পাতা:বঙ্গদর্শন নবপর্যায় দ্বাদশ খণ্ড.djvu/৬২২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১০ম সংখ্যা ] লেডি ভোরিসূ এক নিঃশ্বাসে কথাগুলো বলিয়া ভূত্যকে বিদায় দিল । তারপর সে বসিয়া বসিয়া নিজের কথা ভাবিতে লাগিল—তার অভিজাতবংশীর পিতার দারিদ্র্য—শৈশবে জ্ঞানেন্মেষের পূৰ্ব্বে লক্ষপতি সাৰ্ব ফিলিপ ভারননের সহিত বিবাহ—একে একে সব কথা মনে আসিতে লাগিল। মনে পড়িল, তাহার রাল্ফ থালোর সহিত বাল্য-প্রণয়, তার প্রেমহীন বিবাহ—তারপর তার স্বামীর ব্যবহার। সে ত আপনার পূৰ্ব্বকথা মন হইতে ধুইয়া মুছিয়। ফেলিয়া স্বামীকে ভাল বাসিবার জন্য প্রস্তুত হইয়াছিল। কিন্তু কৈ তার স্বামী ত একদিনও তার ভালবাসা প্রকাশ করেন নাই। সার ফিলিপ গৰ্ত্তীর প্রকৃতির লোক, বালিকা স্ত্রীকে ছেলেমানুষী আদর করিয়া ভালবাসা দেখান তাহার আসিত না । তা’ ছাড়া, তিনি মনে করিতে যে ভোরিস্ অর্থলোভী দরিদ্র পিতার আগ্রহেই তাহাকে বিবাহ করিয়াছে। এমনি করিয়া স্বামী-স্ত্রীর মিলনের মধ্যে একটা দুলৰ্ভঘ্য বাধার স্বষ্টি হইয়াছিল । বহিদ্বারের ঘন্টাধ্বনিতে লেডি ভোরিসের চিন্তাস্রোতে বাধা পড়িল—সে সোজা হইয়া । বসিল । তার বুঝিতে বাকী রহিল নী-এ অভ্যাগত কে! ভাবিতে তার মুখ আরক্তিম হইয়া উঠিল এবং তার অশান্ত হৃদয় সহস্ৰ চেষ্টাতেও দ্রুত স্পন্দিত হইতে লাগিল । , . ভোরিদ দাড়াইয়া অভ্যাগতকে অভ্যর্থনা করিল, বলিল—“আঃ মিঃ থালে,— বঁাচলুম। আমি ত এক এক প্রায় পাগল মোহ ף לטא হইবার মত হইয়াছি!—যে বিশ্রী দিন । এদিকে এসে আগুনের কাছে দাড়াও । চ৷ খাবে ত! সব প্রস্তুত।” তারপর চাকরকে চা আনিবার জন্য আদেশ করিল। রাল্ফ, ভোরিসের হাত দু'টি ধরিয়া বলিল—“আমি কিন্তু তোমাকে এক পাইবার জন্যই পাগল হইতেছিলাম। ভোরিস, তুমি আজকাল আমার উপর কেন এত নির্দয় হইয়াছ ? কাল তুমি আমার সঙ্গে দেখা করিলে না কেন ?" ভোরিস, রাল্‌ফের স্পর্শে কাপিয়া উঠিল, বড় কষ্টে নিজেকে সংযত করিয়া বিদ্রুপচ্ছলে বলিল—“এ আবার কি কথা! আমি কি কাল বাড়ী ছিলুম—কাল লেডি ক্লোনেলের বাড়ী যে আমার তাস খেলার নিমন্ত্রণ ছিল। সে কথা যা’ক—তুমি আমন পাগলামী করে। না-গম্ভীর হইলে তোমাকে বড় বিত্র দেখায় !—চা এসেছে—এস চা খাও— মেজাজটা ঠিক হবে।’ বলিয়া তোরিস চী প্রস্তুত করিতে মন দিল—কিন্তু তার সংযম-সত্ত্বেও যে হাত দু'টি কঁাপিতেছিল, সেটুকু রাফের দৃষ্টি এড়াইল না। রালুফের পিপাসিত দৃষ্টি মিনিমেষে ভোরিসের সৌন্দৰ্য্য-সুধা পান করিতেছিল-সে হঠাৎ জিজ্ঞাসা করিল—“ভোরিস, সার ফিলিপ কোথায় ?” * “ভগবান জানেন কোথায় । তিনি কোথায় কোথায় ঘুরিয়া বেড়ান—তা আমি ত তার অভিভাবক নই যে সব খবর রাখব !” রাল্ফ ধীরে ধীরে বলিল,—“ই, আমি তা জানি।” - ভোরিস স্থির দৃষ্টিতে রাফের দিকে চাহিয়৷ বলিল,—“অর্থাৎ—?"