পাতা:বঙ্গদর্শন নবপর্যায় দ্বাদশ খণ্ড.djvu/৫৮২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৯ম সংখ্যা | জীবন ধারণ ভুবনের লাগি, , পুণ্যের লাগি মনের ভাব ? নবীন শক্তি লভিয়া ফিরিতে কোথায় ইচ্ছা মরণ লাভ ? সে যে গে। আমার ধৰ্ম্মক্ষেত্র ভারতমাতার কৰ্ম্মভুমি ? ধন্য জনম, যাহার জীবন মরণশরণ চরণ চুমি’। x * কোথা তপঃকুশ ঋষিতনয়ের ক্ষীণ অঙ্গুলি হেলন ভরে, নৃপতির শির, উদ্ধত বাজি, উদ্যত আসি নমিয়া পড়ে ? রাণীসহ রাজা ধেঙ্কুর সেবায় কোথায় কাননে ভূধরে ফেরে ? নৃপসুত ঘুরে পথে প্রান্তরে কাদিয়া দুঃখী জগৎ হেরে ? শরণাগতের লাগি নরপতি দিতে গেল কোথা আপন প্রাণ ? পাপের শাস্তি লাগি দেবর্ষি হেলায় করিল অস্থিদান ! যুবরাজ কোথা সখী বলি ডাকি নিষাদে বানরে ধরিল বুকে, মরণের আগে মুক্ত নরেশ কমলার মৃত লভিল সুখে ! সে যে গে। আমার ধৰ্ম্মক্ষেত্র ভারতমাতার কৰ্ম্মভূমি ? ধন্য জনম,যাহার জীবন-মরণ-শরণ চরণ চুমি”। 》○ কোথ। ভিখারীর ক্ষুদের লাগিয়৷ বঁধে ভগবান কুটীর দ্বারে! যমুনায় ফেলে পরশ-পাথর কোথায় তুচ্ছ জানিয়া তারে । পতির নিন্দা করিয়া শ্রবণ

  • সতী ত্যঙ্গে কোথায় ঘূণায় প্রাণ !

ধৰ্ম্মক্ষেত্র 《: ) 4 বৃদ্ধ পিতারে যৌবন দিল অতিথিরে কোথা পুত্রদান ! সারা জীবনের সাধনার ফল কোথা দেয় ব্যাধ গুরুর পায় ; পঞ্চ বরষে রাজার তনয় বনে বনে কেঁদে হরিরে চায় ! ভ্রাতার লাগিয়া নিদ্রা ক্ষুধায় জিনিল যোদ্ধা লালসারণে, প্রজfর লাগিয়া জীবনকল্লা & মহিষীরে কোথা পাঠায় বনে ? যে গে অামার ধৰ্ম্মক্ষেত্র ভারতমাতার কৰ্ম্মভূমি, ধন্ত জনম যাহার জীবন-মরণ-শরণ চরণ চুমি’। Y 8 দুগ্ধধবল স্নিগ্ধদিঠিতে কে করায় নিতি মোদের স্নান, আকাশে বাতাসে মাতাইয়। ভাসে কোথ। নিমায়ের প্রেমের গান । স্তষ্ঠের সহ কে দেয় কণ্ঠে, পাপতাপজয়ী হরির নাম । আশীষ কাহার বরের মতন— - - করে গো পূর্ণ মনস্কাম । শত্রু জনেরে ক্ষম কে শিখায়, লুটিতে মিত্র জনের পায়, কীৰ্ত্তননাচা পথঘূলি লয়ে, কে দেয় মাথায়ে সবার গায় ! অঞ্জলি দেয় কুসুমে ভরিয়া, শির গুলি দেয় নোয়ীয়ে আর ! বক্ষে কে দেয় বিমল শান্তি, o চক্ষে জাগায় স্বৰ্গদ্বার i সে যে গো আমার ধৰ্ম্মক্ষেত্র ভারতমাতার কৰ্ম্মভূমি ধন্য জনম,যাহার জীবম-মরণ-শরণ চরণ চুমি। শ্ৰীকালিদাস রায় ।