পাতা:বঙ্গদর্শন নবপর্যায় দ্বাদশ খণ্ড.djvu/৪৩২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

4ጻ ሻሮግU! সকলে যুগ্ধ নয়নে তাহার দিকে চাহিয়৷ থাকি ৩। নগরের তত্ত্ববায়, ও গোপদিগের গৃহে নমাই গমন করিলে তাহার। কৃতাৰ্থ হইয়! যাইত, এবং মূল্যের নাম মাত্র না করিয়াই তাঁহাকে বস্ত্র, গন্ধদ্রব্য ও দধিদুগ্ধাদি প্রদান করি ত। গোপদিগকে নিমাই মামা সম্বোধন করিতেন তাহারাও তাহার সহিত নন। পরিগস করত। মালাকরগণ বিনমূল্যে র্তাহ:কে মালা পরাইয়া দি ত, তাম্বুী তাম্বুল প্রদান কfরত, শঙ্খ বণিক দিব্য শঙ্খ উপগর দি ত । একদিন এক সৰ্ব্বজ্ঞের গৃহে হইয়া নিমাই স্বয় পূৰ্ব্বজন্মের ইতিহাস গণনা করিয়া বলিতে সৰ্ব্বজ্ঞকে আদেশ করিলেন। গণক গণনা করিতে আরম্ভ করিয়া দেখিল -- “শঙ্খচক্ৰ গদাপদ্ম চতুভুজ খাম । খ্ৰীবৎস কৌস্তুত বৃক্ষ মহ। জ্যোতিধর্ণন ॥ নিশা ভাগে প্রভুরে দেখেন বন্দঘরে । পিতামাত দেখয়ে সম্মুখে স্থতি করে । সেইক্ষণে দেখে পিতা পুত্র নাই কোলে । সেঙ্গ রাত্রে খুইবেন আসিয়া গোকুলে ৷ পুন দেখে মোহন দ্বিভুজ দিগম্বরে। কটিতে কিঙ্কিণী, নবনীত দুই করে ॥ পুন দেখে ত্রিভঙ্গিম মুরলী বদন । চতুর্দিকে যন্ত্র গীত গায় গোপীগণ ॥ 鬱 彎 較 彎 養 তবে দেখে ধনুৰ্দ্ধর দুৰ্ব্বাদল খাম। বীরাসনে প্রভুরে দেখয়ে সৰ্ব্বজন ॥ পুন দেখে প্রভুরে প্রলয়-জল মাঝে। অদ্ভুত বরাহ মূৰ্ত্তি দণ্ডে পৃথি সাজে । গন্ধপণিক উপস্থত নিমাই-চরিত্র 8ኟማ পুন দেখে প্রভূরে নৃসিংহ অবতার। মহ। উগ্রপ তক্তবৎসল অপার ॥ পুন দেখে প্লভূরে বামন রূপ ধfর । বলি যজ্ঞ ছলিতে আছেন মায়া করি ॥ পুন দেখে মৎস রূপে প্রলয়ের জলে । করিতে আছেন জলক্রীড় কুতুহলে। মানস চক্ষুতে এই সমস্ত অদ্ভুত দৃপ্ত দেখিয়া সৰ্ব্বজ্ঞ হতবুদ্ধি হঃ য়া ভাবিতে লাগিল “কোনও দেব তা আমাকে ছলন বরিতে তা সয়াছেন।” পরীক্ষণেই ভবিল “এ ব্রহ্মণ মহামন্ত্র বং, আমাকে পরীক্ষা করিবার জন্য আ সিয়াতে ;” কিছুই স্থির কfরতে ন! পzিয়। সর্বজ্ঞ নিমাইকে বলিল “আমি এখন কিছু স্থির করিতে পারিলাম ন। তুমি এখন যাও, ভাল রূপ গণিয় ধিকালে তোমাকে বলিব ।” দৈবজ্ঞের গৃহ হইতে নিমাই তখন শ্ৰীধর নামক এক দরিদ্রের কুটীরে গমন করিলেন । দরিদ্র শ্রীধর খোল বেচিয় জীবিকা নিৰ্ব্বাহ করিত, কিন্তু সংসারের দুঃখ কষ্ট তাহাক কাতর করিতে পারিত না। শ্রীকৃষ্ণে শ্রীধরের অচলা ভক্তি ছিল --- তাহারই প্রেমে শ্রীধরের হৃদয় সৰ্ব্বদা পরিপূর্ণ থাকিত। নিমাই শধরের সহিত নানারূপ কৌতুক কবিতেন। আজি তাহার গৃহে উপস্থিত হইয়া বলিলেন “ঐধর, রি, হরি’ ত অনুক্ষণ বলিতেছি । কিন্তু দুঃখ তোমাকে ছাড়ে কই ? লক্ষ্মীকান্তের সেবা করিয়; তোমার অন্নবস্ত্রের ক্লেশ ত গেল না!" বিশ্বাসী শ্ৰীধর উত্তর করিলেন “উপবাস ত করি ন—তবে আর দুঃখ কিসের ? ছোট হউক বড় ইউক কাপড়ও পরিয়া থাকি ” লিমাই কহিলেন