পাতা:বঙ্গদর্শন নবপর্যায় দ্বাদশ খণ্ড.djvu/৪০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Sभ *१२२|| ! তেত্রিশ রৎসর পরে, ১৮৪৪ সালে, ভিক্টর হুগোকে আর একবার বেয়ণ নগরে যাইতে হইয়াছিল । তিনি সৰ্ব্বাগ্রে সেই গুহটি দেখিতে গেলেন । সেই বালিকা পাঞ্জাকে মনে করিয়া কি ? সেই বাড়ীর দ্বার তখন রুদ্ধ ছিল ; কেহ সেখানে বাস করিতেছিল না। নিকটবৰ্ত্ত অনেক গৃহে অনেক লোককে সেই বালিকার কথা জিজ্ঞাসা করিলেন ; তাহাল নাম গুনিয়৷ কেহই তাহার কথা স্মরণ কবিয়া বলিতে পারিল না। কেহই কোন সন্ধান দিতে পারিল না । তিনি সেদিন বেয়ন নগরের পথে পথে ঘুরিয়৷ বেড়াইলেন—অস্পষ্ট আশা, যদি সেইরূপ আকৃতির কেহ চক্ষে পড়ে। দ্বরাশা! জীবনে আর কখনও ভিক্টর তাহার কথা শুনিতে পান নাই। ভিক্টরের পক্ষে তখন তাহার মৃত্যু হইয়াছে। অবশেষে মাদাম হুগো পুত্রদিগকে লইয়৷ পেন অভিমুখে যাত্রা করিলেন । ইহার পেনের রাজধানী গাড়িড নগরে পেছিবার কয়েক সপ্তাহ পরেই ইউজিন ও তি টরকে তথাকার অভিজাতদিগের কলেজে প্রবিষ্ট করিয়৷ দেওয়া হইল । বিদ্যালয়ে প্রবিষ্ট হইবার পর দিন প্রাতে কলেজের অধ্যক্ষ এই দুটি বালক শিক্ষাবিষয়ে কতদূর অগ্রসর হইয়াছে এবং বিদ্যালয়ের কোন শ্রেণীতে ইহাদিগকে ভৰ্ত্তি করা যাইতে পারে, তাহ পরীক্ষা করিবার জন্য নিজের কক্ষে ইহাদিগুকে ডাকাইয়া লইয়া গেলেন। সেখানে আরও এক জন শিক্ষক উপস্থিত ছিলেন । টেবিলের উপর কতকগুলি ল্যাটিন পুস্তক সাঙ্গান ছিল। পারিসের ভিক্টর হুগোর কথা శ్రీ) বিদ্যালয়ে যে সকল পুস্তক পড়ান হইত, এগুলিও তাই । দুই ভ্রা তা নিতান্ত বালক বলিয়া প্রথমেই ইহাদিগকে"L Epitome" নামক একখানি পুস্তক অনুবাদ করিতে দেওয়া হইল, ইহার কিছুমাত্র চিন্ত ব৷ ইতস্ততঃ ন! দরিয়া তাহ অনর্গল অম্বুবাদ করিয়া গেল। অধ্যক্ষ ওঁ অধ্যাপক উভয়েই কিছু বিক্ষিত হইলেন। তার পর ইহাদিগকে “])c Viris” নামক ল্যাটিন পুস্তক দেওয়া হইল। কিছুমাত্র ইতস্ততঃ না করিয়া ইহা ও তাহারা অবলীলাক্রমে তাকু, বাদ করিল , আধ্যাপকের অতিমাত্র বিক্ষিত হইলেন। তাহার পর "Justin” দেওয়া εῖxi, “Quintus Curtius" (Wgii gè* ইহাও তাহার অভিধানের বিন সাহায্যে অনুবাদ করিয়া গেল। অধ্যাপকদ্বয় বিস্ময়ে অভিভূত হইলেন। ক্রমশঃ কঠিন হইতে কঠিন তর পুস্তক দিয়া শিক্ষকদ্বয় দেখিলেন ca, “Virgil” 8 “Lucretius" qfts বালকদ্বয়কে কিছু আয়াস পাইতে হইতেছে । কলেজের অধ্যক্ষ মহোদয় যেন বড় অসন্তুষ্ট হইলেন । তাহার বিদ্যালয়ের ইহ!দের মতন বয়সের বা কিঞ্চিৎ অধিক বয়সের কোন বালকই ল্যাটিন ভাষায় এতদূর অগ্রসর হইতে পারে নাই। বিরক্তিপূর্ণ স্বরে তিনি জিজ্ঞাসা করিলেন,"আট বৎসর বয়সে তোমরা কোন ল্যাটিন পুস্তকের পাঠ লইতে ?” তিক্টর উত্তর করিল—“Taciপ্রধানশিক্ষক মহাশয়ের দৃষ্টিতে অগ্নিস্ফুলিঙ্গ বাহির হইল ; তিনি তিক্টরকে ষেন কতকট। শত্রুর মতন দেখিলেন। tus.”