পাতা:বঙ্গদর্শন নবপর্যায় দ্বাদশ খণ্ড.djvu/৬৪০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১০ম সংখ্যা ] সকলে না হউক, অতি নিষ্ঠাবান অথচ চিন্তাশীল হিন্দু র্যাহারা, তাহারাও এ সকল স্বীকার করেন। কিন্তু এই প্রথাকে জোর করিয়া বন্ধ করিলে, আর তাহার বদলে বিলাতী ছাচের যৌবন-বিবাহ ও যুননির্বাচন-প্রথা প্রবর্তিত হইৰে, আমরা কোথায় গিয়া দাড়াইব, তাহাতে আমাদের সমাজের বেশি অমঙ্গল আশঙ্কা হইবে কি না, এ স ক ল ভtiবয়। চিন্তিয়, তাহারা সহসা এ সংস্কার-কার্য্যে হস্তক্ষেপ করিতে সাহসী হন না । এইরূপে আমাদের সমাজবিধানে যে সকল মন্দ জাণিয়। উঠিয়াছে, তাহাকে জোর করিয়া উপড়াইয় দিলে, তার ভাল যাহা মাছে, তাহাও, নষ্ট হইয়া যাইবে কি না, এই ভয়েই উপাধ্যায় মহাশয় সমাজ-সংস্কার বিষয়ে এতটা শঙ্কিত হইয়া চলিতেন। নতুব। আমাদের সমাজে বৰ্ত্তমান অনিষ্ট কৰ প্রথ। সম্বন্ধে তিনি যে অন্ধ ছিলেন, কিম্ব। এ সকলের পরিবর্তণ ও সংশোধন ইচ্ছা করিতেন না,—এমন কথা কিছুতেই বলা যায় না! অন্য প্রসঙ্গে যাহা বলিয়ছিলাম,. উপাধ্যায়ের সমাঞ্জামুগত্য ও সমাজনীতি মহাভারতের ঐতিহাসিকত। ఆలి(: সম্বন্ধেও তাছাই বলিতে পারি। উপাধ্যায় স্বদেশী সমাজকে, লোকে দেবতার মন্দিরকে যে চক্ষে দেখে, সেই চক্ষে দেখিeেন । ভক্ত লোকেও প্রয়োজন হইলে আপনার দেবতার মন্দির ভাঙ্গিয় থাকেন, কিন্তু ভাঙ্গিবার জন্য তাহ ভঙ্গেম না, অদ্য দেবতার প্রতিষ্ঠার জ্যুও তjহাকে নষ্ট করেন না। আপনার দেবতার সেবার সৌকর্যার্থেই ভাঙ্গিয়৷ থাকেন এবং ভাঙ্গিবার সময়, শান্ত সমাহিত, শুদ্ধ বুদ্ধ হইয়া, ভক্তির সঙ্গেই ভাঙ্গেন । এরূপভাবে যদি কেহ হিন্দুসমাজের সংস্কারে প্রবৃত্ত হন, উপাধ্যায় তাহার সে চেষ্টাকে মাথায় করিয়া লইতেন, ইহা জানি। আর প্রচলিত সমাজ-সংস্কারচেষ্টার মধ্যে এই সংযম, এই শ্রদ্ধা ও এই ভক্তির প্রতিষ্ঠা দেখিতে পান নাই বলিয়াই তিনি ইহার সমর্থন করিতে পারেন নাই । তিনি স্বদেশ-বস্তুকে কেবল ভালবাসিতেন যে তা হা নয়, আন্তরিক ভক্তিও করিতেন । র্তার সমাজানুগত্যের মধ্যে ও সমাজনীতির মূলে এই অপূৰ্ব্ব স্বদেশভক্তটা সৰ্ব্বদ জাগিয়া থাকিয়া, তাহার চরিত্রের এই বিশিষ্টতাকে ফুটাইয়া তুলিয়াছিল। ঐবিপিনচন্দ্র পাল । মহাভারতের ঐতিহাসিকতা পাণ্ডবগণের জন্ম । সেই সেই দেবতাগণের দৈবসঙ্গমে কুম্ভীর গর্ভে যুধিষ্ঠির, ভীম ও অর্জুন যথাক্রমে জন্মগ্রহণ করেন। মাদ্রী ঐ ব্যাপার দেখিয়া কুন্তী যাহাতে র্ত{হাকে ঐ মন্ত্র দেন তজ্জন্ত পাণ্ডুকে অনুরোধ করিলেন। কুন্তী সপত্নীকে দেবতাবিশেষের ধ্যান করিতে বলিলেন। মাদ্রী অশ্বিনীকুমারদ্বয়কে ধ্যান করিলেন। কুন্তী মন্ত্র দ্বারা তাহাদের আহবান করায় র্তাহারা মাদ্রীকে যমজ পুত্র দেন। পাগুল