পাতা:বঙ্গদর্শন নবপর্যায় দ্বাদশ খণ্ড.djvu/৬৯৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

سارينا সমাজের মুখপত্র ছিল । কেশবচন্দ্র বক্তৃতামঞ্চে যে সুর জাগাইতেছিলেন, ইণ্ডিয়ান মিরারের স্তন্তে সেই সুরই ভাজিতে হইত। ইহাতেই একদিকে মনোমোহনের শক্তিসাধ্যের ও অন্যদিকে লোক-হিতব্ৰতে তার কি যে ” গভীর অনুরাগ ছিল তার বিলক্ষণ · পরিচয় পাওয়া যায়। মনোমোহন এষ্টরূপে প্রথম যৌবনাবধিই লোকনায়কের পদ গ্রহণ করিয়াছিলেন। এই উচ্চাভিলাষ আমরণ পর্ষ্যস্ত র্তাহার অন্তরে জাগরুক ছিল । কিন্তু পালিত মহাশয়ের মধ্যে এ বস্তুটী কখনও দেখা গিয়াছে কি ন সন্দেহ, যে সকল সরঞ্জাম থাকিলে লোকে গুননীয়কের পদ লাভ করিতে পারে, পালিত মহাশয়ের সে সকল সরঞ্জামও কখনও ছিল বলিয়া বোধ হয় না। যেমন ব্যবহার ব্যবসায়ে হাকিমের মুখ চাহিয়া কথা বলিতে হয়, সেইরূপ জননেতৃত্বলাভ করিতে হইলে অনেক সময় জনগণের মন যোগাইয়া চলা আবগুক হয়। যাহারা অনন্যসাধারণ বাগ্মীতাশক্তি বা সাহিত্যপ্রতিভার গুণে প্রথমে অগঠিত লোকমতকে প্রবুদ্ধ ও গঠিত করিয়া সেই সংহত জনশক্তির অগ্রণীরূপে লোকনায়কের পদ লাভ করেন, তাহদের পক্ষে এরূপভাবে লোকমত্তামুবৰ্ত্তিতা না করিয়াও সেইপদ রক্ষা কর। সস্তব হইতে পারে। কিন্তু র্যাহাদের এ শক্তি নাই, তাহাদের পক্ষে লোকমণ্ডলীর মুখাপেক্ষী হইয়া ম৷ চলিত পারিলে, আধুনিক দেশহিতকর অনুষ্ঠানাদিতে অগ্রণীদলভুক্ত হওয়ার সম্ভাবনা অত্যন্ত অল্প । আমাদের দেশে বঙ্গদর্শন [ ১২শ বৰ্ষ, ফাস্তুন, ১৩১৯ এ • পর্য্যন্ত যাহারা লোকনেতৃত্ব লাভ করিয়াছেন, একদিকে স্বগীয় কেশবচন্দ্র সেন ও অন্যদিকে কিয়ৎপরিমাণে শ্ৰীযুক্ত সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় ভিন্ন অ}র ৫ায় সকলকেই স্বল্পবিস্তর লোকের মন যোগাইয়া চলিতে হইয়াছে । আর সুরেন্দ্রনাথও এক সময়ে যতটা স্বাধীন ছিলেন, পরে সে স্বাধীনতা ততটা রক্ষা করিতে পারেন নাই। কিন্তু যেসকল গুণ থাকিলে লোকে এরূপ ভাবে, পদ ও প্রতিপত্তির লোস্থে ও আপনাকে চাপিয়া রাখিতে পারে, ঐযুক্ত তারকনাথ পালিত মহাশয়ের প্রকৃতিতে সে গুণ মাই । যে স্বাধীনচিত্ততার জন্য তিনি আপনার ব্যবসায়ের চুড়ায় উঠিতে পারেন নাই, সেই স্বাধীনচিত্ততার জন্যই তিনি আমাদের আধুনিক সমাজসংস্কারের বা রাষ্ট্রীয় কৰ্ম্মীর দলে নেতৃত্বলাভ করিতে পারেন নাই। এরূপ কোনও আকডণও তার মধ্যে কখনও জাগিয়াছে কি ন সন্দেহ। অথচ পালিত মহাশয় নিজের পরিবারে আর দশজন বিলাত প্রত্যাগত বাঙ্গালী হিন্দুর মতন আধুনিক সমাজ সংস্কারের আদর্শের অন্ধুসরণ করিয়াই চলিয়াছেন। কিন্তু কখনও এ সকল লইয়া একটা হুজুগ করেন নাই । রাষ্ট্ৰীয় আন্দোলন-আলোচনাতেও তিনি এইরূপেই যোগ দিয়া আসিয়াছেন। প্রয়ো ন মত কংগ্রেসের সাহায্যার্থে যথা সাধা অর্থদান করিয়াছেন । র্তার সমশ্রেণীর আর দশজনে যেমন এ সকল ব্যপারে অর্থসাহায্য করিয়াছেন, পালিত মহাশয়ও সেরূপ করিয়াছেন। কিন্তু কখনও এ সকল দানের ।