পাতা:বঙ্গদর্শন নবপর্যায় দ্বাদশ খণ্ড.djvu/৪৩৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৪৩২ ছত্র, বোডিং, হোটেল প্রভূতির প্রয়োজন উপস্থিত হয় । আমাদের দেশে যাকে সরাই, বা ছত্র, বা মুছাফেরখানা বলে, কিয়ৎপরিমাণে আমাদের দেবালয় সকলেও প্রবাসীকে আশ্রয় দিয়া যে অভাব পূরণ করেন, বিলাতের হোটেল,বোর্ডিং হাউস বা wUf*iföcxSA ( apparttments ) SLAI সেই কাজ করে। তবে আমাদের অতিথিসৎকার ধৰ্ম্ম ; বিলাতে ইহা একটা অতি বড় ও লাভবান ব্যবসায় । সাহেবেরাও একদিন ধৰ্ম্মভাবেই অতিথি সৎকার করিতেন, তাহীদের ভাষা তার সাক্ষী । অতিথি কথাটার মত কথা ইংরেজিতেও আছে। তবে ইংরেজ অতিথি আমন্ত্রিত, অনাহুত নগেন । গৃহস্বামীর সুপরিচিত, একেবারে অপরিচিত নহেন। ইংরেজ-সমাজ বিষ্ণুশৰ্ম্মার একটা উপদেশ খুবই শক্ত করিয়া ধরিয়াছেন— “অজ্ঞাতকুলশীলস্ত বাসে দেয়ে 'ন কস্তচিৎ" এটা তারা খুবই জানেন। সুতরাং আশ্রয়-আলয়-হীন লোকের সেখানে আশ্রয় মিলে না। বিনা টাকায় মিলে ন—টীকা দিলে হোটেল,বোর্ডিং হাউস, অ্যাপার্টমেন্টস এ সকলে স্বচ্ছন্দ স্থান পাওয়া যায়। আর গৃহস্থেরাও কখনো কখনো বিশেষ পরিচয় পাইলে, ভাল লোকের সুপারিশে, অভ্যা গতকে আপনার বাড়ীতে অতিথিরূপে গ্রহণ. করিয়া থাকেন। ইহাদিগকে অতিথি বা guestই বলে বটে, কিন্তু খরচ-পত্র দেন sfềl#I at## paying guest Rçzĩ t aề paying guest কথাটা আমাদের ভাষায় নাই, কারণ বন্ধটা এখনো আমাদের বঙ্গদর্শন ,স্বরূপটা একই, বহু নহে । [ ১২শ পর্ষ, কাৰ্ত্তিক ১৩১৯

  • Intos ojafā āfē Paying guestro গৃহকত্রীদিগকে বাড়ীওয়াল বলে না।

বাড়ীওয়ালীরা হয় বোডিং হাউসের ন। হয় অ্যাপার্টমেন্টের কত্রী । বয়স এবং বৈবাহিক অবস্থার হিসাবে, ইহঁরা তিন শ্রেণীর । বয়সভেদে যুবতী, প্রৌঢ় এবং বুল ; বৈবাহিক অবস্থাভেদে অনুঢ়া সধবা এবং বিধবা । বয়সের ত্ৰিবিধ ক্রমের সঙ্গে বৈবাহিক অবস্থাত্রয় মিলিয়া বিলাতের বাড়ীওয়ালাদিগকে অনেক শ্রেণীতে ভাগ করিয়াছে। কেহ বা অনুঢ়া ও যুবতী, কেহ বা অনূঢ় ও শৌচ, কাহারে মধ্যে বা পতিপুলহীন জীবনের শুষ্কপ্রাণতার সঙ্গে বাৰ্দ্ধক্যের কর্কশত মিলিয়াছে। তেমনি সধব্যের সঙ্গেও যৗবন, প্রৌঢ়, বাৰ্দ্ধক্য মিলিত হইয়াছে। কোথাও বা বৈধব্যের সঙ্গেও এ মিলন হইয়াছে । এইরূপে বিবিধ অবস্থার ও রূপের ও বয়সের মিলনে বিলাতী বাড়ীওয়ালীর অসংখ্য রূপের প্রকাশ হইয়াছে। কিন্তু রূপ অনেক হইলেও বাড়ীওয়ালীর মূল બાર કરે বহুরূপিণী বিলাতী বাড়ীওয়ালীর গেই স্বরূপটী যে ধরিতে না পারিল, লণ্ডনের মায়াপুরীতে, পদে পদেই তার বিপদ ভারি। যুবতী ও অনুঢ়া, এরূপ বাড়ীওয়ালীর সংখ্য। পড়ই কম। পায় দেখা যায় না, বলিলেই হয়। যেখানে এই দুই অবস্থার সমাবেশ থাকে, সেখানে যৌবন প্রায়ই আপনার সহজ ঐসম্পদ হইতে নিৰ্ম্মমভাবেই বঞ্চিত হইয়াছে। রূপধেীবন