পাতা:বঙ্গদর্শন নবপর্যায় দ্বাদশ খণ্ড.djvu/৫০৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চীনে প্রজাতন্ত্র ক্ষু মঞ্চ, জাতীয় তা-চিং রাজবংশ রাজপাট ក្រៅ ក្រៅ : វត្ត ៤ চীনদেশে রিপাবলিক গবর্ণমেণ্ট বা প্রজাতন্ত্রশাসন প্রণালী স্থাপিত হইয়াছে। কিন্তু চীনে যে কখন কি ঘটে তাহা কোন বুদ্ধিমান ব্যক্তি ভবিষ্যদ্বাণীরূপে বলিতে পারেন না। নানা ভাগ্যবিপর্যায়ের মধ্য দিয়া চীনের রাষ্ট্ৰতন্ত্রের মূল নীতি সকল এমন ভাবে १ुङ इल्लेग्न अनिम्नtछ् ८रु, ौनएक उठ्। পরিভাগ করা কঠিন। চীনে যদিও আদিম কাল হইতে রাজতন্ত্র-শাসন প্রণালী প্রচলিত চষ্টয়া আসিতেছে তাহা জাপানের মত নচে । জাপানে যেমন গোড়া হইতে এক রাজবংশের শাসনাধীন হইয়া সেই বংশ প্রজাবলের শ্রদ্ধা ও সম্মানভাজন হইয়া আসিয়াছে চীনে তাদৃশ মহে। চীনে এক রাজবংশের পতনে অপর নূতন এক রাজবংশের অভূখীন হইয়াছে। চীনে চাউ রাজবংশ ৮৬ বৎসর, হান রাজবংশ ৪০০ বৎসর, ঠাং বংশ ৩০০ বৎসর, ছুং বংশ ৩০০ বৎসর, ইউয়ান বংশ ৮০ বৎসর, মিং বংশ ৩•• বৎসর, বর্তমান মাঞ্চ তা চিং শৈ ২৬৮ বৎসর রাজত্ব করার ঐতিহাসিক প্রমাণ আছে । 葡 চীন-সম্রাটকে লোকে ঈশ্বর-পুত্র বলিয়া, ஒt সেই পবিত্র স্বৰ্গ-পুত্র-' ধট আপন দয়া, দক্ষিণ, স্নবিচার, স্থায় ও જગન્ન দ্বারা প্রজা শাসন করিতে বাধা, " এই কারণে তিনি উপরে পরমেশ্বর এবং | @उ]ऋउttत् शांप्नौ । যখন কোন সম্রাট অন্ত কোনবংশীয় লোক কর্তৃক বিতাড়িত বা সিংহাসনচ্যুত হইতেন, লোকে, তখন বিশ্বাস করিত যে এই ঘটনা ঈশ্বরাদেশে হইয়াছে। কারণ পরমেশ্বর নিশ্চয়ই বর্তমান সম্রাটের কু শাসন ও পাপের শাস্তিস্বরূপ তাহাকে সিংহাসনচু্যত করিয়া, উপযুক্ত ধাৰ্ম্মিক শাসনকৰ্ত্তার হস্তে এই রাজ্যশাসনের ভার দিয়াছেন। চীনে সৰ্ব্ব প্রথম তিনজন বিজ্ঞ দার্শনিক রাজা ছিলেন । র্তাহীদের নাম যথাক্রমে ইয়াও, চোয়েন এবং ইউ। এই প্রকার কথিত আছে যে কনফুসিয়ান এষ্ট তিন ঋষিতুল্য দার্শনিক সম্রাটের দর্শনতত্ত্বায়ুসারে চীনের রাষ্ট্রনীতি গঠন করেন। চীন দেশের পরবর্তী সমস্ত রাষ্ট্রনীতিক লোক কনফুসিয়ানের নীতির আদর্শ লইয়। এ যাবৎ রাজ্য শাসন কাৰ্য্য সম্পন্ন করিয়াছেন। বর্তমান রাষ্ট্রবিপ্লবের অন্ত ওম নেতা উঃটিং-ফাংর মন বিদেশী ভাবে যতই পরিপ্লত হউক না কেন তিনি যখন বালক সম্রাট পু-ই-কে সিংহাসন ত্যাগ করিবার জন্ত জেদ করিতেছিলেন, তখন র্তাছার মনে যে সেই তিন দার্শনিক সম্রাটের আদর্শ আসিয়া উপদ্রব করিতেছিল তাহার আর কোন সন্দেহ নাই ।

  • টোকিওর ইতিহাসের অধ্যাপক টি: আইয়েনাগে। ( Ërofessor T. Iyenago) কর্তৃক লিখিত ওয়ালৰ্ড ওয়ার্ক নামক মাক্ষিপত্রে লিখিত গন্ধের সারাংশ

এবং বৰ্ত্তমান প্রবন্ধ লেখকের মন্তব্য ।