পাতা:বঙ্গদর্শন নবপর্যায় দ্বাদশ খণ্ড.djvu/৪৩৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৭ম সংখ্যt } সম্পন্ন অনূঢ় রীড়ীওয়ালী প্রায় দেখা বায় না। কদাচিৎ দেখা গেলেও, ভদ্রলোকে সে সকল বাড়ীতে প্রায়ই আশ্রয় গ্রহণ করেন না। এ শ্রেণীর বাড়ী লণ্ডনে নাই, এমন নয়। frন্তু বিলাসের লীলাভূমি, পিাকডিলির আশেপাশেই এরা থাকেন। এই সকল বাড়ীতে স্বল্প ভাড়ায় আতিথ্যলাভ করা যায় না। এ অঞ্চলে, একখানি বসিবার ও একটা শোবার ঘরের ভাড়া, সপ্ত হে নূনকল্পে ৫০৷৬০ টাকা পড়ে। যার স্বদেশ হইতে বিদেশে কেবল টীকা উড়াইতে যায়, তারাই কেবল এ সকল স্থানে আশ্রয় লইয়া থাকে। সচরাচর যুবতী বাড়ীওয়ালীর বিবাহিতা, স্বামীর সঙ্গেই থাকেন, স্বামীর সামান্ত আয়ের সঙ্গে আপনাদের এই ব্যবসায়ের আয় মিলাইয়া নিজেদের ভবিষ্যতের ব্যবস্থ৷ করেন। স্বামীর আর্থিক উন্নতিতে ও ক্রমে কিঞ্চিৎ সঞ্চিত ধনের অধিকারিণী হইলে, বিশেষ যখন বৎসর বৎসর পরিবারে নূতন জীবের আমদানি হইতে আরম্ভ করে, তখন এই সকল বিবাহিত যুবতী বাড়ীওয়ালী অনেক সময এই ব্যবসায় ছাড়িয়া দিয়া , উপনগরীতে “ভদ্রলোকের” মত বাস করিতে আরম্ভ করেন। ভদ্রলোকের মত কথাট। নিরর্থক নয় । ইংরেজসমাজে এ সকল বাড়ীওয়ালী বা তাদের স্বামীপুত্রকে ভদ্রলোক বা gentleman বলে না। তাঁর সজ্জন হইতে পারেন, কিন্তু সজ্জন আর জেন্টলুম্যান এক কথা নয়। ধাদের টাকা নাই, কিংবা বংশমৰ্য্যাদা নাই, ভারা বিলাতী সমাজে বিলাত বাড়ীওয়ালী 8x9S) জেণ্টলুম্যান হয় না। যারা আজ ব্যবসা করিয়া খায়, তারাই যদি কাল ভাগ্যগুণে বিপুল ধনের অধিকারী হইয় উঠে, অমনি ছোটলোক হইতে একটানে ভদ্রলোক হইতে পারে। আর সকলেরই ভদ্রলোক হইবার অাঁকাঙ্ক্ষাটা প্রবল। মধ্যবিত্ত ভদ্রলোক র্যারা, যারা দারিদ্র্য হইতে ক্রমে স্বচ্ছলতায় যাইতেছেন, একেবারে লক্ষপতি এখনো হন নাই, কখনও হবারও কোনো দুরাশ। নাই, তারাই প্রায় লওনের উপনগরে যাইয়া ভদ্রপল্লি রচনা করেন । বাড়াওয়ালীরাও কিছু টাকা ক ভু জমাইতে পারলে, অনেক সময়েই আপনার ব্যবসা ছাড়িয়া এই সকল ভদ্রপল্লিতে যাইয়া ভদ্রলোকশ্রেণী-গণ্য হইবার চেষ্টা করিয়া থাকেন। যৌবনসম্পন্ন বাড়ীওয়ালী প্রায়ই বিধব। হন । তবে বিধবা বলিয়া পরিচিত বলিয়াই এক সময়ে তিনি সধবা ছিলেন, এমন স্থির সিদ্ধান্ত করা যায় না। অনুঢ়। যুবতীর পক্ষে অনেক গুলি নিত্য নবাগত অতিথিঅভ্যাগতের ভার গ্রহণ করা ভালে৷ দেখায় না বলিয়া, যুবতী বাড়ীওয়ালীর, আপনাদের ব্যবসার খাতিরে, বাড়ী ভাড়ার সঙ্গে সঙ্গেই, একেবারে সটান অমূঢ়াবস্থা হইতে বৈধব্যে গিয়া উপস্থিত হন, भांश४ानकान्न जक्ष्वांद्र अयशऎी नl ह*** ७कलाहरु ख्त्रिाक्नेग्रो श्राद्र श्हेब्र थitक्न ! এতে সুবিধা অনেক আছে, অসুবিধা কিছুই নাই । ইংরেজবিধবাকে হিন্দু বিধবার মত ব্ৰহ্মচর্য্য অবলম্বন করিতে হয় না। বিলাতী বৈধব্যে আমরণ