পাতা:বঙ্গদর্শন নবপর্যায় দ্বাদশ খণ্ড.djvu/৬২৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৬২০ এক কথায় স্ত্রীলোকের সর্বস্ব সে রাফের জন্য অতল জলে ডুবাইতে বসিয়াছে—আর সে কি ন!—না, না, সে নিশ্চয় আসিবে ! কিন্তু আর ত পাঁচ মিনিট বই সময় নাই ! তবে ? আর চার মিনিট,—fতন মিনিট— কৈ সে ? ওই যে তার রাল্ফ। অভিমানে ভেরিসূ বলিলু–“রাল্ফ, তুমি জান, আমি প্রায় দশ মিনিট তোমার জন্য অপেক্ষ করিতেছি—আর একটু হইলে আমরা টেণ পাইতাম না।” রালফ তাহার দিকে সস্নেহে চাহিয়৷ রহিল—তার সুন্দর মুখে কি যেন একটা দুঃখের ছায়া পড়িয়াছে ! তাকে বড় স্নান দেখাইতেছে --অন্তত ভোরিস্ তাই ভাবিতেছিল। রাল্ফ বলিল—“প্রিয়তমে, গৃহে ফিরিয়া যাও।” মুহূর্তে ভোরিসের সমস্ত দেহে যেন আগুন ছুটয় গেল—সে শুনিতে ভুল করে নাই ত—রাল্ফ কি তাহাকে এমনতর অপমান করিতে পারে। শুষ্ককণ্ঠে ভোরিস শুধাইল—“রালফ, তুমি এ কি বলিতেছ?” রালফ বলিতে লাগিল—“ভোরিস, আমায় সঙ্গে আলি ও না! তোমার স্বামীর কাছে, তোমার গৃহে ফিরিয়া যাও! তোমার স্বামী তোমাকেই মাত্র ভালবাসে—আর কাহাকেও না! আমি তোমাকে পাইবার জন্য মিথ্যা বলিয়াছিলাম-আমাকে ক্ষম করে গৃহে ফিরিয়া যাও।”—রাফের কণ্ঠস্বর যেন এ পৃথিবীর নয়, সে যেন কোন দুর হইতে কথা কহিতেছে হঠাৎ ট্রেণের বঁাশীর শঙ্গে ভোরিসের চমক ভাঙ্গিল-সে দেখিল ফ্রাঙ্গ যাইবার বঙ্গদর্শন [ ১২শ বর্ষ, মাঘ, ১৩১৯ টেণ ষ্টেশন ছাড়িয়া গেলন ভোরিস্ পাশের একখানা বেঞ্চের উপর বসিয়া পড়িয়া দুষ্ট হাতে মুখ ঢাকিয় বড় ক্ষোভে কাদিতে লাগিল। অনেক ক্ষণ পরে মুখ তুলিয়া দেখে, রালফ ত তার পাশে নাই, সে নিষ্ঠুর তাহাকে একটা সাত্ত্বনার কথা না বলিয়া, বিদায় না লইয়া চলিয়া গেছে ! নিকটে একজন রেলের কৰ্ম্মচারী এক দৃষ্টে তার দিকে চাহিয়া ছিল—ভোরিস সাহস করিয়া তাকে জিজ্ঞাসা করিল—“এই খানে একজন ভদ্রলোক ছিলেন, কোথায় গেলেন বলিতে পার।" সে অবাক হইয়া তার দিকে অনেকক্ষণ চাহিয়া থাকিয়া বলিল—“ভদ্রলোক ?” “হা, যিনি আমার সঙ্গে কথা কহিতেছিলেন ?” “কই না, আমি ত এই পনর মিনিট ধরিয়া আপনাকে লক্ষ্য করিতেছি—কই কোন 'ভদ্রলোককে ত আপনার সঙ্গে কথা কহিতে দেখি নাই।” ভোরিসের আর কোন কথা জিজ্ঞাসা করিবার সাহস হইল না—সে ধীরে ধীরে ষ্টেশন ত্যাগ করিল। 最 豪 最 學 豪 সে রাত্রে ভোরি অন্ধকারে অন্যের অলক্ষ্যে নিজের ঘরে আসিয়া গুইয়া পড়িল । সার ফিলিপ তখনও গৃহে ফেরেন নাই ! গুইয়৷ গুইয়া ভোরিসূ আপনার কথা ভাবিতে লাগিল—কৈ রালফের উপর ত’তার রাগ হইতেছে না। যে তাহাকে উপেক্ষ করিল, ভাহাকে বড় লোভ দেখাইয়া ত্যাগ করিল—তার উপর রাগ হওয়া দুরের কথা বরং মনে হইতেছে বেন সে তাহাকে ত্যাগ করিয়া রক্ষা করিতেছে । -