পাতা:বঙ্গদর্শন নবপর্যায় দ্বাদশ খণ্ড.djvu/৫৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

>雄羽°作 শণের স্তায় শুভ্ৰ ; কণ্ঠে তিনকষ্ঠি, তুলসী কাঠের মালা। সরকার মহাশয় ভুলি মালের কারবার কলিয় যথেষ্ট অর্থ সঞ্চয় করিয়াছিলেন, তাহার আড়তে অনেক লোকজন খাড়িত, এবং পরোপকারী সদাশয় সাধুব্যক্তি বলিয়া গ্রামে র্তাহার যথেষ্ট খ্যাতি ছিল। সৌদামিনীর পিতা রামনারায়ণ সরকারের সহিত র্তাহার সম্ভাব ছিল না, রামনারায়ণ যতদিন বাচিয়া ছিলেন, ত্ৰিলোচনের অনিষ্টসাধনের জষ্ঠ কোনদিন চেষ্টার ক্রটা করেন নাই ; রামনারায়ণের খলতায় অনেক সময় ত্রিলোচনকে शरथ? ऋडिअख श्ठ७ श्ब्राझिल ; ७क िभिथा। মামলা বাধাইয়। রামনারায়ণ ত্রিলোচনের অনেক টাকা নষ্ট করিয়াছিলেন । এই সকল কারণে রামনারায়ণের পরিবারবর্গের উপর ত্রিলোচন জাতক্রোধ হইয়াছিলেন, এমন কি, তিনি রামনারায়ণের পরিবারস্থ কাহারও সহিত বাক্যালাপ পৰ্য্যন্ত করিতেন ন ; কিন্তু সদ্য-বিধবা সৌদামিনীকে অশ্রুপূর্ণ নেত্রে তাহার চরণপ্রান্তে উপস্থিত হইয়া আশ্রয় ভিক্ষা করিতে দেখিয়া ত্রিলোচন পূৰ্ব্ব ক্রোধ বিস্মৃত হইলেন, তিনি সোঁদ মিনীকে হাত ধরিয়া তুলিয়া কোমল স্বরে বলিলেন, “আমার রাজু যদি দু'বেলু দ্বযুঠে খেতে পায় তাহলে তুমিও পাবে। তোমাকে পরের দুয়োরে দাসীগিরি করতে হবে কেন ? অামার সংসারে কত লোক প্রতিপালন হচ্ছে, আর তোমাকে স্থ’মুঠো খেতে দিলে কি আমার সংসার অচল হবে ?” cगोशामिनौ वणिण, “श्राभि निरछत মেহের প্রতিদান av" পেটের ভাবনা ভাবিনে কাকা, দুটো “অপুষ্ঠি নিয়েই হয়েছে আমার বিপদ।” । ত্ৰিলোচন বলিলেন “অপুষ্ঠি আর কি, ভগবান ত কাকেও অপুষি মনে করেন না; যিনি জীব দিয়েছেন তিনিই আহার দেবেন। তোমাকে কিছু ভাবতে হবে না ম, আমার সংসারে থেকেই ওরা "মানুষ মুনিষ হোক। রাজুকে বলে দেব• সে মুকুন্দকে অtড়তের কাজ কৰ্ম্ম শিখোবে?” রাজু অর্থাৎ রাঙ্গাবলৈাচন ত্রিলোচনের একমাত্র পুত্র। রাজুই এখন ত্রিলোচনের সংসারের কৰ্ত্তা, সেই কাজকৰ্ম্ম দেখে । মহা প্রভুর চরণচিন্তা, ভাগবতগ্রন্থপাঠ, সজ্জনপ্রসঙ্গ ও হরিকথার আলোচনা লইয়াই বুদ্ধের জীবনসন্ধ্যা নিরুদ্বেগে অতিবাহিত হইতেছে।. সৌদামিনী বলিল “কাক আপনার জামাই আমাদের ফাকি দিয়ে চলে গেলেন, বাড়ীট শ্মশানের মত খ খ করচে, ও বাড়ীতে আমার আর এক দণ্ড মন টিকৃচে না। কি করে আমি থাকৃবো ?” • ত্ৰিলোচন “রাধাকৃষ্ট’ নামাঙ্কিত সুলোহিত হরিনামের ঝুলিটি ললাটে স্পর্শ করিয়া বলিলেন, “তুমি আমার বাড়ীতেই থাকৃৰে, আমার নিজের মেয়ে নেই, তুমিই মেয়ের মত সংসারের ‘গিল্লিমো’ করবে। বেীমা আমার বাতে ভুগচেন। সংসারের কাজকৰ্ম্ম দেখাশুনা করে এমন ‘গিন্নি ধন্নি’ স্ত্রীলোক সংসারে কেউ নেই, তোমার উপর সেই ভার দিলাম।” * - ইতিমধ্যে রাজু খড়ম পায়ে দিয়া ঠকৃ ঠক্‌ করিতে করিতে সেই গৃহের বারাণ্ডায়