পাতা:বঙ্গদর্শন নবপর্যায় দ্বাদশ খণ্ড.djvu/৭৫২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১২শ সংখ্যা ] ইহার তাৎপর্য্য এই যে,-বল্লাল যে দীঘ কাটাইয়াছিলেন, তাহ (তাহার ভাণ্ডারী রামপালের নামে ) রামপাল দীঘি বলিয়৷ কথিত হইয়াছিল;—তাহা হইতেই • স্থানের নামও রামপাল হইয়াছে। এই জনশ্রুতির মূল্য যাহাই হউক্ট, ইঙ্গকে একেবারে বিস্তৃত হইবার উপায় নাই, ইহাতে ংশয় দূর হয় না ; আরও বদ্ধমূল হইয় পড়ে। ঐবিক্রমপুরের অন্তর্গত রামপাল নামক স্থান এক সময়ে শ্ৰীপৌণ্ডবৰ্দ্ধন ভুক্তির অন্তর্গত হইয়াছিল ; কিন্তু তাহা যে কখনও বরেন্দ্রীর একাংশ বলিয়া পরিচিত হইয়াছিল, এ পর্য্যস্ত . এরূপ প্রমাণ প্রাপ্ত হওয়া যায় নাই ; বরং বরেন্দ্রীর সুপরিচিত ভৌগোলিক সীমায় বিপরীত প্রমাণই বর্তমান আছে। কারণ, তাহার পূৰ্ব্বসীমা করতো। ‘রামাবতী’ নিৰ্ম্মাণের সমকালবন্তী কবি সন্ধাকর নদী বরেন্দ্রীমঙুলেই রামাবর্তী নিৰ্ম্মিত হইবার কথা লিপিবদ্ধ করিয়া গিয়াছেন । রামপালদেবের পুত্র মদনপাল দেবের শাসন-সময়ে সন্ধাকর কাব্যরচনা করিয়াছিলেন ; গ্রন্থ মধ্যে তাহার পরিচয়ু উল্লিখিত আছে। মদনপাল দেবের (মনলি গ্রামে আবিষ্কৃত) তাম্র শাসনে তাহার অষ্টম রাজ্যংবৎসরে ” “রামাবতী-নগর-পরিসার” তদীয় “জয়স্কন্ধাকর সমাবাসিত” থাকিবার পরিচয় প্রাপ্ত হওয়া যায়। সুতরাং সন্ধাকর, নদীর সমসাময়িক উক্তি কবিকল্পনা মাত্র ধূলিয়৷ অগ্রাহ করিবার উপায় নাই । এই সকল কারণে, শাস্ত্রী মগশয় ইংরাজী ভাষার লিখিত ভূমিকায় বরেন্দ্রী-মণ্ডলেই “রামাবতী” নিৰ্ম্মিত হইবার কথা লিপিবদ্ধ করিয়াছেন, কিন্তু এই , রামাধতা ዓ8ሣ কথাটি এমনভাবে বাৰ্ত্ত হইয়াছে যে, সংশয় আরও ঘনীভূত হইয়া উঠিয়াছে। তিনি লিখিয়াছেন,-“বরেন্দ্রী-দেশে গঙ্গা-করতোয়ার সঙ্গনস্থলে, (?) রামপাল “রামাবর্তী” নামক একটি নগর সংস্থাপিত বরিয়ছিলেন।” * ইগর একাংশের সহিত 'অপরাংশের সামঞ্জস্ত দেখিতে পাওয়া যায় না।” গঙ্গা-কর তোয়ার “সঙ্গম স্থান’ কোথায় ? করতোয়ার সহিত কখন কোনও স্থানে গঙ্গার মিলন ঘটিবার সম্ভাবনা থাকিলে, সে ভৌগোলিক বিবরণ কোথায় পাইব ? শাস্ত্রী মহাশয় তাহার সন্ধান প্রদান করেন নাই । গঙ্গার সঠিত করতোয়ার মিলন-স্থান চাই ; তাহা বরেন্দ্রমণ্ডলে অবস্থিত থাক চাই ;–তাগই পূৰ্ব্ববঙ্গের রামপাল হওয়া চাই। এতগুলি বিযয় সংস্থাপিত ন৷ হইলে, গার্শ্ব টীকার ইঙ্গিত মৃগাষ্ঠান হুইয়। পড়ে। ইহার কোন কথারই প্রমাণ উল্লিখিত হয় নাই। সুতরাং, যাহা লিখিত হইয়াছে, তাহা বোধগম্য হয় না । আরও একটি সংশয়ের কথা আছে। ‘রামাবতী যে আদে ‘গঙ্গা-করতোয়ার সঙ্গমস্থানে সংস্থাপিত হইয়াছিল,” এ কথা কোথায় পাওয়া গিয়াছে ? "রামচরিতম্ কাব্যের কোন পরিচ্ছদের কান্‌ শ্লোকে ইহার উল্লেখ বা জাভাস পাওয়া যাইতে পারে, শাস্ত্রী মহাশয় তাহার একটু ইঙ্গিত করিলেও, বুঝিবার চেষ্টা করা যাইত। তিনি তদ্বিষয়ে নীরব। রামচরিতম্ কাব্যের কোন স্থানে এরূপ উল্লেখ বা আভাস আছে, তাই দেখিতে পাওয়া

  • Ramapala founded a city named Ramavati at the consluence of the Ganges and the Karatoya in the Barendra country-Indroduction, Р• 14