পাতা:বঙ্গদর্শন নবপর্যায় দ্বাদশ খণ্ড.djvu/৬৪৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৬8০ সস্তোগে কোনও প্রকারের অবসাদ পশ্চাতে রাখিয়া যাইবে না। বাসন্তী বনস্থলীর বরণ-কিরণ-সৌরভ-সন্তার লোকে যেমন সহজে সন্তোগ করে, দেখে আর মুগ্ধ হয়, আর সন্ধ্যাসমাগমে নগরের ধূলিকোলাহলপূর্ণ জনতার মধ্যে ফিরিয়া আসিলে, কেবল সেই সম্ভোগের স্নিগ্ধ স্মৃতিটুকু মkর প্রাণে জাগিয়া থাকে, সাহিত্যে ছোট গল্প ও সেইরূপ হইলেই সৰ্ব্বোচ্চ উৎকৰ্ষ লাভ করিয়া থাকে। গড় সাঙ্গ হইলে একখানি পরিষ্কার ছবি, একটা সংযত রস, একটা ভাবের হাওয়া, নীরবে, ধীরে, মাদকতা ও চাঞ্চল্য-শূন্ত হইয়া মনের মধ্যে জাগিয়া থাকিবে। বৰ্ত্তমানে বঙ্গসাহিত্যে ছোট বড় অনেকেই ছোট গল্প লিখিতেছেন, এই সকল গল্প-লহরীর একটা সবিস্তার সমালোচনা করিতে পারিলে, আধুনিক বিশ্বসাহিত্যের এই বিভাগেও বাঙ্গালী কতকটা কৃতিত্বলাভ করিয়াছেন, দেখিতে পাওয়া যায়। আর আমার মনে হয় যে, আজি কালি বিলাতে সচরাচর উচ্চাঙ্গের পত্রিকাদিতেও যে সকল ছোট গল্প প্রকাশিত হইয়া থাকে, তার তুলনায় আমাদের ছোট গল্পগুলি সৰ্ব্বতে- ' তাবেই শ্রেষ্ঠতর বলিয়া গৃহীত হইবে। কিছুদিন হইতে ইংরেজি সাহিত্যে এক জাতীয় বৰ্ব্বর রস অতিমাত্রায় ফুটিয়া উঠিতেছে বলিয়া বোধ হয়। অসভ্য লোকের রসের নিতান্ত বাহপ্রকাশকেই সৰ্ব্বাপেক্ষা বেশি সন্তোগ করিয়া থাকে। দৃষ্ঠে বর্ণের আতিশয্য, কৰ্ম্মে আস্ফালনের । প্রাবল্য, এগুলিতেই বৰ্ব্বরসাধন-সুলভ शन्नझर्श्वन [ ১২শ বর্ষ, মাঘ, ১৩১৯ রসের বিশেষ প্রকাশ হইয়া থাকে। আর আজি কালি বিলাতের কি রঙ্গমঞ্চে কি siffssII*G đề colour and actionềi অত্যন্ত প্রবল হইয়া উঠিয়াছে। যে সংযম উচ্চাঙ্গের রস-সম্ভোগের প্রধান অঙ্গ, যে সমাহিত তাবের ভিতর দিয়াই গভীরতম রসের শ্রেষ্ঠতম অভিব্যক্তি হইয়া থাকে, সেথানে আজি কালি চারিদিকেই তাহার একান্ত অভাব দেখিতে পাওয়া যায়। আর এই জন্ত গল্পের রাজ্যে অসংযত কল্পনার •aj*!(w Penny Dreadful.q#è q*ifq অত্যন্ত বাড়িয়া উঠিয়াছে। মাসিকে, সাপ্তাহিকে, এমন কি দৈনিক সংবাদপত্রে পৰ্য্যন্ত, এ জাতীয় গল্পের ছড়াছড়িতে ইংরেজের রুচিবিকার জন্মিতেছে । ফলতঃ হার্পার প্রভৃতি মার্কিণী মাসিকপত্রে যে সকল ছোট বড় উপন্যাস প্রকাশিত হইয়৷ থাকে, সাহিত্যকলার দিক দিয়া বিচার করিলে, বিলাতের মাসিকপত্রে তেমনটা সচরাচর দেখিতে পাওয়া যায় না। আর বর্তমান ইংরেজি সাহিত্যেও যে এ বিষয়ে এতটা হীনতা দেখা যাইতেছে, ইহার অনেক কারণ আছে সত্য, কিন্তু তার মধ্যে সৰ্ব্বপ্রধান কারণ বোধ হয় এই যে যাবতীয় সাহিত্য-চেষ্টার মধ্যে ছোট গল্প লেখা সৰ্ব্বাপেক্ষ কঠিন কাজ । & আর এটা এমন কঠিন কাজ এই জন্য যে এখানে বহুবিধ অবাস্তর বিষয়ের সাহায্যে লেখক কিছুতেই আপনার অন্তরের কবিকল্পনার নিজস্ব দীনতাকে ঢাকিয় রাখিবার অবসর পান না। ইহার তুলনায় একটা বড় গল্প লেখা অনেকটা সহজ ।