পাতা:বঙ্গদর্শন নবপর্যায় দ্বাদশ খণ্ড.djvu/৭৪৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১২শ সংখ্যা ] তোমাকে আবার কাদাইয়াছিলাম। সেকথা কি মনে আছে শ্রবাস ?” পূৰ্ব্বকথা স্মরণ হওয়ায় শ্ৰীবাস কাদিয়া ভূলুষ্ঠিত হইলেন । কোনও ভক্তকে লক্ষ্য গেীর বলিলেন “অমুক রাত্তিতে বিপ্ররূপে আসিয়া আমি তোমাকে রোগমুক্ত করিয়াছিলাম ; সে কথা মনে হয় কি ?” প্রভুর দয়ার প্রমাণ পাইয়া ভক্ত আকুল ভাবে কাদিয়া উঠিলেন। গঙ্গাদাসকে ডাকিয়া গেীর কহিলেন “গঙ্গাদাস, রাজার ভয়ে সপরিবারে যে দিন তুমি পলায়ন করিয়াছিলে, সে দিনের কথা মনে আছে কি ? খেয়াঘাটে নৌকা না দেখিতে পাইয়া তুমি হতবুদ্ধি হইয়া পড়িয়াছিলে । তখন আমিই খেয়ারীরূপে নৌকা লইয়া আসিয়া তোমাকে কবিয়ছিলাম। গঙ্গদাস উদ্বেলিত ভাবাবেগে সংজ্ঞাষ্ট্রন হইয়৷ পড়িলেন। অনন্তর গেীর কহিলেন “শীঘ্র.একজন গিয়া শ্ৰীধরকে আমার নিকট লইয়। আইস। খোলা বেচিয়া শ্রীধর জীবিকা নিৰ্ব্বাহ কুরিতেন। খোলা বেচা হইতে যে আয় হইত তাহার অদ্ধেক মির্ত্য গঙ্গাপূজশ্ব ব্যধিত হইত, অবশিষ্ট অদ্ধেক দ্বারা শ্ৰীধর কোনও রূপে দুট , অন্নের সংস্থান করিতেন। সকলে "াকে খোলাবেচা শ্ৰীধর বলিয়া ডাকিত। সমস্ত রাত্রি জাগিয়া শ্রীধর কৃষ্ণনাম জপ করিতেন। আজি নিজগৃঙ্গে শ্রীধর হরিনামে নিবিষ্টকিষ্ট ছিলেন। ত্বরিতপদে কয়েকজন ভৃত্য র্তাহীর গৃহে প্রবেশ করিয়া প্রভুর আদেশ তাহাকে শোনাইল । শ্রীধর আনন্দে বিহ্বল হইয়া পড়িলেন, তাছার পদযুগল আচল নিমাই-চরিত্র Q8ර්‍ම হইয়া পড়িল। ভূড়্যগণ ধরাধরি করিয়া তাহাকে গৌরের সমীপে আনিয়া উপস্থিত করিল। ঐ ধরকে দেখিতে পাইয়া গৌর পরম স্নেহে তাহাকে নিকটে আহবান করিয়া বলিলেন “ঐধর আমাকে ভাবিয়া তুমি বহু জন্ম অতিবাঞ্ছিত করিয়াছ ; এজন্মেও প্রচুর খোল, মূল গোড় তুমি আমুকে দিয়াছ। আজি আমার স্বরূপ প্রত্যক্ষ কর। তখন মাথা তুলি চাহে মহাপুরুষ শ্ৰীধর। তমালগু্যামল দেখে সেই বিশ্বস্তর ॥ হাতে বংশী মোহন দক্ষিণে বলরাম । মঙ্গ জ্যোতিৰ্ম্ময় সব দেখে বিদ্যমান ॥ দেখিয়া শ্রীধর মুস্থিত হইয়া পড়িলেন। শ্রীধর সংজ্ঞা লাভ করিলে গেীর কছিলেন “শ্রদ্ধর তোমার ডাকে আমি চিরদিন মুগ্ধ ; তুমি আমার স্তব কর, শুনি।” বিদ্যালেশ চীন শ্রীধর তথন মতি পাণ্ডিত্যপূর্ণ স্তোন রচনা করিয়া প্রভুর বন্দন পাঠ করিলেন। অনন্তর গেীর কছিলেন “শ্রধর, তোমাকে আমার আদেয় কিছুই নাই, তোমাকে আমি অঃসিদ্ধি দিব ; তুমি অভিলষিত বর প্রার্থনা কর।” শ্রীধর কঠিলেন, “প্রভু আর আমাকে ভাড়াইও না, আর ভাড়াইতে পরিবে না।” গেীর কহিলেন “না শ্রধর, তোমাকে বর মাগিতেই হইবে।” তখন শ্রীধর বলিলেন 'যদি একান্তই বর দিবে তবে প্রভু বর দেও যে ব্রাহ্মণ কাড়ি নিল মোর খোলা পাত সে ব্রাহ্মণ হউক মোর জন্ম জন্ম নাথ ॥ যে ব্রাহ্মণ মোর সাথে করিল কোন্দল । মোর প্রভু হউক তার চরণযুগল”। বলিতে বলিতে শ্ৰীধরের প্রেম উদ্বেলিত ङद्देश्। छबि–उँछैदांछ झ्हेग्न डिनि कबग