পাতা:বঙ্গদর্শন নবপর্যায় দ্বাদশ খণ্ড.djvu/৩৬৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৬ষ্ঠ সংখ্যা ] দাদরাজার পালিত কণ্ঠীকে বিবাহ করিলেন, তখন রাজপক্ষ হইতে সেই কন্যার ক্ষত্ৰিয়বীৰ্য্যে অলৌকিক জন্ম প্রবাদ রটিত হইল । সেই প্রবাদ মিথ্যা হইলেই যে সত্যব ঠী কবির কল্পনা হইবেন তাহ বলা অযৌক্তিক । fচত্রাঙ্গদ ও বিচিত্রবীর্যা পিতার মৃত্যুকালে চিত্রাঙ্গণ প্রাপ্তবয়স্ক হইয়াছিলেন। চিত্রাঙ্গদ সিংহাসনে বসিয়াছিলেন মাত্র, কারণ রাজ্য প্রাপ্তির অধ্যবহিত পরেই তাহাকে বর্ষত্ৰয়ব্যাপী যুদ্ধে ব্যাপৃত হইতে হয়। সেই যুদ্ধেই কুরুক্ষেত্রে তাহার অকৃতদারাবস্থায় প্রাণান্ত হয়। ঐ বিগ্ৰহ গন্ধৰ্ব্বরাজ চিত্রাঙ্গদের সহিত হয় বলিয়। অনেকে উহ। বিশ্বাস করিবেন না । গন্ধৰ্ব্বশব্দে সাধারণ প্ৰ: দেশযোনিবিশেষ বুঝায় সত্য । কিন্তু গন্ধৰ্ব্ব নামে এক জাতি ও তথম কুরুজঙ্গলের নিকট হিমালয়ের প্ল ত্যন্ত প্রদেশে গঙ্গা তীরে বাস করিত, ইহা মঙ্গভারতের ১৭২ অধ্যায়ে চিত্রর-থাপাখ্যানের প্রারম্ভেই বুঝতে পারা যায় । পাণ্ডবগণ দ্রেুপদীয় স্বয়ম্বর-কথা শুনিয়া যখন একচক্র হইতে উত্তরাভিমুখে পাঞ্চালগণের রাজধানীর উদ্দেশে চলিলেন, অল্প সময় পরেই তাহারা সন্ধ্যাকালে গঙ্গাতটে উপস্থিত। তথন গন্ধৰ্ব্বরাজ চিত্ররথ গঙ্গায় কেলি করিতেছিলেন ও পাণ্ডবগণকে আক্রমণ করেন। যুদ্ধের পূৰ্ব্বে চিত্ররথ এইরূপ আত্মপরিচয় দেন। * অঙ্গারপর্ণং গন্ধৰ্ব্বং বিত্ত মাং স্বধলাশয়ম্। অহং হি মানী চেষুশ কুবেরস্ত প্রিয়ঃ সখা ॥ অঙ্গীরপর্ণমিত্যেব খ্যাতং চেদং বনং মম। अग्र श्रश्नः।। 5ङ्गन् कांभltग्छिब१ षड् द्रमामाश्म् ॥ हेह शहेरड **४ दूत शांग्न cय, श्रत्रज्ञ*र्भ মহাভারতের ঐতিহাসিকতা ○S〉 নামক এক বন অমুগাঙ্গদেশে একচক্রার সন্নিকট ছিল এবং তাঁহাই গন্ধৰ্ব্বরাজ মানী বা ঈষু বা চিত্ররথের ক্রীড়াভূমি। এজন্ত বোধ হয় যে, চিত্রাঙ্গদকে কুরুরাজ্যের প্রতিদ্বন্দ্বী মনুষ্যজাতিবিশেষ গন্ধৰ্ব্বগণই আক্রমণ করেন। চিত্রাঙ্গদের চরিত্রে যদি কোন অলৌকিকতার ছায় থাকে বিচিত্রবীর্য্য-চরিত্তে কিন্তু অলৌকিকতার গন্ধও নাই। ভ্রাতার মৃত্যুকালেও তিনি অপ্রাপ্তবয়স্ক । ভীষ্মদেব তাহাকে রাজ্যে অভিষিক্ত করিয়া বিমাতা সভ্যবতীর মতে রাজ্যশাসন করিতে লাগিলেন। পরে ভ্রাত যৌবনে আরূঢ় চললে, ভীষ্ম নিখিল ক্ষত্রিয় সমাজকে পরাজি ত করিয়া, কাশীরাজের তিন কন্যাকে তাহাঙ্গ জু? ই স্বয়ংবর সভা হইতে হরণ করিয়৷ আনেন। জ্যেষ্ঠ অম্বা শাস্বরাজকে মনে মনে পতিত্বে বরণ করিয়াছেন প্রকাশ করলে ভীষ্ম র্তাহাকে শাস্বরাজের নিকট পঠাইয়া দেন। অম্বিক ও অম্বালিকার সহিত বিচিত্রशैौtर्षrद्र सितांश् श्हेल । ब्रांछ श्रृंङ्गीश्रृंtगंब्र সহিত সম্ভোগে সপ্ত বৎসর কাটাইলেন। অতিরিক্ত ভোগে যক্ষ্মা আসিয়া জুটিল এবং তিনি অপুত্রক অবস্থায় কালকবলে পতিত হইগেন। যে আশায় সত্যবতীর পিতা ভীষ্মের প্রাপ্য সিংহাসন কৌশলে কাড়িয়া লন, এক্ষণে সেই আশালতা বিধির নিৰ্ব্বন্ধে ছিন্ন হইল। সত্যবতী দেখিলেন, স্বামীর ংশ লুপ্ত হয়। তখন তিনি ভীষ্মকে রাজ্য লইতে ও বিবাহ করিতে অনুরোধ করিলেন। ভীষ্মদেবের চরিত্র এতই উদার যে, কি সামান্ত হস্তিনাপুরের সিংহাসন, সমগ্র জগতের উপরোক্ত