পাতা:বঙ্গদর্শন নবপর্যায় দ্বাদশ খণ্ড.djvu/৭৩৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Ч 9 е পালিতের ‘গম্ভীরা সৰ্ব্বজন-সমাদৃত হইয়াছে। vশ্ৰীশচন্দ্র মজুমদার প্রণীত ‘রাজ-তপস্বনা” নামে মহারাণী শরৎমুন্দরীর জীবনী সম্প্রতি প্রকাশিত হইয়াছে। অতি মুন্দর লেখা । এই বৎসর বিজয়গুপ্তের “ম সামঙ্গল” গ্রন্থের সচিত্র তৃতীয় প্রচার (বা সংস্করণ) পাইয়াছি। জিয়গুপ্তের ভণিতা স্থাড়া আর পাঁচ জন কবির ভণিতা মঙ্গল মধ্যে আছে সুতরাং এখনি খাটি বিজয় গুপ্তের গ্রন্থ ন৷ বলিলেও চলে। কালা হরিদত্ত যে বিজয় গুপ্তের অঞ্চলে প্রথম মনসামঙ্গল রচনা করেন, তাহা এই গ্রন্থে লিখিত আছে। কাব্যে দেখা যায়, রজক-কুমারী নেতা বিযহরির সর্থী মন্ত্রণাদাত্রী এবং গুরুর মত ; তিনি এই পদ কিরূপে পাইলেন, গ্ৰন্থ সম্পাদক তাহা বুঝাইয়া দেন নাই। সুতরাং মনে করিতে হইবে অন্ত গ্রন্থের আভাস ইহাতে আছে। সে কোন্‌ গ্রন্থ ? সম্পাদক এই সকল প্রশ্নের কোন মীমাংসা করিবার চেষ্টা করেন নাই । আর একখানি প্রাচীন পুস্তক আমরা পাইয়াছি,দ্বিজ কমললোচন প্রণীত “চণ্ডিকাবিজয়” ; শ্রীপঞ্চানন সরকার সম্পাদিত ও রঙ্গপুর-পরিষৎ হইতে প্রকাশিত। সন ১২ ৮ সালের একখানি হস্তলিখিত পুথি অবলম্বনে এই গ্রন্থ মুদ্রিত সম্পাদন কাৰ্য্য সুন্দর श्ब्रांtछ् । এইবার কয়েকখানি বৈষ্ণবগ্রন্থের গ্রন্থকারদিগের কথা বলিব । প্রথমেই প্রভুপাদ অতুলকৃষ্ণ গোস্বামী মহাশয়ের কথা বলি। গৌড়ীয় বৈষ্ণবসন্মিলনী এই বৎসর প্রচারকাৰ্য্যে অধিকতর উৎসাহশীল হইয়াছেন ; বঙ্গদর্শন ১২শ বৰ্ষ, চৈত্র, ১৩১৯ প্রভুপাদই সম্পাদক । তাহার সম্পাদনে অগ্রহায়ণ মাসে শ্ৰীল নরোত্তম ঠাকুরের “প্রার্থনা”, পৌষ মাসে ঠাকুর মহাশয়ের “শ্ৰীশ্ৰীপ্রেমভক্তিচন্দ্রিকা”, আর মাঘ মাসে শ্ৰীপ্ৰেমানন্দ দাস বিরচিত “শ্ৰীমনঃশিক্ষা” • প্রকাশিত হইয়াছে। যেমন নিৰ্ব্বাচন তেমনই সম্পাদন হইয়াছে ক্ষুদ্র ক্ষুদ্র পুথিগুলি একেবারে হীরার টুকরা। তাহার পর ত্রযুক্ত রসিকমোহন বিদ্যা ভূষণ মহাশয়ের গ্রন্থাবলির কথা বলিতে হয় সকল গ্রন্থ আমি পাই নাই ; দুই খানি পাইয়াছি, “শ্রীরায় রামানন্দ” ও “গম্ভীরায় শ্ৰীগৌরাঙ্গ”। গ্রন্থ দুইখানি • অতুল্য ; গৃঢ় ভজনগানের অতি স্বশ্বতত্ত্ব সকল পুস্তক-দ্বয়ে নিহিত আছে। আমরা বৈষ্ণবধন্মের স্থূল কথার কিঞ্চিৎ আভাস পাইয়াছি মাত্র, একটু একটু বুঝি নামে রুচি, জীবে দয়া, আমরা এই সকল স্বক্ষ কথার সমালোচনা করিতে পারি না। t o আরও একখানি “বৈষ্ণব ধৰ্ম্মের সূক্ষা ত্ব' শ্ৰীকৃষ্ণচৈতন্ত-প্রচারণী সভার সম্পাদক শ্ৰযুক্ত প্রিয়নাথ নন্দী-প্রণীত উপহার পাইয়াছি। পূৰ্ব্বেই বলিয়াছি, স্বগ্নতত্ব বুঝি না, মোট বুদ্ধিতে মোটা কথা বলিতেই ইচ্ছা হয়। শ্ৰীকৃষ্ণচৈতন্ত-প্রচারিণী সভার সহিত প্রভুপাদ অতুলকৃষ্ণের কোন সংস্রব নাই, অথচ মুসলমান মৌলবী এই সভায় বক্তৃত৷ করেন,—এটা কিরূপ স্বক্ষতত্ত্ব আমাদের ८बाक्ष्भमा श्ब्ज न। ३श कि गीर्ष ঔদার্য্য, মা স্বেচ্ছাচার ? শ্ৰী যুক্ত সতীশচন্দ্র রায় এম, এ, কর্তৃক “শ্ৰীশ্ৰীগীতগোবিন্দ” ( সচিত্ৰ ) সংস্কৃত