পাতা:বঙ্গদর্শন নবপর্যায় দ্বাদশ খণ্ড.djvu/৫৯১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

وخاص6b নিমাইর পরিচয় প্রাপ্ত হইয়া পরমানন্দিত হইলেন। পাষণ্ডীভয় বিদূরিত হইল। হাটে ঘাটে সৰ্ব্বত্র কৃষ্ণমাম ধ্বনিত হইতে লাগিল । একাদশ অধ্যায় নিত্যানন্দ ও পুওৱীক মিলন, অদ্বৈত কর্তৃক নিমাইর পরীক্ষা রাঢ় প্রদেশে একচাকা গ্রামে হাড়াই পণ্ডিত নামক একজন পরদুঃখকাতর সংসারবিরাগী ব্রাহ্মণ বাস করিতেন । নিত্যানন্দ তাহার জ্যেষ্ঠ পুত্র। নিত্যানন্দের জননীর নাম পদ্মাবতী । নিত্যানন্দ শৈশব অতিক্রম করিবার পূৰ্ব্বেই নিমাই জন্মগ্রহণ করিয়াছিলেন। নিমাই যে মুহূর্তে ভূমিষ্ঠ হন, তখন নিত্যানন্দ এক ভীষণ হুঙ্কার করিয়া গ্রামবাসিগণকে বিস্মিত করিয়াছিলেন। বাল্যকালে পল্লীস্থ বালকগণের সহিত মিলিত হইয়া নিত্যানন্দ কৃষ্ণলীলার ও রামলীলার অভিনয় করিতেন। র্তাহার দ্বাদশ বর্ষ বয়ঃক্রম কালে এক সন্ন্যাসী তাহার পিতৃগৃহে অতিথিরূপে উপস্থিত হন। ইড়াই পণ্ডিত পরম সমাদরে অতিথিসৎকার করেন । পণ্ডিতকে কহিলেন “আমার সঙ্গে ভাল ব্রাহ্মণ না থাকায়, তীর্থপর্য্যটনে আমাকে বহু ক্লেশ পাইতে হয়। তোমার জ্যেষ্ঠ পুত্রকে আমার সঙ্গে দেও, আমি তাহাকে পরম যত্নে রক্ষা করিব।” পুত্রবৎসল পিত ব্ৰাহ্মণের নিষ্ঠুর প্রার্থনায় মৰ্ম্মাহত द्रश्ह्णन, छननौ७ भूयश्रृिछ्नiंश्छांश्च জাকুল হইয়া পড়িলেন। কিন্তু অতিথির বঙ্গদর্শন গমনকালে সন্ন্যাসী হাড়াই [ ১২শ বর্ষ, মাঘ, ১৩১৯ প্রার্থনা প্রত্যাখ্যান বুরিতে অক্ষম হইয়। ধৰ্ম্মপ্রাণ ব্রাহ্মণদম্পতি সন্ন্যাসীর হস্তে নিত্যানন্দকে সমর্পণ করিলেন । নিত্যানন্দ সন্ন্যাসীর সহিত বহুদেশ ভ্রমণ করিয়া অবশেষে তাহা হইতে ষিচ্ছিন্ন হইয়া পড়িলেন এবং একাকী দাক্ষিণাত্য ভ্রমণ কালে পথে একদিন কৃষ্ণপ্রেমোন্মত্ত মাধবেন্দ্র পুরীর দর্শন লাভ করিলেন। মাধবেন্দ্রকে দেখিয়াই নিত্যানন্ম মুর্ভূিক্ত হইয়। ভূপতিত হইলেন। মাধবেন্দ্রও নিত্য। নন্দের দর্শনে সংজ্ঞাহীন হইলেন। এই অপরূপ দৃষ্ঠ অবলোকন করিয়া ঈশ্বরপুরী প্রভৃতি মাধবেন্দ্রের শিষ্যগণ রোদন করিতে লাগিলেন। কিছুদিন মাধবেন্দ্রপুরীর সহিত অবস্থানের পর নিতানন্দ তাহার নিকট বিদায় গ্রহণ করিয়া সেতুবন্ধ রামেশ্বর, বিজয়ানগর প্রভৃতি তীর্থ দৰ্শন করতঃ নীলাচলে গমন করিলেন । দুর হইতে জগন্নাথের ধ্বজ দেখিতে পাইয় নিত্যানন্দের মূর্ছা হইল। মূৰ্ছ অপগত হইলে জগন্নাথ দর্শন করিয়া নিত্যানন্দ কিছুদিন নীলাচলে অবস্থান করিলেন। অনন্তর তথা হইতে গঙ্গাসাগর দেখিয়৷ মথুরায় গমন করিলেন। নিত্যানন্দ কেবল মাত্র দুগ্ধ পান করিয়া মথুরায় অবস্থিতি করিতেছিলেন, এমন সময়ে নবদ্বীপে গৌরের আবির্ভাব সংবাদ র্তাহার কর্ণগোচর হইল। তিনি অচিরেই মথুৰ্ব ত্যাগ করিয়া নবদ্বীপে উপস্থিত হইলেন, এবং নন্দন আচাৰ্য্য নামক এক পরম ভাগবতের গৃহে অবস্থিতি করিতে লাগিলেন ।