পাতা:বঙ্গদর্শন নবপর্যায় দ্বাদশ খণ্ড.djvu/৫৫৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৯ম সংখ৷ ; লাগিলেন। বাঙ্গালার বাজারে তখন যে রৌপ্যমুদ্র প্রচরিত ছিল তাহারই হিসাবে সুবৰ্ণ-মুদ্রার মুল্য নিৰ্দ্ধারিত হইল । কোম্পানীর স্বর্ণ ছিল না ; তাহার। কাঞ্চনের জন্য কাগালের মুখাপেক্ষী হইলেন ! বঙ্গবাসগণ দেখিল যে, কোম্পানীর মোহর বাজারের রৌপ্যমুদ্রার হিসাবে যে মূল্যে বিক্রীত হওয়া উচিত ছিল তাহ অপেক্ষ। শতকরা ১৭০ টাকা অধিক মূল্যে চলিতেছে। বঙ্গবাদী দলে দলে সেই কাঞ্চন-সমুদ্রে কম্প প্রদান করিল। যাহার যে টুকু সোণ ছিল সে তাহাই লইয়া কোম্পানী বাহাদুরের টঙ্কশালীর সিংহদ্বারে হত্য দিয়া পড়িল । কেহ কেহ হয় ত দুহিতা-বনিতার অঙ্গভরণ পৰ্য্যন্ত ও গলাইতে ক্ৰী করিয়াছিল না ! কোম্পানী বাহাদুর বহুতর সুবর্ণমুদ্র প্রসব করিলেন বটে, কিন্তু দেশের দুর্দশ গেল না আবার বিচার ও বিতর্ক উপস্থিত হইল । অনেক চিন্তার পর কোম্পানী বাহাদুর বুঝিলেন যে, তাহারা সুবর্ণের আদর যতই বৃদ্ধি করিয়াছেন, হতাদরে রৌপ্য ততই विनश्याम ७ शूलाशैम *श्नttछ् ! ठ१म স্বর্ণমুদ্রায় নিজেদের অংশ প্রদান করিয়া লোকে শতকরা ১৭॥; টাকা অধিক লাভ করিতেছিল বটে, কিন্তু যাহাদিগের উহা । ছিল না তাহার রৌপ্যমুদ্রায় আপন দেয় পরিশোধ করিয়া তুল্যরূপে ক্ষতিগ্রস্ত হইতেছিল।” সৰ্ব্বদা সুবর্ণমুদ্রা ব্যবহার করিতে পারে এ দেশে এমন লোকের সংখ্যা এখনে যেমন অল্প তখনে তেমনিই ছিল। কাজেই দুঃখ যাহার চিরসঙ্গী তাহার দুঃখ রহিয়াই গেল। কৃষকগণ দেখিল তাহাদিগের ক্ষেত্র মুদ্রা-মন্বস্তর ○○○ পূর্ণ ধান্ত আছে। জমাদার জমাও বৃদ্ধি করেন নাই, অথচ রাজস্ব দিতে গেলেই সৰ্ব্বনাশ ঘটে! তাহার। ইহার কারণ বুঝিল না বটে, সি স্তু রোদন করিতে লাগিগ— ক্ষুধায় মরিতে লাগিল। আগে ধান্ত বিক্রয় করিয়া রাজস্ব পরিশোধ করিয়াও তাহার কিছু সঞ্চয় করিত ! সেই সঞ্চিত অর্থে তেল-মুন-লকড়ি জুটত, থোকার মার বাউট পৈছা হইত, খোকার পায়ে খাড়া উঠিত। কিন্তু এখন রাজস্ব দিতেই সব ফুরাইতে লাগিল—কখনো বা কুলাইলও না ! মাঠের ধান্ত ফুরাইল, গোশালার গরু ফুরইল। কেবল ফুরাইল না ক্ষুধা, আর ফুরাইল না তপ্ত আঁখি জল । কোম্পানী বাহাদুর কাঞ্চনমুদ্র প্রসব করিয়াও বাঙ্গ{লার বাণিজ্যকে রক্ষা করিতে পারিলেন না। কলিকা তার বণিকসম্প্রদায় শঙ্কিত হইয়া উঠিলেন, কবে বা মুদ্রার অভাবে ষোল বাতি জালিয়। নিশাযোগে পলায়ন করিতে হয়! ক্ষুদ্র ক্ষুদ্র ব্যবসায়িগণ यांशद्रा भूग१न १lई दब्रिध्न दjदभांश চলাইত এবং পণ্য বিক্রয় হইলেই মহাজনের পূৰ্ব্ব দেন। শোধ করিয়া নূতন ঋণ গ্রহণ করিত, তাহার। দলে দলে কারাগারে যাইতে লাগিল—মহাজনের দেন। শোধ দিতে পরিল না। যাহার কোটী টাকার পণ্যে মালগুদাম পূর্ণ করিয়া কলিকাতার শ্রেষ্ঠ বণিকরূপে প্রতিষ্ঠিত হইয়াছিলেন মুদ্রার অভাবে তাহারা পৰ্য্যন্ত দৈনন্দিন আবখ্যক দ্রব্যাদিও ক্রয় করিতে অসমর্থ হইয়া উঠিলেন! এই মুদ্রা-মন্বন্তর যে তখন কেবল