পাতা:বঙ্গদর্শন নবপর্যায় দ্বাদশ খণ্ড.djvu/৬১৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

もう○じ* পেকিনের দক্ষিণ পূৰ্ব্ব কোণে এক মনোহর নিকুঞ্জবন সদৃশ একটা উদ্যান আছে । তাহার মধ্যে শ্বেত-প্রস্তর-নিৰ্ম্মিত স্বৰ্গ-মন্দির স্থাপিত। চতুষ্পার্শ্বস্থ বৃক্ষশ্রেণী তাহার বেষ্টনী এবং উপরন্থ নীলাকাশ তাহার চন্দ্ৰাতপ। এই শ্বেতমশ্নর-প্রস্তর-নিৰ্ম্মিত মুক্ত বেদীর মধ্যস্থলে একখণ্ড শ্বেত-মৰ্ম্মর-প্রস্তর-ফলক স্থাপিত। সেই প্রস্তর-ফলককে বিশ্ব-কেন্দ্র রূপে মনে করা হইয়া থাকে। ইহাতে কোন মূৰ্ত্তি স্থাপিত নাই। এই ছাদ ও বেষ্টনীশূন্ত বেদিতে আসীন হইয়া সম্রাট শুষ্ঠস্থ নয়নাগোচর দেবতাকে আরাধন করিতেন। এবং অবনতজানু হইয় প্রজাবর্গের মঙ্গল কামনা এবং রাজ্যের সুখশক্তির কামনা করিতেন। এই ভাবে সম্রাট ও প্রজাবর্গের মধ্যে পিতা পুত্র সম্বন্ধ। এই ভাবে চীন-সাম্রাজ্যের অস্থি-মজ্জা গঠিত। এই ভাবের উপর কনফুসিয়ানের রাজনৈতিক ও দার্শনিক মত স্থাপিত। কনফুসিয়ানের পাঁচটা উচ্চ আদর্শ ঃ– রাজায় ও প্রজীয়, পিতা ও পুত্রে, স্বামী স্ত্রীতে, জ্যেষ্ঠে ও কনিষ্ঠে এবং বন্ধু ও বন্ধুতে যে সম্বন্ধ ও ভাব, রাজতন্ত্রশাসনপ্রণালী সেই সকল সম্বন্ধের উপরে প্রতিষ্ঠিত। যে নৈতিক বলের দ্বারা চীন সমাজ শাসিত এবং যাহার দ্বারা রাজ্যে শান্তি ও সুশৃঙ্খলা বিরাজ করে তাহ রাজ-ভক্তি, দয়া-ধৰ্ম্ম, অতীতের প্রতি সন্মান, বয়সের প্রতি শ্রদ্ধা এবং বন্ধুবান্ধবের উপর বিশ্বস্ততা । এই সকল সামাজিক ও দার্শনিক নীতি পুঙ্খানুপুঙ্খরুপে বিচার করিয়া দেখিতে (Temple of Heaven) বঙ্গদর্শন [ ১২শ বৰ্ষ, মাঘ ১৩১৯ গেলে পাশ্চাত্য দেশের সহিত তুলনায় ইহায় কোন কোন নীতিতে এত পার্থক্য বোধ হয় যে, তাহা উত্তর মেরু হইতে দক্ষিণ মেরুর পার্থক্যের সদৃশ । এ কথা সত্য যে চীনে প্রাচীন অনেকগুলি নীতি বর্তমান কালামুযায়ী অপ্রযোজ্য , এবং কন ফুসিয়ানের কোন কোন মত এখন পরিত্যজ্য । প্রজাতন্ত্র বা ডিমক্রেটিক ভাবের মূলমন্ত্রই ব্যক্তিগত স্বাধীনতা ও দায়িত্ব। এই ব্যক্তিগত স্বাধীনতা ও দায়িত্ব চীনদেশে রাষ্ট্রনীতির সম্পূর্ণ অপরিচিত। চীনদেশে ব্যক্তিগত স্বাধীনতা ও দায়িত্ব এক একটা পরিবার মধ্যেই নিহিত। মৃত ও জীবিত ব্যক্তির সমষ্টি এক পরিবার মধ্যে গণ্য । পূৰ্ব্বপুরুষের পূজা দ্বারা এই সামাজিক নীতি গঠিত। এই ব্যক্তিগত স্বাধীনতা ও দায়িত্বের ভাব এক দিনেই জন্মে না। পূৰ্ব্বে বলা হইয়াছে যে, চীন-সমাজ প্রজাতন্ত্র নহে। চীনের রাষ্ট্রনীতি রাজতন্ত্র এবং ইহাই এই জাতির পক্ষে সুবিধাজনক বলিয়৷ প্রমাণিত হইয়াছে। যাহা বহুশতাব্দী যাবৎ চলিয়া অলিতেছে তাহাকে হঠাৎ ফেলিয়া দিয়া তৎপরিবর্তে বিদেশী নীতি অবলম্বন কি সুবিধাজনক ? কোন জাতির পক্ষে'কি ইহা মঙ্গলজনক ? ' .চীনের বর্তমান রাষ্ট্রবিপ্লব ফরাসী রাষ্ট্রবিপ্লবের মত নহে, সেখানে রাজশক্তিকে ংস করিয়া সেই ধ্বংসাবশেষ-তিত্তির উপর প্রজাতন্ত্রের ভিত্তি স্থাপিত হইয়াছে। চীনের