পাতা:বঙ্গদর্শন নবপর্যায় দ্বাদশ খণ্ড.djvu/৪৪৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8"b" সংযোগ, কিঞ্চিৎ কল্পনা শক্তি ও বুদ্ধি আছে । এই সকল বৃত্তি বিভিন্ন জন্তুর বিভিন্ন পরিমাণ ; তথাপি যদি এ সকল উন্নতিশীল হয়, তবে সরল বৃত্তি সকলের সংমিশ্রণে ও বিকাশে সামান্ত গুণানুভূতি ও অহংজ্ঞান প্রভৃতি অপেক্ষাকৃত জটিল মনোবৃত্তি সকল সঙ্গীত হওয়া বেশি অসম্ভব গণ্য হইতে পারে না। এই মতের বিরুদ্ধে কেহ কেহ তর্ক কবেন যে জীবের ৭ঙ্গদর্শন । [ ১২শ বধ, কাত্তিক ১৩১৯ উন্নতি সোপানের কোন স্তরে ঐ সক্ষম বৃত্তির উদ্ভব হইয়াছে তাগ নির্ণর কর অসম্ভব ; কিন্তু আমাদিগের শিশুগণের মনে बै न कल इखि कथन छैनग्न श्झ उशडे त। কে বলিতে পারে ? আমরা কেবল শেষে এই দেখিতে পাই যে ক্রমে ক্রমে অলক্ষিত ভাবে ঐ সকল বৃত্তি শিশুদিগের মনে বিকশিত হইল । ( ক্রমশ ) ঐশশধর রায় । খোদা মালিক হায় জানি না কি এক খেয়ালের বশে আমি প্রস্তাব করিয়া বসিলাম, এবার গ্রীষ্মাবকাশে দিল্লী বেড়াইতে যাওয়া যাকৃ বন্ধুবর কিশোরীমোহন অমনি মহা উৎসাহে আমার প্রস্তাব সমর্থন করিলেন, উৎসাহ জিনিষটায় কিশোরীর কখন অভাব দেখি নাই। বাল্যকাল হইতে দুজনে একসঙ্গে পড়িতেছি বরাবর দেখিয়া আসিতেছি, কি সভ্যতা-সাজান, কি চাদার খাতা লইয়। ঘুরিয়া বেড়ান, সকল বিষয়েই কিশোরীর সমান উৎসাহ । ফুটবল, ত্রিকেট টেনিস খেলায় সে সকলের আগে। মোট কথা নিজের কাজ ছাড়া আর সকল বিষয়েই সে উৎসাহান্বিত তখনি স্থির হয় গেল আগামী রবিবার সন্ধ্যার এক্সপ্রেসে অমরা দিল্লী রওনা হইব। এদিকে কিশোরীর উৎসাহ যত বাড়িতে লাগিল আমার উৎসাহ সেই অনুপাতে কমিতেছিল, আমি পূৰ্ব্বে স্থির করিয়াছিলাম এবার গ্রীষ্মটা বাংলার এক নিভূত কোণে আমাদের ক্ষুদ্র গ্রামটিতে কাটাইব । তাই যতই সেই ছায়াশী তল চিরশান্তিময় গ্রামের বাড়ীটি মনে পড়িতে লাগিল ততই কোলাহলময় রৌদ্রতপ্ত দুৰ্গন্ধ দিল্লী সগরের উপর রাগ হইতে লাগিল। শনিবারের সন্ধ্যার পুৰ্ব্বে frশোরী কোর্ট হইতে আমার মেসে আসিয়া উপস্থিত এবং তখনও আমার কিছুই গোছ গাছ হয় নাই দেখিয় নিজেই আমার পেটরা গোছাইতে বসিয়া গেল আমি চিরকাল টিলা স্বভাবের মাতুয-কিশোরী ঠিক তার বিপরীত। সে আধঘণ্টার মধ্যে দল ঠিক করিয়া ফেলিল, যাবার সময় বলিয়া গেল “আমি কাল ঠিক পাচটার সময় গাড়ী লইয়া আসিব আজ তুমি তোমার বন্ধু প্রফেসর ঘ -কে একটা তার” করিয়া দিও। দেখো ভুলো না, জানূ ত খবর না निं শ্বশুরবাড়ী গেলেও ওঁক বিপদ श्, টে। নেহাত কবিকল্পনা নয়। . শেষে কিশোরীর উৎসাহের প্রবণ বস্তার স্রোতে আমরা দিল্লী আসিয়া