়াছিলেন। তাহার সহৃদয় প্ৰতিপূর্ণ আহ্বান কি অস্বীকার করা যায় ? স্পেনে যাওয়াই স্থির ; কিন্তু নবাধিকৃত স্পেন তখন অশান্তিপূর্ণ ইতালি তাহার নূতন রাজাকে সহজে স্বীকার করে নাই ;