পাতা:বঙ্গদর্শন নবপর্যায় দ্বাদশ খণ্ড.djvu/৭২২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১২শ সংখ্যা প্রবাহের সংস্কার “করিতে যাওয়া একরূপ বাতুলতা মাত্র। সামাজিক কোন ব্যাপারই গড়াপেট জিনিষ নহে। সকল ব্যাপারই ক্রমে ক্রমে গজাইয়া উঠে। অসার সংস্কারকের মনে করেন, কোন ধৰ্ম্ম, রীতিনীতি বা ভাষা যখন কোন শক্তিশালী পুরুষের স্বল্প বা নিৰ্ম্মিত, তখন আর একজন বা দশজন তাহার মত শক্তিশালী লোকে কেন তাহার সংশোধন বা পরিবর্তন অথবা উচ্ছেদ সাধন করিতে পরিবেন না ? এই ভুল ধারণা হইতেই মহা অনৰ্থপাত হইতেছে। একদিকে কিছু শক্তি থাকিলেই, অনেক লোকে মনে করেন, আমি অনেক বিষয়ে শক্তিশালী । এক কোপে বৃহৎ ছাগচ্ছেদের, সামর্থ আছে বলিয়াই আমি সস্তরণে গঙ্গাপার হইতে পুরি! ভাষার উপর এই যে নিষ্ঠুর অত্যাচার, ইহাও এইরূপ নিৰ্বদ্ধিতার ফল। ভাষাও একটি জীবন্ত জিনিষ ; কুম্ভকারের প্রতিমার মত বা গৌরীপুরের কলের মত গড়াপেটা পদার্থ নহে। ইহার প্রবাহ বুঝিতে হইবে, গতি বুঝতে হইবে। স্রোতে স্রোত মিলাইয়া খাল কাটিয়া জল আনিতে পার ভালই, কিন্তু প্রবাহ একটানা গন্তব্য পথে যাইবেই ; কোন খানেই দক্ষিণ-বাহিনীকে উত্তর-বাহিনী করিতে পার না। পৃথকৃ বঙ্গলিপি যদি বুদ্ধদেবের পূৰ্ব্বেও ছিল এমন বোধ হয়, তাহা হইলে পৃথক ভাষা তখন ছিল না, মনে করিতে হইবে কি ? না, এমন মৰ্মে করিতে হইবে যে, সে সময়ে অবশু একটি পৃথক ৰঙ্গভাষা ছিল। তা যদি থাকে, আমরা ত সহস্র বৎসর পূর্বের.::বঙ্গভাষার, নমুনা অভিভাষণ ר X ול পাইয়াছি। প্রবাহ বুঝিবার মত আমাদের যথেষ্ট জ্ঞান হইয়াছে। বাঙ্গল ভাষায় একটি পরিষ্কার সুন্দর সহজ ঠাট অনেক দিন হইয়াছে। তবে পদ্য বলিয়া যদি বুঝিতে না পার, আমরা একটু গদ্যের নমুনা দির, মহারাজ কৃষ্ণচন্দ্রের দানপত্র “প্রাণাধিক প্রিয়তম বাজপেয়ী শ্ৰীযুক্ত শিবচন্দ্র রায় পরম কল্যাণাস্পদেষু। “আমার বয়ঃক্রম যে হুইয়াছে, তাহাতে এখন সদর মফস্বলমলকি কোন বিষয়ে মামলত যে আমি করি তাহার সময় নহে । পারলৌকিক যে যে ব্যাপার তাঁহাই আমার কর্তব্য এ কারণ আপনি স্বচ্ছন্দরূপে * * * * * তোমাকে সমস্ত লিখিয়া দিলাম শ্ৰীশ্ৰ৮ দেবসেবা প্রভৃতি ও জীদারী লওয়া জমাখরচ আখরাজাত ও নফ লোকসান সমস্ত তোমারই, তোমার ভ্রাতা ও ভ্রাতুপুত্রদিগের সহিত এলাকা নাহি, প্রাণাধিক প্রিয়তম বাজপেয়ী শ্ৰীযুক্ত শম্ভুচন্দ্র দেবের পোষা অধিক এ কারণ আমার মোশাহের সরকারে যে পাওনা আছে তাহার মধ্যে সালিয়ানা পনের হাজার তাহার ও প্রাণাধিক প্রিয়তম বাজপেয়ী শ্রযুৎ মহেশ দেবের দশ হাজার ও প্রাণাধিক প্রিয়তম বাজপেয়ী ত্রযুৎ ঈশানচন্দ্র দেবের দশ হাজার ও ভৈরবচন্দ্র দেবের পোষ্যপুত্র প্রাণাধিক প্রিয়তম বাজপেয়ী প্রযুৎ মাধবচন্দ্র দেবের আড়াই হাজার ও হরচন্দ্র দেবের পোষ্যপুত্র প্রাণাধিক প্রিয়তম বাজপেয়ী ত্রযুক্ত যজ্ঞচন্দ্র দেবের আড়াই, হাজার একুনে এই চল্লিশ হাজার টাকা এহাদিগের খরচের নিমিত্ত মোকরার