পাতা:বঙ্গদর্শন নবপর্যায় দ্বাদশ খণ্ড.djvu/৩৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১ম সংখ্যা ] পূর্ণ স্পেনে তিনি যুদ্ধ ও শাসনকাৰ্য্য লইয়৷ অতিমাত্র ব্যস্ত ছিলেন । তিন বৎসরের* বিচ্ছেদের পর স্ত্রীপুত্রদিগকে দেখিবার জষ্ঠ তিনি নিতান্ত উৎসুক ও ব্যগ্র হইলেন। এই সময়ে তাহার ভ্রাতা কর্ণেল লুই ভুগে। কোন্স রাজকীয় কার্য্যোপলক্ষে প্যারিলে যাইতেছিলেন। লিওপোল্ড হুগো তাহাকে দিয়া স্ত্রীপু দিগকে স্পেনে আসিবার জন্ত অনুরোধ করিয়া পাঠাইলেন । সম্রাট নেপোলিয়নের সহিত ঠাহার কার্য্য সমাধান করিয়া লুই হুগো ভ্রাতৃজায়ার গৃহে গিয়া উপস্থিত হইলেন। ঠাহার গণরৌপ্যখচিত সামরিক পরিচ্ছদ,সমুজ্জ্বল তরবারিবীরোচিত সততপ্রফুল্ল মুখমণ্ডল ও পিতৃসদৃশ আকৃতি দেখিয়া বালকের যুগপৎ হর্ষ ও বিস্ময়ে যেন অভিভূত হইয়। পড়িল । বহুকাল পরে এই ঘটনার উল্লেখ করিয়া ভিক্টর হুগে বলিয়াছিলেন—“যখন আমাদের পিতৃব্য আমাদের গৃহে আসিয়া উপস্থিত হইলেন তখন আমার মনে হইয়াছিল, যেন প্রধান স্বৰ্গীয় দূত মাইকেল আলোকরশ্মিতে চড়িয়া আমাদের গুহে আসিয়। খবেশ করিয়াছেন।” কর্ণেল লুই হুগের আগমনের পর দিনই ইউজিন ও ভিক্টর দেখিল যে, তাহাদের শয়নকক্ষের টেবিলের উপর কয়েকখানি নুতন পুস্তক রহিয়াছে মাতা তাহাদিগকে বুঝাইয়। বলিলেন যে, "এগুলি স্পেনদেশীয় ভাযার অভিধান ও ব্যাকরণ। তোমরা আজই পড়িতে আরম্ভ কর, কেনন। তিন মাসের মধ্যেই তোমাদিগকে স্পেনের ভাষা শিখিতে হইবে।” ভিক্টর হুগোর কথ। ૨S ছয় সপ্তাহ অতীত হইলেই দেখা গেল যে, তাহার স্পেনদেশের ভাষা উত্তমরূপে, ও অনর্গল বলিতে পারিতেছে, কেবল উচ্চারণ ব্যতিক্রম হইতেছে মাত্র । ইহার কিছুদিন পরেই মাদাম হুগো ও তাহার পুত্রত্ৰয় স্বামী ও পিতৃদর্শনে স্পেন অভিমুখে যাত্রা করিলেন। তখন স্পেনে যাওয়া অতিশয় বিপদসঙ্কুল ছিল। নবাধিকৃত স্পেন তখন সৰ্দ্দান্তঃকরণে ফরাসীদিগের শক্ৰ হইয়। উঠিয়ছিল। খণ্ডযুদ্ধ তপন প্রতিনিয়তই চলিতেছিল ; এমন দিন যাইত ন। যে দিন না একটা সংঘর্ষ ঘটিত না। • স্পেনে যাইতে হইলে তখন ফরাসীদিগকে প্রাণ হাতে করিয়া যাইতে হইত। বহু সংখ্যক রক্ষক সঙ্গে না লইয়া স্পেনে ভ্রমণ কর; তখন একপ্রকার অসম্ভব হইয়া উঠিয়াছিল। বেয়ন নগরে উপস্থিত হইয়। মাদাম হুগো অবগত হইলেন যে, যে রক্ষিবর্গ তাহদের সঙ্গে যাইবে কথা ছিল, তাহার এ মাসের মধ্যে আসিয়া জুটিতে পরিবে না। অগত্য র্তাহাদিগকে একমাস কাল বেয়ন নগরে বাধ্য হইয়াই থাকিতে হঃ লৈ । এই সময়কার একটি নিতান্ত ক্ষুদ্র ঘটনার উল্লেখ কুরিবার লোভ সংবরণ করিতে পারিতেছি না। যে গৃহে মাদাম হুগো তাহার পু দিগকে লইয়া অবস্থান করিতেছিলেন, সে গৃহের অধিকারিণী একটি বিধবা স্ত্রীলোক। সেই স্ত্রীলোকটিও এই গৃহেরই একাংশে অবস্থান করিত। তাহার একটি কন্যা ছিল। কন্যাটির বয়স দশ বৎসর ; ভিক্টরের