পাতা:বঙ্গদর্শন নবপর্যায় দ্বাদশ খণ্ড.djvu/৬৬৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১১শ সংখ্যা } বিধবাদের সধবাদের যত অলঙ্কার পরিধান করায় দোষ না হইলেও উহার। কণ্ঠে ও কর্ণের উপ্লর কোনরূপ অলঙ্কার পরিধান করেন না ও সীমন্তে সিন্দুর ব্যবহার করেন না এবং বিধবার কেশচ্ছেদন বা মস্তকও মুণ্ডন করেন না। তবে গয়া প্রভূতি তীর্থাদি গমন করিয়া তীর্থের নিয়মাকুযায়ী মস্তক মুণ্ডন করেন, সে স্বতন্ত্র কথা । এখন এদেশের উৎসবাদির বিষয় সংক্ষেপে বলিয়। প্রবন্ধের উপসংহার করিতেছি । এখানকার দোমাহি বা বিহুই জাতীয় উৎসব। কাতি বিহু অর্থাৎ আশ্বিনের সংক্রান্তি, মাঘ বিহু অর্থাং পৌষের সংক্রান্তি এবং বহাগ বিহু অর্থাৎ চৈত্রের সংক্রান্তি এই তিন কাতির বিহু কঙ্গালী, ” মাঘের বিহু ভোগালী এবং বহাগ বিহু রঙ্গালী বলিয়া কথিত হয়। কাতি বিহুতে কোনরূপ ভোজনাদির আড়ম্বর নাই বলিয়া কঙ্গাণী, মাঘ বিহুতে লঙ্ক, পিষ্টক প্রভূতি চব্য চুন্য নানাবিধ ভোজনের ব্যবস্থা আছে কাজেই ভোগালী। এবং বহাগ বিহুতে নানাবিধ আমোদ-এমোদের, রঙ্গ-তামাগার অনুষ্ঠান হয় বলিয়া উহার নাম রঙ্গালী । • কাৰ্ত্তিক বিহুতে এদেশবাসীরা ধান্তক্ষেত্র এবং গৃহাদিতে দেবোদেশে প্রদীপ ও নৈবৈদ্যাদি দিয়া থাকেন। গৃহে গৃহে নামকীৰ্ত্তন হইয়া থাকে এবং সুমস্ত কাৰ্ত্তিক মাসে আলাশ-প্রদীপ দিয়া থাকেন। এই মাস পবিত্র মনে করিয়া নানাবিধ ধৰ্ম্মকাৰ্য্যের অনুষ্ঠান করেন। অনেকে সমস্ত মাস নিরামিষ ভোজন করেন । কামরূপের সামাজিক প্রথা やや3 মাঘ বিহু দিবস অর্থাৎ পৌষের সংক্রান্তি দিনের পুর্মরাত্রে বালক ও যুবকগণ মাঠে গৃহ নিৰ্ম্মাণ করে ও সকলে একত্রিত হইয়া দল ভা ৩ বা লভা ত খায় অর্থাং আমোদআহলাদ ও ভোজনাদি করে। পরে প্রাতে ঐ ধরে অগ্নিদান করিয়া প্রান্তঃস্নান পূৰ্ব্বক অগ্নি সেবন করে। পরে সকুল গৃহস্থই নিজ নিজ গৃহে নামকীৰ্ত্তনাদি করিয়া গুরুগৃহে উপহারাদি লইয়। গমন করেন। মধ্যাস্তুে গ্রামস্থ নামঘরে সকলে সমস্তে হইয়। সাড়ম্বর নামকীৰ্ত্তন ও শ্রীমদ্ভাগবত শ্রবণ করেন। রাত্রিতে দেবোদেশে ভোগ দান করিয়া থাকেন ; গুরুঞ্জনাদিকে প্রণাম এই দিবসের অবখ্য প্রতিপাল্য কৰ্ত্তব্য। পরে আত্মীয় বন্ধু বান্ধব প্রতিবেশী গৃহে গমন করিয়া লাড়ু, পিঠে, কোমন চাউল ইত্যাদি তক্ষণ করেন । সম্ভবম ত অন্তকে ভোজন করান। ডিমখেল, মলক্রীড়, দৌড়াদৌড়ি,লাফান প্রভৃতির যথেষ্ট আয়োজন হয় এবং আবালবৃদ্ধ সকলেই প্রচুর আনন্দ উপভোগ করেন । এই কারণেই এই বিহুকে ভোগানা বলা হয় । সকলে নিজ নিজ কাৰ্য্য হইতে সেই দিন ও পরের দিন অর্থাৎ ১লা মাঘ বিরত থাকিয়া বিশ্রাম ও আমোদ সম্ভোগ করেন । এই দিবসও নামসংকীৰ্ত্তন গুরুজনকে প্রণাম,লাডু, পিষ্ঠক ভক্ষণাদি অপেক্ষণরত অল্প সমারোহের সহিত সম্পন্ন হয় । যদিও এইদিনকে তাহার বড় দোমাfহ বা বড় বিহু নামে অভিহিত করিয়া থাকেন । এই মাসকেও পবিত্র মনে করিয়া সকলে নানাবিধ ধৰ্ম্মাচরণ’করিয়া থাকেন । বিশেষ দেবালয় క1