পাতা:বঙ্গদর্শন নবপর্যায় দ্বাদশ খণ্ড.djvu/৬৪৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

নিমাই-চরিত্র নিত্যানন্দ সৰ্ব্বদাই বাল্য ভাবে * বিভোর হইয়া থাকিতেন। স্নেহ ধাল মালিনী দেবী তাহাকে পুত্রবং স্নেহ করিতেন। নিতাই ক্রমে তাহfর স্তন্যপান করিতে আর স্ত করিলেন। মালিনী দেবী অসহায় শিশুর মত সদা সৰ্ব্বদ। তাহার সেবা করিতেন । নিতাই বালকের মত সকলের সহিত কলহ করিয়া বেড়াইতেন। তজ্জষ্ঠ এক দিন নিমাই তাহাকে কহিলেন “নিতাই, এ বয়সে সকলের সহিত কলছ করা কি ভাল ?” গুনিয় নিত্যানন্দ “বিষ্ণু, বিষ্ণু” করিয়। উঠিলেন এবং নিমাইকে বলিলেন “আমি কি পাগল ? আমি কি চঞ্চলত করিয়াছি বল দেখি ?’ নিমাই কহিলেন —“কেন অন্নবৃষ্টি ত তোমার নিত্যকার্য্যের মধ্যে।’ নিতাই উত্তর করিলেন “আমার দোষ ধরিয়া আমাকে ভাত দিবে না, তাহার ছল। খুজিতেছ বুঝি” এই বলিয়া খল খল করিয়া হাসিয়া উঠিলেন এবং উলঙ্গ হইয়া মস্তকে বস্ত্র বন্ধন করতঃ জোড়ে জোড়ে লম্ফ দিতে লাগিলেন। তখন গেীর তাহাকে ধরিয়া কাপড় পরাইয়া দিলেন । - একদিন ক্লীবাসের গুহ হইতে একটা পিত্তলের ৰাটী কাকে লইয়া যায়। বাটীটী গৃহদেবতার ঘূতপাত্র ছিল । ঠাকুরের পাত্র কাকে নিয়াছে, এই কথা শ্ৰীবাস “কাপড় পর ” জানিতে পারিলে কুদ্ধ হইবেন মনে করিয়া মলিনীদেবী কাদিতে লাগিলেন। এমন সময় নিতাই আসিয়া সমস্ত অবগত হইয়া কাককে বাটী’ প্রত্যপণ করিতে আদেশ করিলেন । তখন কাক বাটী আনিয়া যথাস্থানে রাখিয়া দিল । একদিন বিষ্ণুপ্রিয়ার সঙ্গে গৌরনিজগৃহে আলাপের ত আছেন এমন সময় দিগম্বর বেশে নিত্যানন্দ তথায় উপস্থিত হইলেন। গেীর জিজ্ঞাসা করিলেন “উলঙ্গ হইয়াছ কেন ??? নিত্যনন্দ ,কেবল “হয় ইয়' বলিতে লাগিলেন। গেীর বলিলেন fন তাই বলিলেন “আমি যাইব , " গেীর বলিলেন “এ কি করিতেছ?” নি তাই উত্তর করিলেন “অরি খাইতে পারি না ।” গেীর –জিজ্ঞাসা করি এক, জবাব দেও আর, এর মানে কি ? নিতাই– শবfর থাবো । গেীর তখন ক্রুদ্ধ হইয়া বলিলেন “নিতাই সাবধান, শেষ আমাকে দুযিতে পরিবে न| ।” তখন নিতাই বলিলেন থা চ নাই ।” গেীর পুনরায় মিনতি করিয়া বলিলেন “নিতাই দয়া করিয়া কাপড় পর।” আজি চলিয়া

  • এখানে ত