পাতা:বঙ্গদর্শন নবপর্যায় দ্বাদশ খণ্ড.djvu/৬১৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১০ম সংখ্যা রাষ্ট্রবিপ্লবের প্রথুন কারণ মাংরাজবংশের প্রতি বিদ্বেষ, প্রজাতন্ত্রের পতাকা উড্ডীয়মান করিয়া, সেই মাধুবংশের নিৰ্ব্বাসন। চীনের মাধু তাড়াইয় আপন জাতীয় য়াজবংশ কি রাজপাটে বসাইতে চাহে না ? রাজার পরিবর্তে প্রেসিডেন্ট বসান চীন জাতির ধারণা ও সংস্কারের অতীত । ইউনসি-অাই যে প্রথম অবধারণ করিয়াছিলেন যে চীনের কথ্য অংশ লোক রাজতন্ত্রের পক্ষপাতী, সে কথা মিথ্যা নয়। সম্রাট চলিয়া গিয়াছেন, সাম্রাজ্যের একতাবন্ধন কি দৃঢ় থাকিবে ? চীনে প্রজাতন্ত্র ఆeసె চীনের কথা স্বতন্ত্র। চীনে এক প্রদেশ হইতে অপর প্রদেশে বা এক সহর হইতে অপর সহরে যাতায়াতের এক বিষম অসুবিধা রহিয়াছে। সমস্ত চীনদেশে মাত্র ২৭•৭মাইল রেলপথ-ক্ষুদ্র জাপানের অৰ্দ্ধেক । হাংকাও হইতে ছিছোয়ানের রাজধানী চেংঠে পৌছিতে ৪০ দিন লাগে। চীন প্রজাতন্ত্রের প্রেসিডেণ্ট হইবার প্রার্থীকে সমস্ত প্রদেশ ভ্রমণ করিয়া লোক সকলকে বুঝাইয়া দিতে এবং তদ্ধার ভোট সংগ্ৰহ করিতে তিন বৎসরের প্রয়োজন। এই অসুবিধ ভিন্নও ভাষার অসুবিধা এক এখন প্রশ্ন হইতেছে যে, মঙ্গোলিয়া, গুরুতর সমস্ত। প্রত্যেক প্রদেশে এক এক তিব্বত, তুর্কিস্থান, মাঞ্চুরিয়া প্রভৃতি চীন সাম্রাজ্যের একতা স্বত্রে আবৃদ্ধ থাকিবে কি না ? না, তাহার মাত্র আঠারটি প্রদেশ লইয়াই চীন সন্তুষ্ট থাকিবে ? সেই আঠারটা প্রদেশেরও পরস্পরের মধ্যে বিচ্ছেদের সম্ভাবনা আছে। ক্যান্টন হয় ত সুনইয়েট-সেনকে প্রেসিডেন্ট মনোনীত করিবে তাহাতে কি উত্তর চীনের লোকে রাজি হুইবে ? চীনের দ্বিতীয় সমস্ত। এই যে চীন প্রজাতন্ত্র-শাসনের উপযোগী হইয়াছে কি না ? মণ্টেকিউর Monteque) ধারণ এই যে কোন বৃহদায়তনের দেশের পক্ষে রিপাবলিক বা প্রজাতন্ত্র-শাসন-প্রণালী অসম্ভব তবে আমেরিকার যুক্তপ্রদেশের কথা স্বতন্ত্র। সেখানে রেল টেলিগ্রাফ ও ষ্টিমারাদি १iब्र। ५े*ि श्ंड श्रश्च अत:१द्र निश् অনেক পরিমাণে হ্রাল হইয়াছে। কিন্তু স্বতন্ত্র ভাষা। এমন কি এক প্রদেশেও নান৷ প্রকার উপভাষা ব্যবহৃত হয়। ক্যান্টনি পেকিনের ভাষা বোঝে না । তাহারা একে অষ্ঠের সঙ্গে কথা বলিতে ' হইলে হয় ত মাণ্ডারিন ভাষায় কথা বলে, না হয় অন্য কোন বিদেশী ভাষা ব্যবহার করে। " ইহা ভিন্ন এক প্রদেশের লোকের সঙ্গে অন্ত প্রদেশের লোকের তাদৃশ সহায়ুভূতি নাই। চীন প্রদেশের লোকে ক্যান্টনিকে মাধু । অপেক্ষাও বিদেশী মনে করে । এক প্রদেশের লোকের ভাষা ও আচার-ব্যবহারের সঙ্গে’ অন্য প্রদেশের লোকের ভাষা ও আচারব্যববারের বিশেষ পার্থ ক্য রহিয়াছে। এক প্রদেশের সম্বন্ধে যাহা সত্য, অন্ত প্রদেশের সম্বন্ধে তাহ মিথ্যা বলিয়া প্রমাণিত হইবে। এ অবস্থার এই বিপ্লবকারীদিগের সম্মুখে কি সমস্ত উপস্থিত তাহ আমরা সহজেই অনুমাম করিতে পারি। ' . . ঐরামলাল সরকার । ,