পাতা:বঙ্গদর্শন নবপর্যায় দ্বাদশ খণ্ড.djvu/৪৩৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ጳጃ ጥ<ኅዞ ; নবদ্বীপের গৰ্ব্ব থৰ্ব্ব করিবার অভিলাষে বহুশিয়া সহ তথায় উপস্থিত হইলেন। নবদ্বীপে হুলস্থুল পড়িয়া গেল। পাণ্ডিত্যে নবদ্বীপ ভারতবর্ষের মধ্যে সৰ্ব্বশ্রেষ্ঠ । এ হেন নবদ্বীপের সম্মান কি দিগ্বিজয়ীর নিকট পর্যভবে চিরকালের জন্য অন্তৰ্হিত হইবে ? আশঙ্কায় নবদ্বীপের পণ্ডিতগণ ম্ৰিয়মাণ হইলেন। এইবার বুঝি নবদ্বীপের ষণঃস্থৰ্য্য অস্তমিত হইল—এই চিন্তায় সকলেই বিষাদে অভিভূত হইয়া পড়িলেন। গৰ্ব্বোন্ধত আগন্তুক পণ্ডিত ঘোষণা করিয়া দিলেন “যদি কাহারও সাহস হয়, আ মীর সহিত বিচারে অগ্রসর হউন । অন্যথা ন দ্বীপের পণ্ডিতসমাজ পরাজয় স্বীকার করতঃ আমাকে জয়-পত্র লিগিয়া দি টন।” কেহই দিগ্বিজয়ীর আহবানে। তাহার সহিত তর্ক করিতে অগ্রসর হইলেন না । দিগ্বিজয়ীর আগমনবাৰ্ত্ত। নিমাইএর কর্ণগত হইল । তাহার গর্ধ্বোন্ধত আহবানের কথা শুনিয়া একদিন সন্ধ্যাকালে নিমাই সশিষ্য গঙ্গা তীরে আসিয়া উপবিষ্ট হইলেন। শিস্যগণ র্তাহা ে বেষ্টন করিয়া উপবেশন করিলেন। নানাবিধ শাস্ত্রালোচনা হই তছে, এমন সময় দিগ্বিজয়ী তথায় আসিয়া উপস্থিত হইলেন এবং নিমাইর লাবণ্যময় বদনঐ দর্শন করিয়া অনিমেষলোচনে তাহার দিকে চাহিয়া রহিলেন। নিমাই সসন্ত্রমে ভাগকে উপবেশন করিতে অনুরোধ করিলেন। আসন পরিগ্রহ করিয়া দিগ্বিজয়ী পবজ্ঞাভরে কাহলেন “তোমার নাম নিমাই পণ্ডিত ? তুমি ব্যাকরণ অধ্যাপনা করিয়া থাক। এই বাল্যশাস্ত্রে তোমার পটুতার নিমাই-চরিত্র যদেষ। 8ᎸᏊ কথা আমি শ্রবণ করিয়াছি " নিমাই বিনীতভাবে কহিলেন “ব্যাকরণ অধ্যাপন করি বলিয়া অতিমান আছে বটে, কিন্তু ব্যাকরণের তাৎপৰ্য্য যে বুঝি, তাহা বলিতে পারি না। আপনি সৰ্ব্বশাস্ত্রলেত্তা ও প্রবীণ কবি, আমি ত আপনার নিকট নলপাঠার্থী সদৃশ । আপনার কবিত্ব শুনিতে অভিলাষ হইয়াছে। অনুগ্রহপূর্বক যদি গঙ্গার মাঙ্গাত্ম্য কিছু বর্ণনা করেন, তাহ হইলে কৃতাৰ্থ হই ।” তখন শিগ্বিজয় সগৰ্ব্বে গঙ্গার মাহাত্ম্যসূচক শ্লোকাবলী রচনা ও পাঠ করিতে আরম্ভ করিলেন । মেঘগর্জনসদৃশ গাম্ভীৰ্য্যশালী দ্রুতোচ্চারিত একশত শ্লোক শুনিয়া, শিষ্যগণ বিস্ময়ে অভিভূত হইল। নিমাই অশেষ সাধুবাদ করিয়া কহিলেন "আপনার পবিত্র শ্লোকের অর্থ পরিতে পারে, এমন পণ্ডিত আর কে আছে ? পঠিত কবিতার । অর্থ যদি আপনি নিজমুখে করেন, তাহ হইলে পরম সন্তোষ লাভ করি।” দিগ্বিজয়ী জিজ্ঞাসিলেন “কোন শ্লোকের ব্যাগ্য। করিল ।” তখন নিমাই পণ্ডিত শত শ্লোকের মধ্যে নিম্নলিখিত শ্নে কর আfবৃত্তি করিলেন— “মহত্ত্বং গঙ্গায়াঃ সত তমিদমা ছাতি নিতরাং । ঐবিঞ্চোশ্চরণকমলোৎপত্তিসুভগা ॥ দ্বিতীয়ত্ৰীলক্ষ্মীরিব সুরনরৈরবর্চ্যচরণা । ভগনীভৰ্ত্ত র্য। শিরসি বিভবত্যস্থতগুণ ॥ গঙ্গার এই মহিমা নিয়ত দেদীপ্যমান রহিয়াছে যে তিনি বিষ্ণুর চরণকমল হইতে সঞ্জীত হইয়া সৌভাগ্য লাভ করিয়াছেন। কি মুর কি নর সালেই দ্বিতীয় কমলার স্থায় ইস্থার চরণ অর্চনা করিয়া থাকেন, ইনি