পাতা:বঙ্গদর্শন নবপর্যায় দ্বাদশ খণ্ড.djvu/৪০৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৬ষ্ঠ সংখ্যা ] জমিদারি খরিদ আরও বিপদ ঘটিল। - জমিদারি থাকিলে মধ্যে মধ্যে দুই একটা দাদা হাঙ্গামা একপ্রকার অবশুম্ভাবী। পুলিশ ও ম্যাজিষ্ট্রেট সাহেব উভয়েই গুরমুখের প্রতি বিরূপ থাকায়, মোকদ্দমায় গুরমুখের পক্ষ পুনঃ পুনঃ দণ্ডিত হইতে লাগিল। প্রজার ধৰ্ম্মঘট করিয়া খাজনা দেওয়া বন্ধ করিয়৷ দিল। তীক্ষবুদ্ধি গুরমুখ বুঝিলেন, কর্তৃপক্ষকে সন্তুষ্ট করিতে ন পারিলে আর উপায় নাই । কিছুদিন চিন্তা করিয়া গুরমুখ ক্রমে ক্রমে সাহেবদের বাসোপযোগী অনেকগুলি অট্ট:লিকা প্রস্তুত করাইলেন এবং উৎকৃষ্ট গাড়ী ঘোড়া আনাইলেন। গুরমুখের সনিৰ্ব্বন্ধ অমুরোধে এবং বাটীর তুলনার ভাড়া নাম মাত্র দেখিয়া উচ্চ রাজকৰ্ম্মচারিবৃন্দের অধিকাংশই দর। করিয়া একে একে গুরমুখের বাটীতে উঠিয়া গেলেন। গাড়ী ঘোড়া ষ্ঠাহীদেরই সবায় নিয়োজিত হইল । ক্রমশঃ তাহীদের বিমুখ 需 কিয়ৎ *ब्रिभt१ ७ब्रभूt१ब्र थङि त्राङ्कटे श्हे८ङ গাগিল । क्ख् िदूक्रियान् सद्रभूषं देशtउ७ ग"शूर्प • নিশ্চিন্ত হইতে পারিলেন না। একজন শ্বেতাঙ্গ যুবাপুরুষ বহুদিন হইতে কৰ্ম্মহীন অবস্থায় সহরে কষ্ট পাইতেছিলেন। স্থানীয় শ্বেতাঙ্গসমাজ চেষ্টা করিয়াও তাহার বিশেষ কোন উপকার কুরিতে পারেন নাই। মালিক দুইশত টাকা বেতন দিয়া গুরমুখ এই cभंडांत्र-ब्रङ्गzक नांtभ छबिमांब्लिन्न भTॉcनसाँग्न নিযুক্ত করিলেন। বলা বাহুল্য, এই সকল অপব্যয়ে চিরসঞ্চয় বেহার-চিত্র 8 o X শীল গুরমূখেয় প্রাণান্তকর কষ্ট হইতেছিল ; কিন্তু উপায় ছিল না। ম্যানেজার কেরি সাহেব মহী যুবপুরুষ। সুতরাং দরিদ্র হইলেও, শ্বেতাঙ্গ-মহিলা-সমাজে র্তাহার যথেষ্ট প্রতিপত্তি ছিল। ফিরিঙ্গি সব ডেপুটি সাহেরে গৃহিণী হইতে জঞ্জসাহেব ও কালেক্টর সাহেবের মহিষী পৰ্য্যন্ত সকলেই তাহাকে যথেষ্ট স্নেহ করিতেন। সুতরাং রাজনীতিজ্ঞ গুরমুখ কেরি সাহেবের সাহায্যে ७थtभ cर्ष sांत्र-मश्गि-नबारखब्र नशशृङ्गऊि আকর্ষণ করিতে চেষ্টা করিলেন । গুরমুখের বদান্ততায় এবং কেরি সাহেবের আন্তরিক যত্নে সাহেবদের "ক্লাব ঘরে’ সপ্তাহে সপ্তাহে মহিলাবৃন্দের ভোজন ও নৃত্যোৎসব চলিতে লাগিল । সুযোগ বুঝিয়া, গুরমুখ কেরি সাহেবের সাহায্যে মহিলা-সমাজে কিছু কিছু উপহার ও বিতরণ করিলেন। জঙ্গ, কালেক্টর ও পুলিশ সাহেবের মহিষী মূল্যবাদ স্বর্ণালঙ্কারে বিভূষিত হইলেন। গুরমুখের অদৃষ্টগগন হইতে দুর্ভাগ্যের ঘনমেঘ অল্পে অল্পে কাটিয় গেল । কালেক্টর একদিন গুরমুখকে বাটতে ज्रीकाहेझ| उँiश्iएक दिएन्जेष जमलग्न कब्रिन्न। কছিলেন, “সহরে বৎসর বৎসর যেরূপ কলেরা হইতেছে, তাঁহাতে সহরে জলের কলের আবশুকতা আর অস্বীকার করা যায় না । আপনাদের মত সন্ত্রান্ত ব্যক্তি কিছুমাত্র भtनांtपाशं रूब्रिtशहे अङि नश्छ३ नश्tब्र জলের কল প্রতিষ্ঠিত হইতে পারে।” শুনিয়া গুরমুখের বক্ষঃস্থল কঁপিয়া উঠিল। নিতান্ত ব্যথিত হৃদয়ে জলের কলের জন্ত 针夺| 引卒孤 করিয়া, ७ब्रभू५ به ه ۰,۰ لا