পাতা:বঙ্গদর্শন নবপর্যায় দ্বাদশ খণ্ড.djvu/৭৫৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১২শ সংখ্যা ] বুঝিতে পারা যায়,--বরেন্দ্রীর উদ্ধার সাধন করিবার অব্যবহিত পরেই, রামপাল দেবের পক্ষে সহসা পূৰ্ব্ববঙ্গে উপনীত হইবার সম্ভাবনা ছিল না । (ঢাকা জেলার বেলাবো গ্রামে আবিষ্কৃত ) ভোজবর্ণ দেবের তাম্রশাসনে দেখিতে পাওয়া গিয়াছে, (কৈবৰ্ত্তরাজ ) দিব্যের সমকালবৰ্ত্তী জাত বৰ্ম্মদেব কামরূপ অধিকার করিয়া (পূৰ্ব্বাঞ্চলে) সাৰ্ব্বভৌমত্ৰ ’’ বিস্তৃত করিয়াছিলেন ; – ঐবিক্রমপুর এই রাজবংশের রাজধানী ছিল। এই নবাবিষ্কৃত তাম্রশাসনের ঐতিহাসিক মূল্য অধিক হইলেও, ইহার ঐতিহাসিক বিবরণগুলির উদ্ধার-সাধনের জন্য যথাযোগ্য আয়োজন না করিয়া, অনেকেই আত্ম প্রাধান্য থ্যাপনের অশোভন চেষ্টায়, বঙ্গসাহিত্যে বিবিধ বিতণ্ডার স্বত্রপাত করিয়াছেন। এই তাম্রশাসনে (কৈবর্ত-বিপ্লবের সমকালঘর্তা) পূৰ্ব্বাঞ্চলের ধেরূপ স্বাতন্ত্র্যতার পরিচয় প্রাপ্ত হওয়া গিয়াছে, রাম চরিতম্ কাব্যের সহিত তাহার সামঞ্জস্তা আছে ; --তাম্রশাসনের সাহায্যে “রামচরিতম্” কাব্যের ) টীকাহীন ংশের) একটি শ্লোকের প্রকৃত তাৎপৰ্য্য গ্রহণেরও সদুপায় হইয়াছে বলিয়া বৈাধ হয়। 畿 ‘রামচরিতম্ কাব্যের দ্বিতীয় পরিচ্ছেদ, এক অর্থে ‘রাবণবধ, অন্ত অর্থে ‘কৈবৰ্ত্তরাজবধ বিস্তৃত করিয়া, সমাপ্তি লাভ করিয়াছে। তৃতীয় পরিচ্ছেদের নাম “রামপ্রত্যাগমনম্।” উভয় পক্ষে প্রযোজ্য বিবরণগুলি তাহাতে যথাক্রমে উল্লিথিত হইয়াছে। রামপাল পক্ষে ‘রামাবর্তী নিৰ্ম্মাণের পর এবং নগরপ্রবেশের পূৰ্ব্বে, কবি কতকগুলি ঐতিহাসিক বিষয়ের অবতারণা করিয়াছেন। . তাঁহাতে দেখিতে রামাবতী q8。 পাওয়া যায়, —"বরেন্দ্রীর উদ্ধার সাধন করিয়াই রামপাল নিরস্ত হইতে পারেন নাই ; কৈবৰ্ত্তবিপ্লবে পালসাম্রাজ্যের কেন্দ্রস্থল ( বরেন্দ্রীমণ্ডল) হস্তচু্যত হইবার পর, (পালসাম্রাজ্যের পশ্চিম-দক্ষিণ অংশের . সামন্তচক্র অনুকুল থাকিলেও), অষ্ঠাষ্ঠ স্থানে অনেকৈই স্বাতন্ত্রা অবলম্বন করিয়াছিলেন, তালু রামপালকে অস্ত্ৰধারণ করিতে • হইয়াছিল ; - তাহাকে 'কামরূপ’ জয় করিতে হুইয়াছিল। নবাবিষ্কৃত তাম্রশাসনের সাহায্যে বুঝিতে পারা যায়,— রামপাল বঙ্গপতির কবল হইতেই কামরূপের উদ্ধার সাধন করিয়াছিলেন। “রামচরিতম্” কাব্যের তৃতীয় পরিচ্ছেদের ৪৪শ্লোকে দেখিতে পাওয়া যায়,—পূৰ্ব্বাঞ্চলের অধিপতি (দাণাদি উপঢৌকন প্রদানে) রামপাল দেবকে আরাধনা করিয়াছিলেন ; এবং এইরূপেই পূৰ্ব্বাঞ্চলের অধিপতি (আনুগত্য স্বীকারে ) স্বাতন্ত্র্য রক্ষা করিতে সমর্থ হইয়াছিলেন । শ্লোকটি এই,— e “স্বপরিত্রাণ-নিমিত্তং পত্য যঃ প্রাগিণীয়েন। বরবারণ - দানেন চ নিজস্তনন - দানেন বৰ্ম্মণারধে ॥” শাস্ত্রী মহাশয় ইংরাজী ভাষায় রচিত ভূমিকায় ১৫ পৃষ্ঠায় ] ইহার উল্লেখ করিতে গিয়া লিথিয়াছেন,-“একজন পূৰ্ব্বাঞ্চলের অধিপতি র্তাহাকে রামপালকে ) বৃহৎ হস্তী, রখসমূহ ()এবং বৰ্ম্ম প্রদান করিয়া,রামপালের রক্ষণাধীনে থাকিবার জন্ত, তাহার তুষ্টি সম্পাদন করিয়াছিলেন "* • An eastern potentate propitiated him with large, elephants, chariots and armour for extending his protection to him.—Intro duction, p. 1.