পাতা:বঙ্গদর্শন নবপর্যায় দ্বাদশ খণ্ড.djvu/৬১৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৬১৪ সমাজের এক শ্রেণীর লোকের প্রাণে অপর শ্রেণীর লোকের প্রতি যে একটা গভীর স্নেহ বা সহানুভূতি আছে, এমনও দেখি নাই। ধনিগণ প্যবসায়-বাণিজ্যের প্রতিযোগিতায় নিধনদিগকে নিৰ্ম্মম ভাবে নিষ্পেষিত করিতে যে বিন্দু পরিমাণেও কুষ্ঠিত হন, এমন কথা বলিতে পারি না। ইংরেজসমাজের বিভিন্ন শ্রেণীর ও ব্যক্তির মধ্যে ঘে কোনো প্রকারের এক প্রাণতা আছে, এমনটী কোথায়ও প্রত্যক্ষ করি নাই। বরঞ্চ প্রতিযোগিতাপ্রধান বিলাতী সমাজের প্রকৃতির মধ্যে সৰ্ব্বদা একটা স্বার্থপর স্বাতন্ত্র্যের ভাল জাগিয়া আছে, ইহাই অস্বীকার করা অসম্ভব । কিন্তু এ সত্বে ও ইংরেজ-প্রকৃতির মধ্যেই নিজেদের স্বত্ব-স্বীপ রক্ষার জন্য একটা ব্যাকুলতাও সৰ্ব্বদা জাগিয়া রহিয়াছে। এবং এই ব্যাকুলত হইতেই যখনই যেখানে শাসক-সম্প্রদায় ক্ষুদ্রতম প্রজার ন্যায্য অধিকারের উপরে অযথা হস্তক্ষেপ করেন, তখন দেশের লোক আর সকল ভুলিয়া গিয়া সেই গরীবের স্বত্ব রক্ষার জন্য বদ্ধপরিকর হইয়া দাড়ায়। এমনটা ইউরোপের আর কোথাও দেখা शiघ्र न। । चiझ ३१:वध-5द्भिःखझ ५्रं বিশেষত্ব নিবন্ধনই বিলাতের পুলিশ এমন অপূৰ্ব্ব বস্তু হইয়া আছে। বিলাতের পুলিশকৰ্ম্মচারিগণ জানেন যে, তারা প্রজাসাধারণের ভূত্য ; তাহাদের প্রভু নহেন। প্রজার স্বত্ব রক্ষা করিবার জন্যই তাহার রাজকৰ্ম্মে বুত হইয়াছেন, সে স্বত্ব সঙ্কোচ বা হরণ করিবার জন্ত নহে। আর এই জন্ত একদিকে যেমন বঙ্গদর্শন [ ১২শ বর্ষ, মাখ, ১৩১৯ हेशब्र झुहेछनएक लगन्। कब्रिगाँच्न स्त्रछ প্রাণপণ যত্ন করেন, সেইরূপ অন্যদিকে সৰ্ব্ববিধ বিষয়ে সমাজের শিষ্টজনকে যথাসাধ্য সাহায্য করিতেও চেষ্টা করিয়া থাকেন। আর বিলাতী পুলিশের এই সাধারণ লক্ষ্যগুলি লণ্ডনের পাহারাওয়ালার মধ্যে মূৰ্ত্তিমন্ত হইয়া উঠিয়াছে। একদিকে যেমন বিলাতের পুলিশ প্রকৃতি-পুঞ্জের স্বত্ব-স্বার্থকে কখনই উল্লঙ্ঘন করিয়া চলে না, সেইরূপ অন্যদিকে দেশের জনসাধারণেও পুলিশের বিধিসম্মত আদেশকে কখনই থামাক অমান্য করিয়া চলে না। পুলিশ যদি দেশের লোকের স্বত্ব স্বার্থকে সম্মান না করিত, আর দেশের লোক যদি পুলিশের ন্যায্য আদেশকে মানিয়া চলিতে অভ্যস্ত না হইত ; তাহা হইলে বিলাতের পুলিশশাসন এবং পুলিশ-চরিত্রও কিছুতেই এতটা অনন্যসাধারণ উৎকৰ্ষ লাভ করিতে পারিত না। লণ্ডনের পাহারাওয়ালাটীকে ঠিক বুঝিতে হইলে এতগুলি কথা মনে রার্থ। আবস্ত্যক । g লগুনের পাহারাওয়ালার মধ্যে প্রায়শঃই ঋতর্কগুলি বিরোধী গুণের অপূৰ্ব্ব সমাবেশ দেখিতে পাওয়া যায়। অতি সামান্য লোক হইলেও ইহাদিগের চরিত্রে কতকগুলি মহৎ গুণ প্রকাশিত হইয়া থাকে। ইহারা বজাপেক্ষা কঠোর এবং কুসুমদল অপেক্ষাও কোমল। ইহারা যখন দুৰ্ব্বত্ত লোকদিগের দমনে প্রবৃত হয় ; তখন ইহাদিগের মধ্যে এই বজ্রের কঠোরত দেখিতে পাওয়া যায়। আবার