পাতা:বঙ্গদর্শন নবপর্যায় দ্বাদশ খণ্ড.djvu/৭০৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Ն:Տb না এবং কেন তাহার নিম্নস্থ কৰ্ম্মচারীরা তাহার উপরে উঠিয়া যাইতেছে। এচ, এল, ড্যাম্পিয়ার তখন প্রধান সেক্রেটারী ছিলেন, তিনি ইহার পক্ষ হইয়া জোর করিয়া লিখিলেন, ছোটলাটও ইহার পক্ষ হইয়৷ লিখিলেন, লাটসাহেব ল লবেন্স বল্লিলেন ইহার মতন বিদ্বান সুদক্ষ কৰ্ম্মচারীকে এপদ দেওয়া উচিত। কাগজপত্র বিলাতে ষ্টেট সেক্রেটারীর নিকট গেল তিনি জগদীশনাথ রায়কে এ কৰ্ম্ম দিতে অনুমতি প্রদান করিলেন, জগদীশনাথ এপ্রিল ১৮৬৮ সালে এ কৰ্ম্ম পাইখেন, সেই বৎসরের বাঙ্গলার শাসনবিভাগের রিপোটে ছোটলাট গ্রে সাহেব লিথিয়াছেন যে “এই প্রথম আমরা একজন দেশীয়কে এই কৰ্ম্ম পদ প্রদান করিলাম " গেজেট হইবার পূৰ্ব্বে এই পদ প্রাপ্তির কথা হিন্দু পেটুয়াট সম্পাদক কৃষ্ণদাস পাল, নিজের সংবাদপত্রে প্রকাশ করেন, সাহেবেরা তখনও এ কথা বঙ্গদর্শন [ ১২শ বর্ষ, ফাল্গুন ১৩১৯ আমরা বিশ্বাস করি , না, জগদীশনাথ রায় কখনই এ পদ পাইবেন না। যখন আমরা তাহাকে বলিলাম - মাসিক হাজার টাকা পর্যন্ত তোমার বেতন হইবে তুমি বরাবরেই এই আলিপুরে থাকিবে, তখন তিনি আমাদের কথা গ্রাহ করিলেন না। জগদীশনাথ রায় বলিয়াছিলেন, আমি a • ০টাকায় চিরদিন ভারতবর্ষের এক প্রান্তে, পড়িয়া থাকিব। তবুও আমার এই পদ পাওয়া চাই ! এখনি তিনি নিজের ভুল 3ft<* I Distinguished officers object on political grounds to a native being placed in charge of a District.” ফলে জগদীশনাথ রায় যখন এ কৰ্ম্ম পাইলেন, তখন দেশীয়ের বড়ই উল্লাসিত হইলেন এবং বাঙ্গালা ইংরাজি সকল সংবাদপত্রে তাহার সংক্ষিপ্ত জীবনী প্রকাশিত হইল। এই নূতন পদ পাইয়া প্রথমেই তাহাকে নোয়াখালিতে যাইতে সত্য বলিয়া বিশ্বাস করিলেন না । বরং হয়, নোয়াখালি তখন ডাকাতের আবাপ এলিফ বলিয়া একজন পুলিশ সুপারিন্টে- ভূমি ছিল । (ক) ণ্ডেণ্ট বলিয়াছিলেন “প্যাট্রিয়াটের কথা 3 - বেদের কথা বেদকে আমাদের শাস্ত্রে কেবল সকল জ্ঞানের মূল বলিয়াই নির্দেশ করা হয় নাই ; যাবতীয় স্বষ্টিও এই বেদ হইতেই উৎপন্ন হইয়াছে, এমন কথাও বলা হইয়াছে । উভয় কথারই সার্থকত ফুটবাদের উপরে প্রতিষ্ঠিত। আর যাহা সকল জ্ঞানের মূল, তাহা ত সকল স্বষ্টির মূলে থাকিবেই থাকিবে। কায়ণ এই স্বষ্টিব্যাপার লইয়াই ত আমাদের সকল জ্ঞান। এই জড় ও এই জীব, এই দেশ এবং এই কাল—এ সকলই ? আমাদের জ্ঞানের বিষয়। এ সকলকে আশ্রয় ও অবলম্বন করিয়াই ত আমরা আমাদের যাবতীয় জ্ঞানলাভ করিতেছি। জ্ঞানের এ সকল বিষয় যদি