পাতা:বঙ্গদর্শন নবপর্যায় দ্বাদশ খণ্ড.djvu/৫৪৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

G82 যৌথ-কারবারের মূলধন কেবল টীকাকড়ি । আমাদের একান্নবৰ্ত্তী পরিবারের যৌথকারবারের মূলধন কেবল টাকাকড়ি নয়, কিন্তু মানুষের দেহ-মনের শক্তি। পণ্যউৎপাদনের দিক দিয়া দেখিলে আমাদের এ পরিবারগুলিকে এক একটা ফ্যাক্টরী বলিলেও চলে। কিন্তু এ ফ্যাক্টরীর কৰ্ম্মকৰ্ত্ত ও তত্ত্বাবধায়ক মুনাফা-লোলুপ ধনী নহেন, কিন্তু স্নেহপ্রবণ পিতা কিম্বা ভ্রাতা। এই একান্নবৰ্ত্তী পরিবারগুলি যতদিন বঁচিয়া থাকিবে, ততদিন হিন্দুর সমাজ, হিন্দুর সভ্যতা, হিন্দুর সাধন, হিন্দুর নিজস্ব শিল্পাদি এ সকলই বাচিয়া থাকিবে। বিলাতি সভ্যতার চাপে নষ্ট হইয়া যায়, তলে আর হিন্দুর বিশেষত্বকে বাচাইয়। রাখা কোনও মতেই সস্তব হইবে না। এই একান্নবৰ্ত্তী পরিবারগুলি যেখানে যে পরিমাণে ভাঙ্গিয়া যাইতেছে, সেখানে সেই পরিমাণে আমাদের সভ্যতার সব ভাল ভাল বস্তুগুলি একে একে নষ্ট হইবার উপক্রম হইতেছে, ইহা প্রত্যক্ষ কথা। যুগযুগান্ত বরিয়া হিন্দু যে দুর্ভেদ্য দুর্গের ভিতরে বসিয়া অশেষ বাধা-বিপত্তির মধ্যেও আপনার সভ্যতা ও সাধন, ধৰ্ম্ম ও কৰ্ম্ম, চিত্তের ঔদার্য্য ও চরিত্রের শক্তিকে রক্ষা করিয়া আসিয়াছে, এক একটা একান্নপত্তা পরিবারের বিচ্ছিন্নতায় ও বিলোপে, সেই দুৰ্ভেদ্য দুর্গের এক এক খালি খিলান যেন খসিয়া পড়িতেছে, এমনই মনে হয় . কিন্তু র্যাহারা সমাজের উচ্চতর শ্রেণী বগিয়া অভিমান করেন, তাহাদের মধ্যে বঙ্গদর্শন [ ১২শ বৰ্ষ, পৌষ, ১৩১৯ এই একান্নবৰ্ত্তী পরিবারের দোষও বেশি ফুটিয়া উঠে, এবং সেখানে এই পরিবারগুলি ভাঙ্গিয়া যাওয়া যতই ক্ষোভের বিযয় হউক না কেন, বৰ্ত্তমান অবস্থাধীনে কতকটা যে অপরিহার্য্য হইয়া উঠিয়াছে, ইহাও অস্বীকার করা যায় না। আর এ সকল স্থলে এই একান্নবৰ্ত্তাপরি বার প্রথা নষ্ট হইয়। যাইতেছে বলিয়া দেশের যে-জাতীয় ও যতটা পরিমাণে ক্ষতি হয় নাই, জনসাধারণের মধ্যে যদি তাহ ভাঙ্গিয়া যায়, তাহা হইলে যে তদপেক্ষ অশেষ গুণে অধিক ক্ষতি হইবে, তাহারও কোনও সন্দেহ নাই। এই একান্নবৰ্ত্তী পরিবারপ্রথার কল্যাণেই আমাদের দেশের কৃবকের বা অপর শ্রমজীবিগণ যুরোপের ব৷ আমেরিকার শ্রমজীবিগণের মতন এতট। অসহায় হইয় পড়ে নাই। যতদিন এই একান্নবৰ্ত্তী পরিবারের আশ্রয়ে ইহারা বাম করিবে, ততদিন তাহারা কিছুতেই যুরোপীয়ান ব৷ আমেরিকান, শ্রমজীবিগণের মতন এমন দুর্দশাগ্ৰস্ত হইবে না ইহাও স্থির নিশ্চয় । এইজন্তই সৰ্ব্ব প্রযত্নে, অন্য দিকে সহস্র ক্ষতি, স্বীকার করিয়াও, আমাদিগকে এই একান্নবৰ্ত্তী পরিবারগুলিকে রক্ষা করিবার চেষ্টা করিতে হইবে। গোখেলে মহাশয় যে সাৰ্ব্বজনীন সাধারণশিক্ষা বিস্তারের জন্য ব্যস্ত হইয়াছেন, তাং যদি দেশে এখনি প্রচলিত হয়,তবে তার ফুলে আমাদের সমাজের নিম্নস্তরেও যে এই একান্নবৰ্ত্তী পরিবারগুলি অতি দ্রুতগতিতে ভাঙ্গিয়া ষাইতে আরম্ভ করিবে, সে বিষয়ে কোনওই সন্দেহ নাই। আর